- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ক্যাম্বোডিয়া: মিস ল্যান্ডমাইন প্রতিযোগিতা কিছু প্রশ্নের জন্ম দিয়েছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ক্যাম্বোডিয়া, ব্যবসা ও অর্থনীতি, মানবাধিকার

“সকলের সুন্দর হওয়ার অধিকার আছে!” এভাবে শুরু হয় মিস ল্যান্ডমাইন প্রতিযোগিতার ইশতেহার। নরওয়ের মোরটেন ট্রাভিক এই প্রতিযোগীতা চালু করেছেন। প্রতিযোগিতার সাইট অনুসারে [1], এই প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে ল্যান্ডমাইনের শিকারদের সাহস ও বল দেয়া আর সৌন্দর্য সম্পর্কে চলতি ধারণাকে চ্যালেঞ্জ করা। বিজয়ী উন্নত প্রযুক্তির একটা প্রোস্থেটিক কৃত্রিম পা পাবেন। ট্রাভিক এরই মধ্যে অ্যাঙ্গোলাতে মিস ল্যান্ডমাইন প্রতিযোগিতার আয়োজন করেছেন আর এই মাসে ক্যাম্বোডিয়াতে এটা শুরু করতে চেয়েছিলেন যখন ক্যাম্বোডিয়ার সরকার তাদের সমর্থন ফিরিয়ে নিয়ে [2] এটা বাতিল করে দেয়।

দ্যা মিরর [3] জানিয়েছে যে অনেক প্রতিষ্ঠান, যার মধ্যে ক্যাম্বোডিয়ার পঙ্গু মানুষদের কল্যানে নিয়োজিত প্রতিষ্ঠানও আছে, এই প্রতিযোগিতার ব্যাপারে সমর্থন ফিরিয়ে নেয় যখন সমাজ মন্ত্রণালয়ের বয়স আর তরুণ পুনর্বাসন অধিদপ্তর এই প্রতিযোগীতার ব্যাপারে বিরুপ মন্তব্য করে। এই অধিদপ্তর বলে যে এই প্রতিযোগিতা পঙ্গু মানুষ সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে।

অবাক করার মতো ঘটনা না, এই ল্যান্ডমাইন প্রতিযোগিতা নিয়ে অনেক ধরনের প্রতিক্রিয়া শোনা গেছে।

জিঞ্জা [4] বলেছেন:

আমি এই সৌন্দর্য প্রতিযোগিতার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া বোধ করছি, কিন্তু এর পিছনের সাধারণ ধারণার ব্যাপারে একমত: যে অংশগ্রহণ কারীদের অধিকার আছে নিজেদের আর নিজেদের কেমন দেখতে লাগে সে ব্যাপারে গর্বিত হওয়ার, যে কোন পরিস্থিতিতে। প্রতিযোগিতার ক্ষতিপুরণ না করে, আমার মনে হয় এই বাতিল করা দেখায় খেমার সমাজ কি করে প্রায়ই চট করে আধুনিক আর বিদেশী ধারণার দিকে ঝুঁকে পড়ে, কেবলমাত্র ফিরে আসতে সেই পর্যায়ে যা তারা মনে করে নিরাপদ আর ঐতিহ্যবাহী।

সিএএআই সংবাদ মিডিয়া [5] একজন পাঠকের প্রতিক্রিয়া পোস্ট করেছে, যা প্রথমে নম পেন পোস্টের সম্পাদকের কাছে চিঠি আকারে গিয়েছিল। পাঠক প্রশ্ন করেছেন সৌন্দর্য প্রতিযোগিতার এই ধরণ ক্ষমতায়নে সহায়ক কিনা:

আর সৌন্দর্যের কথা বললে , সৌন্দর্য সম্পর্কে কার ধারণা এখানে তুলে ধরা হচ্ছে? আমি ওয়েব সাইটে গিয়ে দেখেছি বিভিন্ন গ্রামের মহিলাদের ছবি হল্টার টপ আর ছোট জামা পরা, যা নাও হতে পারে তাদের পরা সাধারণ পোশাক, কিন্তু এটা বেখাপ্পা লাগছিল। আয়েজকরা কি, উদ্দেশ্য ভালো হলেও, ‘ক্ষমতায়নের’ পশ্চিমা একটা ব্যাখ্যা এখানে প্রদান করছেন যেখানে সৌন্দর্য আর মুক্তিকে এক সাথে দেখা হয় যৌনাবেদনময়ী আর ত্বক দেখানোর সাথে? আমি পছন্দ করতাম এই মহিলারা তাদের পছন্দের কিছু পরে থাকলে, পশ্চিমা বা ঐতিহ্যবাহী খেমারের, আধুনিক বা রক্ষণশীল, যাতে তারা নিজেদের সব থেকে সুন্দর অনুভব করত।

ডিটেলস আর স্কেচি [6] তে, খবর এসেছে যে ট্রাভিক ক্যাম্বোডিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি এই প্রতিযোগিতা অনলাইনে ভোটের মাধ্যমে করাতে চান। নীচে প্রতিযোগিতার ওয়েব সাইট থেকে প্রতিযোগী মিস সিয়েম রিপের ছবি দেয়া হল [7]

[8]