- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আজারবাইযান: ব্লগারদের আপীল বাতিল করা হলো

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, আজারবাইযান, ডিজিটাল অ্যাক্টিভিজম, বাক স্বাধীনতা, মানবাধিকার, যুবা, রাজনীতি

n584522500_1328মিডিয়া হেল্প মিডিয়া রিপোর্ট করছে যে, আদনান হাজিজাদে ও এমিন মিলি [1] নামে দুই ভিডিও ব্লগার ও তরুণ অ্যাক্টিভিস্ট এর আপীল গতকাল (১০ই আগস্ট) বাতিল করে দেওয়া হয়েছে [2]। তাদের সম্প্রতি প্রাক বিচার ব্যবস্থায় জেলে ঢোকানো হয়েছে। অনেকের বিবেচনায় এটি এক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার।

সম্প্রতি আদালতে নিরপরাধ প্রমাণের অধিকারের ক্ষেত্রে আপীল বা সিদ্ধান্ত পুন: বিবেচনার জন্য আবেদন করা হয়, যা আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা লঙ্ঘন করে, কোন যথাযথ তদন্ত করার আগেই তা করা হয় এবং এই অবস্থায় বিচার করা হয়।

আশা করা হচ্ছে এই বিচার অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের ৮ তারিখ অথবা তার কাছাকাছি সময়ে। যদি তারা অপরাধী প্রমাণিত হয়, সে ক্ষেত্রে তাদের “দু্ বছর, ছয় মাসের” জেল হতে পারে।

যে আপীল বাতিল করা হয়েছে, সে সম্বন্ধে টু্‌ইটার করেছে, ওএল! ইয়থ মুভমেন্ট। তাদের দুজনের একজন, আদনান হাজিজাদে এই দলের প্রতিষ্ঠাতা।

ওএল টুইট

আজকে বেলা ১৫:৩০ মিনিটে সেবাইল কোর্ট আদনান হাজিজাদে ও এমিন মিলি অপরাধী কিনা সে সম্পর্কে আপীলের শুনানি হবে।

ইতিমধ্যে ওএল! ব্লগ বলেছ যে আলবেনিয়ার তরুণদের আন্দোলন, মাজাফট! এর সাথে যোগ দিয়েছে। ডজন খানেক আন্তর্জাতিক সংগঠন এবং গ্রুপ এই দুই অ্যাক্টিভিস্ট ব্লগারের মুক্তির জন্য আওয়াজ তুলেছে।

মাজাফট জানাচ্ছে যে এই বাস্তবতায়, এখন অন্যতম প্রশ্ন হচ্ছে কেবল সাধারণ কোন সমালোচনা নয়, তার চেয়ে বেশী প্রয়োজন সরাসরি সমর্থন প্রদান করা, তাদের, যারা, আমরা যে বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখি তার পক্ষে অবস্থান নেয়। মাজাফট, আদনান ও এমিনকে সমর্থন করে বলছে: এটা আজারবাইযানের অ্যাক্টিভিস্টের কোন বিচ্ছিন্ন লড়াই নয়, এটা আমাদের সকলের লড়াই, আমাদের অতীত রাজনৈতিক উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু বিষয় ভাঙ্গার জন্য আমাদের লড়াই।

আরেকটি প্রতিষ্ঠান এই ঘটনা কে খুব কাছ থেকে পর্যবেক্ষন করেছ তার নাম রিপোর্ট উইদাউটস বর্ডাস, যারা এই আপীল বাতিল হবার খবর তাদের ব্লগে উঠিয়ে দেয়। [3]এবং একই সাথে তারা আরো সন্দেহ প্রকাশ করে যে এই দুই ব্যক্তির বিরুদ্ধে যে আইনী কার্য চলবে তার আইন গত বৈধতা নিয়ে।

এই দুই ব্লগারের দুই মাসের জেল হয়েছে এক স্থগিত বিচারের মাধ্যমে, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গুন্ডামির। এক কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা যাচ্ছে দেশটির রাষ্ট্রপতি ইলভাম আলিয়েভ তাদের গুণ্ডা বলে অভিহিত করেছেন। সে সভায় অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশেন ইন ইউরোপ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যখন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে সেই জুলাইয়ের আট তারিখ থেকে, এই দুই ব্লগার এখনো তাদের পরিবারে কোন সদস্যদের সাথে সাক্ষাৎ করার অনুমতি পান নি। আজকের শুনানি এক রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। হাজিজাদের আইনজীবী ইসকাহান আশুরভ বলেন তিনি আজকের এই রায়ের বিরুদ্ধে আপীল করবেন।

গ্লোবাল ভয়েস অনলাইনের কাছে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে [4] ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লিবারেল ইয়থ (আইএফএলআরআই) এর সেক্রেটারি জেনারেল বার্ট উর্ড বলেন, তিনি বিশ্বাস করেন, ঘটনাক্রমে জেলে থাকা এই দুই ব্লগার অ্যাক্টিভিস্টের শাস্তি হিসেবে দুই অথবা তিন বছরের জেল প্রদানের সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে।