- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মালয়েশিয়া: মুসলমানরা অনৈতিক কনসার্ট দেখতে পারে না

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মালয়েশিয়া, আইন, ধর্ম, বাক স্বাধীনতা, যুবা, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত, সরকার

সমাজের নৈতিকতা রক্ষা করার জন্য প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টির তরুণ শাখা (পাস ইয়থ) মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মাইকেল লার্নস টু রক [1] নামের ব্যান্ড দলের অনুষ্ঠান (কনসার্ট) বাতিল করতে চায়। এই একই দল সঙ্গীত তারকা [2] বিয়ন্স, এভ্রিল লাভিন [3] এবং গোয়েন স্টেফানির মালয়েশিয়া কনসার্ট বাতিল করেছে।

পাস ইয়থ [4] তাদের ওয়েব সাইটে এক বিবৃতি প্রদান করেছে, যার সারাংশ মাই অ্যাসাইলাম অনুবাদ করেছে [5]

এই কনসার্ট মালয়েশিয়াবাসী ও মুসলমানদের জন্য এক বড় ধরনের অপমান, যারা পবিত্র রমজান মাস পালন করছে।

প্রথমত: এখানকার মুসলমানরা এমন এক মাস পালন করছে যা ধর্মীয় দিক থেকে তাৎপর্য পূর্ণ, মর্যাদাবহ ও অনুগ্রহের মাস। এই মাসে এ ধরনের কনসার্ট করে মাসটির মর্যাদাহানি করা উচিত নয়। এই কনসার্টের জন্য এমন একটি বিদেশী ব্যান্ড দল আনা হচ্ছে যাদের ক্ষেত্রে বলা যায় স্থানীয় সম্প্রদায়ের প্রতি তাদের কোন সংবেদনশীলতা নেই। নিশ্চিতভাবে বলা যায় এই কনসার্ট এই সম্প্রদায়কে অলস এবং উদাসীন করে তুলবে, ঘটনাক্রমে এই কনসার্ট তাদের নৈতিকতা ও চরিত্রের ক্ষতি করবে।

বাস্তবে এই ধরনের কনসার্ট ব্যক্তির ভালো নাগরিক হবার ক্ষেত্রে কোন কাজে আসবে না। উন্নত নৈতিকতা এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য এ ধরনের কনসার্ট প্রয়োজন নয়, কিন্তু তার বদলে এটি তাদের নৈতিকতা ও মানসিক শক্তির মান দুর্বল করে ফেলবে। একই সাথে এই ধরনের অনুষ্ঠান তাদের লোভের দুনিয়ায় পাপের পঙ্কিলতায় ডুবিয়ে ফেলবে।

পাস ইয়থের এই ধর্মীয় গোড়ামীকে [6] আক্রমণ করেছে জনাথন ওঙ্গ

আমি আমার স্বদেশী মালয়েশিয়াবাসীদের অনুরোধ করব যেন তারা ধর্ম নয়, কিন্তু পাস ইয়থের ধর্মীয় গোড়ামীকে আক্রমণ করে।

যদি পাস ইয়থ অনুভব করে যে এই ধরনের কনসার্ট মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়, তাহলে সবচেয়ে যুক্তিযুক্ত ও বাস্তব ধর্মী কাজ হবে তাদের মুসলমানদের উপদেশ দেওয়া, যেন মুসলমানরা এই অনুষ্ঠান দেখতে না যায়। তাদের অবশ্যই বিবেচনা করা উচিত মালয়েশিয়ায় মুসলিম ছাড়াও অন্য ধর্মের লোক রয়েছে, যারা রমজান পালন করছে না এবং তারা তাদের প্রিয় ব্যান্ডের অনুষ্ঠান সামনাসামনি দেখতে চায়। পাস ইয়থ কি ভুলে গেছে যে মালয়েশিয়া শতকরা ১০০ ভাগ মুসলিম দেশ নয়?

নিকি চেওঙ্গ স্বীকার করেছেন অতীতে এই ধরনের অনুষ্ঠান দেখে তিনি “পাপ” [7]করেছেন।

আমায় ক্ষমা করুন, কারণ আমি পাপ করেছি।
আমার দুটি স্বীকারোক্তি রয়েছে, আমার চোখে প্রথমটি দ্বিতীয়টির চেয়ে জঘন্য, এ ব্যাপারে পাস হয়তো একমত হবে না।
১.আমি আসলে মাইকেল লার্ন টু রকস শুনতে ভালোবাসি। আমি ২৫ মিনিট, দি একটর, ও পেইন্ট নামের গানগুলো শুনে বড় হয়েছি। এমনকি আমার কাছে তাদের সিডি রয়েছে। আমি জানি, আমি জানি… এখন আমাকে বিচার করুন।
২ এমনকি আমি তাদের কনসার্টে দুবার গিয়েছি।
ঠিক আছে যদি পাস ইয়থ তাদের ভাবনায় ঠিক থাকে, তাহলে আমার #২ স্বীকারোক্তির মানে হল আমি পাপ করেছি। তারা মাইকেল লার্নস টু রকের ২০০৯ সালের পুরো মালয়েশিয়া ভ্রমণ, যার নাম গেনটিং হাইল্যান্ড নিষিদ্ধ করতে চায়। আবার বলছি আমি মুসলিম নই, কিন্তু একজন মালয়েশিয়ান। এর মানে হচ্ছে যে তাদের যুক্তি, যদি এই কনসার্ট অনুষ্ঠিত হয় তাহলে তা মালয়েশিয়ান ও রমজান পালন করা মুসলমানদের জন্য বড় ধরনের অপমানের বিষয় হবে।

ক্লেওস [8] বিশ্বাস করেন যে এটা অনেক কম অপমানের বিষয় হবে, কারণ এই অনুষ্ঠান ইফতারির পরে অনুষ্ঠিত হবে:

এখানে যে বিষয়টি অদ্ভুত বলে মনে হচ্ছে তা হলে তারা অনুষ্ঠানটি স্থগিত করার বদলে, যে কোন মূল্যে পুরো অনুষ্ঠান বন্ধ করার হুমকি প্রদান করেছে।

সত্য, তারা দাবী করতে পারে যে এটা যথাযথ নয়, মুসলমানদের রোজা রাখার মাস রমজানে এ ধরনের অনুষ্ঠান হওয়া ঠিক নয়, কিন্তু এটা অনেক কম ক্ষতিকর, অনেক কম অপমানের বিষয় হবে, যদি ইফতারের পর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পাস ইয়থের সাথে দ্বিমত পোষণ করেন [9] প্রিসি'স ইভিল লেয়ার:

কিভাবে এমএলটিআর (মাইকলে লার্নস টু রক) মুসলমান মর্যাদাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে!? ওহে, মূর্খরা।

কনসার্ট এর উপর প্রস্তাবিত নিষেধাজ্ঞার ব্যাপারে প্রতিক্রিয়া:

ভেরনাডিয়াম১ [10]: পাস ইয়থ এমএলটিআরের কনসার্ট নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। তোমাদের ধন্যবাদ আমাদের দেশটিকে ডাইনোসরের যুগে নিয়ে যাবার জন্য। বেদনাদায়ক।

মেসলি [11]: কেন# পাস ইয়থ ঘৃণা করে এমএলটিআর#২- তারা ডেনমার্কের ব্যান্ড, এ কারণে তারা শয়তান… মাখন বিস্কুটের মতো।

মালয়েশিয়ান মুসলমানরা ব্লাক আইড পিস এর কনসার্ট দেখতে পারে নি, কারণ এই অনুষ্ঠান এর আয়োজকদের একটি মদ কোম্পানী টাকা দিয়েছে। এই কনসার্টের প্রচারণা ওয়েব সাইটে [12] যারা প্রবেশ করত তাদের জন্য প্রশ্ন ছিল:

“আপনি মুসলিম-নন এবং আপনার বয়স ১৮ বা তার উপরে”? এবং এর উত্তর যদি না হয়, তাহলে এখানে প্রবেশ নিষেধ।

ওং চুন ওয়াই জানাচ্ছে, কোন কনসার্টে মুসলমানদের নিষিদ্ধ ঘোষণা মালয়েশিয়া নজিরবিহীন এক ঘটনা [13]:

ব্লাক আই পিস তাদের অনুষ্ঠান করেছে, কিন্তু এই অনুষ্ঠান ছিল কেবল অমুসলিমদের জন্য এবং স্বাভাবিকভাবে মুসলিম শ্রোতারা এতে রাগে আগুন হয়েছে। মুসলমানদের জন্য প্রবেশ নিষেধের সিদ্ধান্ত, জানা গেছে এটা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ছিল।

মুসলিমরা, এই কনসার্টে উপস্থিত থেকে তা উপভোগ করতে চেয়েছিল কিন্তু তার মানে এই না, যে তারা সবাই মদ পান করত। তারা কেবল এক আনন্দ দায়ক সময় কাটাতে চেয়েছিল, এই এর বেশী কিছু নয়। কিন্তু এখন কর্পোরেট বিশ্ব বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নিরাপদ থাকতে চায়। এ ধরনের কেবল “অমুসলিমদের জন্য” নিষেধাজ্ঞা যেখানে খ্রীষ্টানদের এবং যেখানে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে লাগানো থাকে। কিন্তু কোন কনসার্টে এ ধরনের নিষেধাজ্ঞা রাখা হয় না। এটা নজিরবিহীন, কিন্তু কর্তৃপক্ষ হয়ত এটাই চেয়েছিল।

কফি কনভারশেসন মালয়েশিয়ার রাষ্ট্রীয় স্বাধীনতার [14]বিষয়ে লিখেছে।

এটি আমি, আমাদের পূর্ব পুরুষ ও স্বাধীনতা যোদ্ধাদের কাছে লিখছি। আমরা হয়তো স্বাধীন হয়েছি, কিন্তু আমরা এখনো মুক্ত হই নি।

খুব সাধারণ আনন্দ ও সঙ্গীত এখানে নিষিদ্ধ। অজস্র শিল্পীকে প্রায়শ:ই এখানে অনুষ্ঠান করতে দেওয়া হয় না, কিছু অদ্ভুত আইনের আড়ালে। মুসলমানদের এখানে বিশেষ কনসার্ট দেখতে মানা করা হয়, কারণ এর অর্থ দাতা একটি মদ কোম্পানী।

একটি কনসার্ট অনুষ্ঠানের আয়োজন তাদের ভয়ানক উন্মাদ করে তোলে, তা মাইকলের লার্নস টু রকের মতো নিরীহ ব্যান্ড হলেও।