আর্জেন্টিনা: কিছু প্রযুক্তিগত পণ্যের উপর কর ধার্যের প্রস্তাবনা

আর্জেন্টিনার চেম্বার অফ ডেপুটিজ(সংসদের নিম্ন কক্ষ), সংসদে এক আইন অনুমোদন করেছে যার মাধ্যমে বিশাল পরিমাণ প্রযুক্তিগত পণ্যের উপর কর বাড়ানো হবে। যদিও কম্পিউটার ও নেটবুক এর অন্তর্ভুক্ত নয় কিন্তু পিসি বা ব্যক্তিগত কম্পিউটার, মোবাইল ফোন, টেলিভিশন, এবং অন্য যন্ত্র এই করের আওতায় আসবে। তবে যে সমস্ত প্রযুক্তিগত পণ্য আর্জেন্টিনার তিয়েরা দেল ফুয়েগোতে উৎপন্ন হয় সে সমস্ত পণ্যের ক্ষেত্রে এই কর বৃদ্ধি নীতি কার্যকর হবে না। আমদানিকৃত প্রযুক্তি পণ্যের উপর বিক্রয় কর ১০.৫ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশ হতে পারে। এখনো স্পষ্ট নয় যে, সংসদ এই পরিমাণ কর বৃদ্ধি অনুমোদন করেছে কিনা। আর্জেন্টিনার অনেকে অপেক্ষায় রয়েছেন বিশেষ গুরুত্বপূর্ণ এ সকল প্রযুক্তিগত পণ্যের এই বিশেষ দাম বৃদ্ধি হয় কিনা তা দেখার জন্য।

এখন যারা এই নীতি চালু করতে যাচ্ছে তাদের হিসেব মোতাবেক তিয়েরা দেল ফুয়েগোতে আরো চাকুরি সৃষ্টি ও স্থানীয় পণ্য উৎপাদকরা যাতে বেশী করে নানা ধরনের পণ্য উৎপাদন করতে পারে তার জন্য এই উদ্যোগ। তবে এই ব্যাপারে ব্লগাররা দ্রুত তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করে। এবং সাধারণ ভাবে বলা যায় তারা সংসদীয় অনুমোদনের নিন্দা জানায়। ডেনকেন উবার [স্প্যানিশ ভাষায়] ব্লগে মারিয়ানো আমার্তিনো বিস্মিত:

¿No es este otro más de los impuestos regresivos que existen en este país? Una persona de clase media o alta accede a una notebook de u$s2000 sin pagar tasas extras pero alguien que apenas puede pagar un clon de u$s500 para tener su primer PC debe pagar un 30% más. Si buscamos crear una “economía de la información”… gravar con un 30% además del casi 50% de impuestos que ya tienen y encima con un peso argentino débil ¿no es evitar que la base de la pirámide social acceda a las herramientas que tienen más posibilidades de sacarlos de la pobreza?

যে সমস্ত কর দেশকে পেছনে ঠেলে, তা এই দেশে কি থেকে যাচ্ছে না? মধ্যবিত্ত ও উচ্চবিত্ত কোন কর প্রদান না করেই ২০০০ আমেরিকান ডলার দিয়ে একটা ল্যাপটপ কিনতে পারে। কিন্তু যারা কোনরকমে ৫০০ আমেরিকান ডলার দিয়ে ভিন্ন যন্ত্রাংশ জোড়া দিয়ে বানানো পিসি কিনতে পারে তাদের আরো অতিরিক্ত ৩০ শতাংশ টাকা প্রদান করতে হবে কর হিসেবে, তাদের প্রথম কম্পিউটার কেনার জন্য। যদি আমরা, এক “তথ্য অর্থনীতি” তৈরি করতে চাই… ৩০ শতাংশ কর ধার্য করে, এর সাথে অতিরিক্ত আরো অন্যান্য যোগ করলে প্রায় ৫০ শতাংশ কর প্রদান করতে হয়, একই সাথে রয়েছে আর্জেন্টিনার দুর্বল পেসোর প্রভাব। এটা কি এক সামাজিক শ্রেণীর পিরামিড তৈরি করে না, যেখানে এই সমস্ত যন্ত্রের উপর তাদের প্রবেশাধিকার দারিদ্রের হাত থেকে বের হয়ে আসার সম্ভাব্য সুযোগ করে দেয়?

অন্য আরেক ব্লগ যা তৈরি করা হয়েছে এই প্রস্তাবের বিরোধিতা করে তার নাম নো আল ইমপুয়েসটতাজো! (কর বৃদ্ধিকে না বলুন) এবং এটি টুইটারে হাসটাগ#নাম নোআলইমপুয়েসটতাজো ব্যবহারের উৎসাহ প্রদান করে। এছাড়াও ফাবিও.কম.এআর এর বাক্কাজিলিওনি [স্প্যানিশ] লিখেছেন:

lo preocupante del caso es que la urgencia por generar ingresos para las arcas estatales nos va a jugar gravemente en contra como país

রাষ্ট্রের কোষাগারের জন্য ধনরাশি সঞ্চয় করার এই দ্রুত উদ্যোগের সবচেয়ে উদ্বিগ্ন জনক দিক হচ্ছে, একটি দেশ হিসেবে আমাদের তা নানা ভাবে আহত করে।

এমনই “ইলওস” [স্প্যানিশ ভাষায়] বা ইলেকট্রনিক আইন এর রজার শুলজ বলছেন:

en un país donde la barrera cambiaria (3.80 a 1) mas el arancel impositivo vigente cercano al 50% IVA e ingresos brutos, antes de este aumento Argentina ya era el país de Sudamérica más caro para comprar tecnología

এমন এক দেশ যেখানে টাকার বিনিময় একটা সমস্যা (৩.৮০ পেসোতে ১ আমেরিকান ডলার পাওয়া যায়)। এ ছাড়াও বর্তমান শুল্ক বা কর প্রায় আইভিএ ও মোট আয়ের ৫০ শতাংশ। এমনকি এই বৃদ্ধির আগেও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা ছিল সবচেয়ে ব্যয়বহুল প্রযুক্তি পণ্যের দেশ। এখানে অনেক বেশী দামে প্রযুক্তি পণ্য কিনতে হয়।

এই বিষয়ে নেতিবাচক প্রচারণা এতদুর গেছে যে, তা ব্লগে ছাড়িয়ে পড়েছে এবং ইউটিউবে প্রবেশ করেছে। এমন একটা প্রচারণা শুরু করেছেন সাংবাদিক ফ্রেডরিকো আইকাওয়া [স্প্যানিশ ভাষায়]:

এছাড়া ফেসবুকে প্রচারণা চলছে, যেমন প্রযুক্তি পণ্যের কর বাড়ানোকে না বলুন [স্প্যানিশ ভাষায়] নামক কজ এবং “আমার মোবাইল ফোন কোন বিলাস দ্রব্য নয়। [স্প্যানিশ ভাষায়]” নামক গ্রুপ।

অন্যদিকেপাটরিয়া সি, কোলোনিয়া নো [স্প্যানিশ ভাষায়] ব্লগের ব্লগার গ্যাব্রিয়েল বলেছেন সংসদীয় এই অনুমোদনের প্রতি সমর্থন রয়েছে এবং তিনি লিখেছেন:

Por 136 votos contra 61, la Cámara de Diputados aprobó el proyecto de ley que aplica gravámenes impositivos a los productos electrónicos importados y establece una reducción tributaria a los fabricados en Tierra del Fuego, y que posibilitará el desarrollo de un polo tecnológico en la provincia y la preservación de los puestos de trabajo en el sector

১৩৬ বনাম ৬১ ভোটে আর্জেন্টিনার সংসদ চেম্বার অফ ডেপুটি এই আইন অনুমোদন করেছে যে, আমদানি করা পণ্যর উপর কর ধার্য করা হবে এবং যে সমস্ত পণ্য তিয়েরা দেল ফুয়েগোতে প্রস্তুত করা হয়, তার উপর থেকে কর কমানো হবে। প্রদেশে প্রযুক্তি মেরুকরণ ঘটানো হবে এবং এই খাতে চাকুরি সংরক্ষণ করা হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .