- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: তিব্বতীয় ব্লগারদেরকে কি চুপ করিয়ে দেয়া হচ্ছে?

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, তিব্বত (ARC), প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, বাক স্বাধীনতা, মানবাধিকার, সরকার

এটা বেশ চিন্তার বিষয় যে (একটা ছাড়া) চীন থেকে সব কয়টা তিব্বতী ভাষার ব্লগের সাইটে ঢোকা যায় না প্রায় তিন সপ্তাহ ধরে।

যদিও এটা প্রায় সাধারণ একটা ঘটনা যে তিব্বতী ভাষার ব্লগের হোস্টিং সাইটগুলো বন্ধ থাকে (মাঝেমাঝে ঠিক করার জন্য), এটি সাধারণত বেশী দেখা যায় যখন কর্তৃপক্ষ পরিস্থিতি স্পর্শকাতর মনে করেন (দেখুন অল কোয়াইট অন দ্যা তিবেতীয়ান ব্লগ ফ্রন্ট [1])। এই মাসে অবশ্য এমন হবার জন্যে কোন নির্দিষ্ট রাজনৈতিক কারণ নেই আমি যত দূর বুঝতে পারি:

তিবেতএবিসি সাইটে ঢুকতে গেলে দেখানো এরর মেসেজ। [2]

তিবেতএবিসি সাইটে ঢুকতে গেলে দেখানো এরর মেসেজ।

যেসব সাইটে আজকেও ঢোকা যাচ্ছে না তার মধ্যে আছে সব থেকে জনপ্রিয় www.tibettl.com [3] আর www.tibetabc.cn [4] যেগুলোতে জনপ্রিয় তিব্বতী- ভাষার লেখক আর ব্লগার জামিয়াং কি [5] ব্লগ হোস্ট করা হয়। শেষ তিব্বতী ভাষার ব্লগ হোস্টিং সাইট যা এখনও দেখা যায় তা হচ্ছে শোডমী (বাটারল্যাম্প) http://www.cmbod.cn/index.html [6]

এখনও বন্ধ হয় নি - শোডমি সাইট [7]

এখনও বন্ধ হয় নি – শোডমি সাইট

তিব্বতী ব্লগ সাইটে কিছু গুজব রটেছে [8] যে এইসব বন্ধ করার ঘটনা তিব্বতী লেখক তাশির (ডাক নাম থেরাং) গ্রেপ্তারের সাথে সম্পৃক্ত। তাশি সম্পর্কে আরো তথ্যের জন্য, গ্লোবাল ভয়েসেস এ প্রকাশিত আমার আগের পোস্ট দেখবেন [9]

কৌতূহলের ব্যাপার হল যে মাসে তিব্বতী ভাষার ব্লগ বন্ধ হয়ে যাচ্ছে, পিপলস ডেইলি একটা তিব্বতী ভাষার সংস্করণ বের করেছে যার ওয়েব পেজ এখানে [10]: http://tibet.people.com.cn/

পিপলস ডেইলীর তিব্বতী সংস্করণ [11]

পিপলস ডেইলীর তিব্বতী সংস্করণ

এরই মধ্যে যে পরিবেশ নিয়ন্ত্রিত ছিল, সেটির আরও অবনতি হয়েছে স্বাধীন ব্লগের প্লাটফর্মকে আটকানোর মাধ্যমে আর সরকার নিয়ন্ত্রিত তিব্বতী ভাষার সাইট প্রকাশিত হয়েছে, চিন্তার বিষয়।