গত সপ্তাহে , মরোক্কোর ব্লগ জগৎ ক্ষিপ্ত ছিল দুটি জনপ্রিয় ম্যাগাজিন আটক করার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে। ফরাসী তেল্কুয়েল এবং এর আরব সহ-প্রকাশনা নিচেইন এর উপর খড়্গ নেমেছে একটি জনমত জরীপ প্রকাশের জন্যে – যেখানে সাধারণ মরোক্কোবাসীকে জিজ্ঞাসা করা হয়েছিল রাজা মোহাম্মদ ষষ্ঠ সম্পর্কে তাদের মূল্যায়ন দিতে, যদিও ফলাফলে এসেছে যে ৯১% মরোক্কোবাসী এই রাজার প্রথম দশ বছরের শাসন সময়কে সমর্থন করেছে।
“Je Suis Un 9%” (আমি ৯% এর একজন) শিরোনামের একটা প্রচারণা দ্রুত গড়ে ওঠে তাদের প্রতিনিধিত্ব করতে যারা ফলাফল প্রচারে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন। গত সপ্তাহে টুইটোম্মা (মরোক্কোর টুইটার গোষ্টী) এই ঘটনা আলোচনার জন্য হ্যাশট্যাগ #৯পিসিমারোখ ব্যবহার করছেন (যা ইউএইর দ্যা ন্যাশনালের এই লেখায় তুলে ধরা হয়েছে), আর ব্লগ জগৎ এ নিয়ে ক্রমাগত লিখে যাচ্ছে। এ ঘটনায় একটা নতুন অগ্রগতি – ফরাসী পত্রিকা লে মন্ডের উপরে নিষেধাজ্ঞা (যেটাতেও এই ফলাফল প্রকাশ করা হয়েছিল) কিছু ব্লগারকে খুবই ক্ষুব্ধ করেছে। রাশিদ জানকারি লিখেছেন:
Je pense que cette interdiction et son argumentaire est un vrai retour en arrière. Et pour cause, c'est une nouvelle consécration de la “sacralité” du Roi. En invoquant cet argument, archaïque, je pense que l'avenir du débat sur le présent et l'avenir du pays est encore une fois hypothéqué.
আকুল ব্লগে দ্যা লুন্সবারি লিখেছেন:
এটা সত্যিকারের মূঢ়ের মতো কাজ। রাজতন্ত্রের জন্য এই জনমত আসলে ভালো, আর এটাই প্রকাশনা নিষিদ্ধ করা সম্ভাব্য বোকামির ইঙ্গিত দেয়। তবে এটা পুরোনো ধারণার মাখজেন মানসিকতা তুলে ধরে যা সরকারের মধ্যে গভীরভাবে গ্রথিত। যদিও রাজা (ষষ্ঠ মোহাম্মাদ) এর দোষ আছে, বড় আর পরিষ্কার বোকামি তার মধ্যে ছিল না। (অল্প মাত্রার, হয়তো বিতর্কিত, যদিও তার প্রতি আমি সহায়, মানে তার ঘনিষ্ঠ সঙ্গীদের দেখেন…)তবে চাটুকার নাসিরি এমন করল। তাই হ্যাঁ, বিশ্বের জানা উচিত যে মাখজেন চাটুওকাররা এই ধারণা সহ্য করতে পারে নি যে মরোক্কোর জনগণ জানতে পারবে যে একটা আন্তর্জাতিক জরিপ জানতে পেরেছে যে “মাত্র ৯১% সমর্থন ষষ্ঠ মোহাম্মাদ এর প্রথম দশকের জন্য”।
পুরানো বোকামি সহজে যায় না।
মরোক্কোর ব্লগার লারবি, ইন্টারনেটের ক্ষমতা চিনতে পেরে, তার ব্লগে জনমতে ফলাফল প্রকাশ করেছেন এই কথা উল্লেখ করে যে মানুষের নজর থেকে এটাকে রাখা যাবে না:
Finalement c’est l’AFP qui a eu la primeur de publier le Sondage Interdit, en détail avec tous les chiffres. Dépêche qui sera reproduite par tous les médias du monde. Maintenant à moins d’interdire tous les médias du monde les censeurs sont très mal barrés.
ব্লগার ইবনে কাফকা ফলাফলটি পুন:প্রকাশ করেছেন, আর লে মন্ডের প্রতিবেদনটিও, আর অন্যান্য মরোক্কোর ব্লগারদের উৎসাহিত করেছেন এটা করার জন্য। পাঠক কাউতার লিবায়াতি সাড়া দিয়ে মন্তব্য করেছেন:
La position des autorités marocaines (ministère de la communication) est décevante encore une fois. Bien sûr que le peuple marocain, comme tous les peuples d’ailleurs, a le droit d’évaluer sa monarchie à laquelle il est lié par le pacte d’Al Beiâ depuis plusieurs siècles maintenant. Le peuple marocain veut désormais s’exprimer, s’expliquer, être écouté et prendre en main sa destinée. Arrêter l’oppression enfin!
পরিশেষে রিফ্লেকসিঅঁ এ অত্রে ইডে এর ব্লগার জানিয়েছেন:
Il faut voir plus loin que son nez. Que sera le Maroc dans 5, 10, 20 ou 50 ans ? C'est à quoi le gouvernement et le pouvoir doivent travailler et non à proclamer des fatwas contre des journaux et des livres…