বাহরাইন: এক রমজান এবং এক ঈদ

আকাশে নতুন চাঁদ দেখার উপর পবিত্র রমজান মাসের শুরু হওয়া নির্ভর করে। এর ফলে বিভিন্ন মুসলিম দেশ ও সম্প্রদায় ভিন্ন ভিন্ন তারিখে রোজা শুরু করে। এ বছর বাহরাইনের সুন্নী শিয়া সম্প্রদায় এ মাসের একই তারিখে রোজা শুরু করেছে এবং এর ফলে এক ব্লগার এই দুর্লভ একতা উদযাপন করেছে।

গ্রীন ওয়েসিস ব্লগে বা৭রানি৮৭ [আরবী ভাষায়] লিখেছেন:

اعترفوا يا أمة الخير بالذي حدث، بل اثنوا عليه ثناءً كما كنتم تفعلونـه عكسـه سنوياً كالامتهان والطعن فيهم، اعترفوا بالحق واشكروا الله ثم اشكروهم على هذا الموقف .
حرِّكوا السنتُكـم ايجاباً كما تُحركوها دوماً نحو السلب، تستحق هذه الصفحة ان نفتحها ونتوقف عندها وهلةً من الزمان، رُبما تكون عِبرَةً يتمناها المستقبل له . بعيداً عن رأي بعض المؤمنين الا ان رأياً ثابتـاً جاء هذا العام، عوضاً عن كل عام 3 آراء ليتقلص هذا العام الى رأيان، ثم ان هذان الرأيان هُمـا مفاصِل الأمـة تقريباً .
যা ঘটেছে তা স্বীকার করছি এবং তার প্রশংসা করছি, আপনারা প্রতি বছর যা করেন এবার ঠিক তার বিপরীত ঘটনা ঘটালেন, যেখানে প্রতি বছর আপনার বিষয়টিকে অপদস্থ করতেন এবং এ সম্বন্ধে অভিযোগ করতেন, সত্যকে স্বীকার করা এবং আল্লাহকে ধন্যবাদ জানানো তাদের এই অবস্থা তৈরির জন্য। আপনাদের জিহ্বাকে নেতিবাচক কাজের বদলে ইতিবাচক কাজের জন্য নড়ান। এই পাতা যা কেবল পাল্টানো হয়েছে, তা মাঝে মাঝে প্রতিফলিত হবার যোগ্য, এটা হয়তো সেই শিক্ষা যা আমরা ভবিষ্যৎ-এ শেখার আশায় রয়েছি। তিনটি ভিন্ন মতবাদ থাকার বদলে এ বছর আমাদের কেবল দু'টি আলাদা মতবাদ রয়েছে- এবং এই সমস্ত মতবাদ যা আমাদের লোকদের আলাদা করে।

সুন্নী এবং শিয়াদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে বা৭রানি লিখেছেন:

اتفاق السنة والشيعة على رؤية واحدة لشهر رمضان موقفٍ مستحسن يجب ان نتوقف عليه كما كنا نتوقف على اختلافهم، فتوافقهم اليوم عنصراً ايجابياً استطاع ان يوحّد امـةً في شهرها بمناسباته ” بدايتـه – نص الشهر – عيد الفطر ” مناسبات تتوقف عليها الامة لتحييها فما اجمل ان تكون هذا العام في يومٍ ووقتٍ واحد .
সুন্নী ও শিয়াদের মধ্যে চাঁদ দেখা নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা রমজান মাসের একটি নির্দিষ্ট তারিখে চাঁদ দেখা নিয়ে একটি সহ মত মূলক অবস্থান, তা অনেক বিবেচনা প্রসূত। আমরা এই কাজটি প্রতিফলিত করবো, যেমনটা আলাদা করার ক্ষেত্রে আমরা করি, তাদের আলাদা অবস্থান নিতে দেখে আমরা আলাদা হই। তাদের এই একমত হওয়ার বিষয়টি আমাদের জাতিকে এক করবে, এই রমজান উদযাপন করার ক্ষেত্রে- এটা মাসের শুরু, মাঝামাঝি সময় এবং ঈদুল ফিতর (যা মাসের শেষ হিসেবে চিহ্নিত) পালন করার ক্ষেত্রে। এই সকল দিন উদযাপন পুরো জাতি করে থাকে এবং এটা খুবই সুন্দর যে, পুরো জাতি আজ তাদের এক সাথে স্মরণ করবে।

এই পোস্টের উপর মন্তব্য করতে গিয়ে আলি আল হালওয়াচি লিখেছেন:

صدقت وااه أخي الفاضل، فكم محزنٌ أن يكون في البيت الواحد عيدين وصومين وافطاريين
আপনি ঠিকই বলেছেন আমার ভাই। এটা কতই না বেদনাদায়ক বিষয় যে, একই জাতি দু’টি আলাদা দিনে ঈদ আনন্দ উদযাপন করে এবং একই বাসায় দু'টি আলাদা দিনে রোজা রাখা হয়। আলাদা দিনে ইফতার (রোজা ভাঙ্গা) কতই না বেদনাদায়ক বিষয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .