কাজাখস্তান: সরকারের কার্যকারীতা সম্বন্ধে

সরকার কতটা পেশাদার? সে কি তার করণীয় কাজ ঠিকমতো সম্পন্ন করার ক্ষেত্রে কঠোর দক্ষতা অর্জন করেছে? কতবার সে তার কাজে নাক গলিয়েছে যা তার যোগ্যতার বাইরে? কাজাখস্তানের ব্লগাররা এইসব জনপ্রিয় প্রশ্ন নিয়ে আলোচনা করছে। ইজাহানভ লিখছে এক সংবেদনশীল, বিবর্ণ, দুর্ভাগ্যজনক বিষয় নিয়ে পোস্ট । বিষয়ের নাম, সরকারি ঠিকাদারী নিশ্চিত করার প্রক্রিয়া অথবা এই প্রকল্পের জন্য বিনিয়োগকারী খুঁজে বের করা। [রুশ ভাষায়]:

“(রাজধানী) আস্তানায়, শহরের জনসংখ্যার অর্ধেক লোক জনপ্রিয় কাজাখ জাতীয় খেলায় মত্ত; এই খেলার নাম টেন্ডারবাজী। যখন একদল টেন্ডার ভরে, অন্যরা তখন কি করে? তারা হয় খেলোয়াড়দের সাহায্য করে অথবা তাদের জেতা পুরস্কারের টাকা উড়ায়”।

পুলেমেটচিজ্জা বিস্মিত, পাভালোডার-এর স্থানীয় প্রতিনিধির কর্মকাণ্ডে [রুশ ভাষায়]। পৌরসভা এবং জেলা মাসলিকহাতের সদস্যদের (পরিষদ) তাদের সত্যিকারের ক্ষমতা ব্যবহার করতে না পারা. পুতুলের যোগ্যতা সম্পন্ন গুণাবলী, যে সমস্ত ব্যবসায়ী তাদের আগ্রহের জন্য তদবির করতে যায় তাদের সাধারণ বাহন হওয়া এবং কর প্রদান করা থেকে নিজেদের মুক্ত করার কারনে প্রায়শই সমালোচনা করা হয়। আশকার বাকহারলিনভ, একজন ডেপুটি পাডলডার। তিনি হ্যারি পটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার মতে এই বই বর্ণ বাদী, বৈষম্যমূলক উপাদানে পরিপূর্ণ এবং শাস্তিযোগ্য অপরাধ মূলক কর্মকাণ্ডে ভর্তি। তার দাবি বইয়ের লেখিকা জে কে রাউলিংস মারপিট ও খুন-খারাবিকে উস্কে দিচ্ছে।

“আমি আরো পরামর্শ দেব যে আমাদের সকল রূপকথার বই নিষিদ্ধ করা উচিত, যেখানে বীরপুরুষ খারাপ লোকদের মেরে ফেলে- এই সব বিষয় খুনোখুনির পক্ষে সাফাই গায় এবং আইন নিজের হাতে তুলে নেবার পরামর্শ দেবার জন্য এ সব নিষিদ্ধ করা দরকার”।

এখন রোসভেট সরকারি কার্যক্রম দেখাশোনা করছে, যার নাম “ডোরজাহনিয়া কারতা” “(রোড ম্যাপ” বা “সরকারি উন্নয়ন পরিকল্পনা”) করছেন। এই প্রকল্পের ব্যাপক বিজ্ঞাপন করা হয়েছে। [রুশ ভাষায়]:

যখন আমাদের বিল্ডিং-এর লিফট বদলানো হল, সিঁড়ি ঠিক করে দেওয়া হল, বাড়ির পাশের রাস্তা নতুন করে পাথরের টুকরো ওরফে অ্যাসফল্ট দিয়ে ঢেকে দেওয়া হল, বাসার বাইরে নতুন বেঞ্চ এবং দোলনা বসানো হল – সব কিছু করা হল বিনে পয়সায়- আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। কিন্তু পরের মাসে যখন রাস্তা খোঁড়ার জন্য সদ্য বসানো পাথর তুলে ফেলা হল, নতুন করে পাইপ বসানোর জন্য, পাইপ বসানো হল, এবং এরপর আবার দ্বিতীয় বারের মতো খোঁড়া শুরু হল- আমি উপলব্ধি করলাম সব কিছু ঠিক আছে- আমি এখনো আমার দেশেই বাস করছি। প্রধানমন্ত্রী বলেছেন এই রোড ম্যাপ বা সরকারি উন্নয়ন কার্যক্রম আগামী বছর পর্যন্ত বাড়ানো হল। পাথরের টুকরোর বা অ্যাসফল্টের প্রতি আমার সমবেদনা রইল।

মেগাখুইমিয়াক গণতন্ত্রের গুরুত্ব সম্বন্ধে লিখেছেন “এটি হচ্ছে এক অভিজাত শ্রেণী থেকে আরেক অভিজাত শ্রেণীর হাতে ক্ষমতা হস্তান্তরের এক শান্তিপূর্ণ প্রক্রিয়া” কারণ “এটি সামরিক ও প্রসাদ অভ্যুত্থানের হাত থেকে দেশকে রক্ষা করে, এবং একই সাথে গৃহযুদ্ধের হাত থেকেও তাকে বাঁচায়”। [রুশ ভাষায়]

“সকলেই বুঝতে পারে যে ক্ষমতায় যাওয়ার জন্য এটা সবচেয়ে সহজ ও সেরা কাজ, প্রচারণা অনুসারে কাজ কর এবং আপস কর। শারীরিক ভাবে প্রতিপক্ষকে খতম করার চেয়ে এটি ভালো। এটা এক বেদনাদায়ক বিষয় যে সিআইএসের (প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের স্বাধীন রাষ্ট্র গুলোর সংগঠন] অভিজাতরা এই বিষয়টি দুর্বল ভাবে বুঝতে পেরেছে। এ কারনেই পুরো জাতির রক্তপাত এবং খুনের ঘটনা সে জাতির সাথেই প্রস্থান করেছে।

এছাড়াও এই লেখাটি নিউইরাশিয়ায়.নেটে পোস্ট করা হয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .