- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশ: বিদ্যুৎ বাঁচানোর জন্যে স্যুট পরা বন্ধ করা হচ্ছে

বিষয়বস্তু: বাংলাদেশ, পরিবেশ, সরকার

সানডে পোস্টের সুপ্রিয় চৌধুরী মন্তব্য করছেন [1] বাংলাদেশ সরকারের সাম্প্রতিক নির্দেশের উপর যাতে বলা হয়েছে যে সরকারী কর্মচারীরা স্যুট পরার বদলে হাফ হাতা শার্ট পরবেন বিদ্যুৎ বাঁচানোর জন্যে। তিন বলছেন: “আমার মনে হয় হাফ হাতা শার্ট পড়ে এসি চালালে তারা ঠাণ্ডায় মারা যাবেন। আমার মনে হয় এটি এসির ব্যবহার কমাবে, ফলে দেশের বিদ্যুৎ বাঁচবে আর পরিবেশেরও জন্যেও এটি ভাল হবে।”