আরব বিশ্ব: স্বাগতম রমজান মাস

মুসলমানদের ক্যালেন্ডারে পবিত্র রমজান মাস এক গুরুত্বপূর্ণ মাস। এই মাস বিশ্বাসীগণকে আত্মশুদ্ধিকরণের শিক্ষা প্রদান করে এবং যারা সমাজে কম সৌভাগ্যবান তাদের দুর্ভোগ কেমন তা সৌভাগ্যবানদের উপলব্ধি করার শিক্ষা দেয়। এই দিনে মুসলিমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার, পানীয়, ধূমপান এবং যৌন মিলন থেকে বিরত থাকে। এর সাথে তারা সৃষ্টিকর্তার উপাসনায় নিজেকে উৎসর্গ করে থাকে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে, তিনি যেন তার অতীতের সকল পাপ মাফ করে দেন। এই মাস উদযাপন উপলক্ষ্যে ব্লগাররা আরবীতে লিখেছে। ইতিমধ্যে এই মাসের প্রথম সপ্তাহ পার হয়ে গেছে। ব্লগাররা তাদের পাঠকদের শুভেচ্ছা জানানোর জন্য যে সমস্ত শৈল্পিক উপায় সৃষ্টি করেছেন এই পোস্টে আমরা তা তুলে ধরবো।

মিশরীয় ব্লগার আহমেদ এল গামিল এই আঁকা ছবিটি পোস্ট করেছেন, এখানে তিনি তার পাঠকদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে যেন এই মাসে তাদের প্রতি সৃষ্টিকর্তার অনুগ্রহ বর্ষিত হোক:

1

এদিকে কুয়েতিজম এই ছবি প্রকাশ করে এই মাস উদযাপন করছেন, যেখানে দেখা যাচ্ছে যে বিদেশী শ্রমিকরা কুয়েতে কাজ করছে।

Kuwait Expats

তিনি লিখেছেন:

مبارك عليكم الشهر
و أحب أزف أطيب التهاني و التبريكات لكل الفراشين اللي يشتغلون بمطابخ الشركات بمناسبة الإجازة أو الراحة من هالمعازيب الحنة بالدوام! ماكو “راجو جيب قهوة” … “راجو جيب شاي”!
و عسا كل أيامكم أفراح و سعادة جميعا
এই মাসে সবাইকে অভিনন্দন! আমি সেই সকল অফিস কর্মচারীকে শুভেচ্ছা জানাতে চাই, যারা কোম্পানীর অফিসে রান্নাঘরে কাজ করে, ছুটির দিনে এবং কাজের সময় দেওয়া বিশ্রামের মাঝে অন্য সব কর্মচারীদের বারবার তাগিদ ও গর্জন : রাজু, আমার কফি নিয়ে আস! এবং রাজু আমাকে চা দিয়ে যাও! এসবের মধ্যে দিয়েও যারা কাজ করে চলে।

আমি কামনা করি, তোমাদের জীবন সুখের হোক।

এবং বাহরাইনে বা৭রানি৮৭ এই ক্যালিওগ্রাফির কাজটি পোস্ট করে, রমজান উদযাপন করছেন। এই ক্যালিওগ্রাফিতে সৃষ্টিকর্তা আল্লাহর নাম রয়েছে:

আল্লাহ

আল্লাহ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .