আর্মেনিয়া- আজারবাইযান: এলিজাবেথ মেট্রুক্সের সাক্ষাৎকার

dotcomডটকম একটি প্রোগ্রাম যা প্রস্তুত করেছে পিএইচ ইন্টারন্যাশনাল এবং এর ব্যয় ভার বহন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। এটি অনলাইনে ব্লগ ও ভিডিও ব্যবহারের একটি উদ্যোগ, যার উদ্দেশ্য আমেরিকা, আর্মেনিয়া ও আজারবাইযানের তরুণদের একত্র করা, যাতে তারা এক বিশেষ সামাজিক সচেতনতা মূলক প্রচারে ব্রতী হয়।

আর্মেনিয়া এবং আজারবাইযানের মধ্যে বিতর্কিত ভূখণ্ড নগর্নো কারাবাখ নিয়ে এক সংঘর্ষ চলছে। এর ফলে এটি উভয় দেশের মধ্যে সমস্যার সৃষ্টি করছে। বিষয়টি বোঝা যায়, বিশেষ করে উভয় দেশের দশ জন কিশোর কিশোরী যখন তাদের আমেরিকার সাথীদের সাথে গত মাসে আমেরিকায় মিলিত হয়। প্রোগ্রাম ডিরেক্টর এলিজাবেথ মেট্রুক্স যে সমস্ত বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং যে সমস্ত প্রোগ্রামে সাফল্য লাভ করেছেন তা নিয়ে খোলামেলা কথা বলেন এই ভিডিওতে।

ডটকমের একটি ওয়েবসাইট রয়েছে এইচটিটিপি://ডটকম.পিএইচ-আইএনটি.ওআরজি (http://dotcom.ph-int.org) এবং একটি পোর্টাল, ডটকমে অংশগ্রহণ কারীদের অনেকেই ব্লগ করেন এইচটিটিপি://ডাব্লিউডাব্লিউডাব্লিউ.নেটভিবেস.কম/পিএইচডটকম#ডটকম-হোম_পেজ (http://www.netvibes.com/phdotcom#DOTCOM-Home_Page)-এ, তবে এলিজাবেথ মেট্রুক্স, যিনি ব্লগ লিখেন এইচটিটিপি://ডটকমএলিজাবেথ.ব্লগস্পট.কম (http://dotcomelizabeth.blogspot.com)-এ, তার সাক্ষাৎকার নিচে শোনা যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .