প্রাক্তন রাষ্ট্রপতি সুহার্তোর পুত্র হুতোমো মান্দালা পুত্রা ঘোষণা দিয়েছেন তিনি ইন্দোনেশিয়ার অন্যতম রাজনৈতিক দল গোলানগান করাইয়ারের (গোলকার) চেয়ারম্যান হতে প্রস্তুত।
২০০২ সালে টমি (সুহার্তো পুত্র), তিনি নিজেকে যে ভাবে উপস্থাপন করতেন, তাতে তার মধ্য বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যেত, তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ অস্ত্র রাখা এবং সুপ্রীম কোর্টের এক বিচারপতি সাইফুদ্দিন কারতাসাসমিতাকে গুপ্তহত্যার [ইন্দোনেশিয়ান ভাষায়] অভিযোগও তার বিরুদ্ধে ছিল, বিচারককে হত্যার পেছনে মূল পরিকল্পনা কারী হিসেবে তার নাম চলে আসে, যে বিচার সে কৌশলে এড়াতে সক্ষম হয়।
আদালত তাকে এসব অভিযোগের প্রেক্ষিতে ১৫ বছরের জেল প্রদান করেছিল। তবে মাত্র চার বছর সাজা খাটার পর ২০০৬ সালে তাকে মুক্তি দেওয়া হয়।
স্থানীয় পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে টমি বলেন, রাজনীতিতে ফেরা তার নৈতিক দায়িত্ব এবং ব্যক্তিগত ইচ্ছা থেকে ঘটেছে, যাতে তিনি গোলকার পার্টির দায়িত্ব নিতে পারেন। এই পার্টির প্রতিষ্ঠাতা তার পিতা। তার পিতা এই পার্টিকে গঠন করে।
নানাং এর মতানুসারে, টমির এই রাজনৈতিক চাল সম্বন্ধে আগে থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছে, কিন্তু তা অনেক তাড়াতাড়ি ঘটল।
Cukup mengejutkan bagi saya, ketika Tommy Suharto memutuskan kembali ke dunia politik secepat ini. Terlebih lewat jalur partai Golkar yg kelahirannya dibidani oleh ayahnya sendiri, Alm. Soeharto. Saya pernah berpikir, Tommy pasti akan kembali ke dunia politik (tapi tidak secepat ini) dan dia akan membuat partai baru atau mungkin akan join ke salah satu partai baru. Gerindra misalnya, dimana di sana ada Prabowo yg cukup dekat dengan kalangan keluarga Cendana.
নানাং বলছে যদিও গোলকার পার্টিকে নতুন ভাবে পরিচয় করিয়ে দেবার চেষ্টা চলছে, কিন্তু নতুনেরা পুরোনো ছায়াকেই বয়ে চলছে।
[…]Golkar dan orde baru sulit utk dipisahkan. Golkar selalu identik dengan orde baru. Pasca reformasi, citra tersebut sekuat tenaga diubah oleh akbar tanjung dan juga jusuf kalla. Golkar mengklaim bahwa partai golkar adalah partai yg paling berhasil mereformasi diri. Golkar baru, yg tidak ada lagi sangkut pautnya dengan orde baru (cendana). Namun, dengan masuknya Tommy sebagai kandidat ketum, bisa jadi apa yg telah dilakukan oleh akbar tanjung dan jusuf kalla menjadi sia2 belaka. Golkar bisa blunder jika kemudian Tommy berhasil menjadi pimpinan di parta beringin ini. Ngga ada lagi reformasi, yg ada mungkin Tommy akan meneruskan model kepemimpinan seperti ayahnya. Buah tidak akan jatuh jauh dari pohonnya.
পেলোপর বলছে, টমি যা চায় তা পাওয়ার ক্ষেত্রে সে মোটেও সফল হবে না:
এ ব্যাপারে এই ব্যক্তিটি নিজেই নিজেকে সাহায্য করবে না। সে এমন এক পরিবারে বেড়ে উঠেছে, যারা সমস্যাকে টানতে শিখেছে, কি ধরনের আইন হবে তা তৈরি করেছে, নিজেরাই আইন হয়েছে এবং টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। যে কেউ তার ব্যক্তিত্ব ও এ রকম শিক্ষার কারণে দ্বিধান্বিত হতে পারে। পরিষ্কারভাবে বলা যায় তার এই চরিত্র বদলাবে না।
তবে, সে অবশ্যই সফল হবে না। তার জন্য এই আশা অবশিষ্ট রয়েছে যে তার কিছু ভালো বন্ধু তাকে বলবে যে, সে এক পাথরের আড়ালে বাকী জীবন লুকিয়ে থাকুক।
অ0জেড0রা পেলোপর এর পোস্টে মন্তব্য করেছে, সে বলেছে:
ভুল সময়, লোকজন এখনও তার প্রতি পাগলের মতো খেপে আছে এবং সে এখনো সে রকম কিছু করেনি।
ধরা যাক যদি টমি বেশ ভালো কিছু কাজ করে তার ভাবমূর্তি বদলানোর জন্য (কোন দাতব্য প্রতিষ্ঠানে দান করা, বীরত্ব পূর্ণ কোন কাজ করা, ইত্যাদি) লোকজন হয়তো (হয়ত বা) তাকে গ্রহণ করার কথা বিবেচনা করতে পারে।
এখন কেবল আবেদন করেছে। কোন বাস্তব সম্মত ধারণা ছাড়াই।
কালভিন যিনি পেলোপর এর পোস্টে মন্তব্য করেছে এই রাজনৈতিক জটিলতাকে এক তিক্ত কৌতুক হিসেবে দেখছে:
যদি লোকজন টমিকে গ্রহণ করে তা হলে এর মানে হবে ইন্দোনেশিয়াকে অবশ্যই “ঐতিহাসিক স্মৃতি ভুলে যাওয়া জাতি পুরস্কার” প্রদান করা যেতে পারে। এমনকি এটা ভাবতে গিয়েও আমি ভাষা হারিয়ে ফেলি যে, সমাজে এই ব্যক্তির গ্রহণ যোগ্যতা থাকতে পারে, যখন এই ব্যক্তিটি সুহার্তোর পতনের কারণ (এবং আমাদের জাতিরও পতনের কারণ বটে)। এটা এত বেশি করুন যে, বিষয়টিকে শেষে মজার করে ফেলেছে।
এই বিষয়ে ইন্দোনেশিয়ার টুইটার ব্যবহারকারীরা তাদের মতামত শেয়ার করেছে:
টমি সুহার্তো গোলকার দলের প্রধান পদে… সত্যি??? আমি বুঝতে চাইছি আসলেই!?!?!? এটা “ডাব্লিউটিএফ” এর সবচেয়ে সেরা সংবাদ -ইমাআবদুল
টমি সুহার্তো? সত্যিই? সত্যিই? গোলকার পার্টি তোমরা এর চেয়ে আর কত নীচে নামবে? # কেটুম- পালপিটিশন
টমি সুহার্তো তার সময় বেছে নিয়েছে এবং রাজনৈতিক ভাবে ফিরে এসেছে। এই দ্বীপরাষ্ট্রের সময় এখন ভালো, চামড়া টানটান করো এবং তৈরি হও। এইচটিটিপি:/বিট.এলই/১৮ডাডাব্লিউজি-আজকাট
সায়ফ্রিল ডেজালানি বিস্মিত যদি টমিকে গোলকার পার্টির চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়, তবে দলটির চেহারা কি রকম দাঁড়াবে। সায়ফ্রিল জানাচ্ছে এর মানে হবে, যদি সে নির্বাচিত হয় তা হলে ২০১৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সে সহজেই প্রার্থী হতে পারবে।
Majunya Tommy Soeharto sebagai kandidat ketum partai golkar ditaggapi beragam oleh berbagai kalangan. Tidak sedikit yang sinis dan ada juga yang senang. Ini semua tak lepas dari berbagai kepentingan masing-masing orang. Kalangan yang sinis beranggapan bahwa Tommy Soeharto tidak layak menjadi ketum dikarenakan track record dirinya. Bisa dibayangkan jika seorang pemimpin partai pernah terlibat criminal pembunuhan, koruptor, dan pebisnis kotor. Apa jadinya partai Golkar jika dipimpin oleh orang seperti itu.
সায়ফ্রিল এর সাথে যোগ করেন যে গোলকারের চেয়ারম্যান হবার মানে হল, টমি ইন্দোনেশিয়ার পরবর্তী রাষ্ট্রপতি হবার যোগ্য বলে বিবেচিত হবে।
[…]
Majunya Tommy Soeharto sebagai kandidat ketum Golkar diperkirakan persiapan dirinya untuk memperebutkan kursi RI1 di tahun 2014 nanti. Jika benar sinyalemen ini maka pada tahun 2014 nanti ada 2 kandidat capres dari Cendana yakni Tommy Soeharto dan Prabowo Subianto (baca juga tulisan saya calon-calon pemimpin masa depan Indonesia).[…]
Lupa atas segala kejahatan yang telah dilakukan pemimpinnya asalkan dia punya duit banyak. Alangkah sedihnya hatiku.
[…]
(আমার কাছে মনে হচ্ছে) ইন্দোনেশিয়া ( স্বেচ্ছায়) তাদের নেতারা যে অপরাধ করেছে তা ভুলে যেতে চাচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা সম্পদশালী। আমার হৃদয় বেদনায় পরিপূর্ণ।
টাইম ম্যাগাজিনের এক প্রবন্ধে জানা যাচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে লম্বা সময় ধরে শাসন করা রাষ্ট্রপতি সুহার্তোর এই প্রিয় সন্তানের কাছে প্রায় ৮০০ মিলিয়ান ডলার সমমানের সম্পত্তি রয়েছে। যার মধ্যে রয়েছে ব্রিটিশ শহর এসকটের একটি ১৮-গর্ত বিশিষ্ট গলফ খেলার মাঠ। ১৯৯০ এর দশকে টমি ইতালীর বিলাসবহুল মোটরগাড়ী নির্মাতা ল্যম্বারগিনির সিংহভাগ শেয়ারের মালিক ছিলেন। ২০০৯ সালের মে মাসে ইউরোপের অন্যতম ব্যাংক বিএনপি প্যারিবাস তার এ্যাকাউন্ট জব্দ করে। এই ব্যাংক ফ্রান্সের কাছে বৃটেনের ব্রিটিশ চ্যানেলে অবস্থিত গ্রানজেতে অবস্থিত। টমির এই এ্যাকাউন্টে ৩৬ মিলিয়ান ইউরো ছিল। গারনেট ইনভেস্টমেন্ট এর অধীনে এই এ্যাকাউন্ট খোলা হয়েছিল।