যে সমস্ত ডাক্তার ডোমিনিকান রিপাবলিক সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা প্রদান করেন, তারা প্রায় এক সপ্তাহ ধরে ধর্মঘটে রয়েছেন। বেতন বৃদ্ধির দাবীতে তাদের এই ধর্মঘট। বিশ্ব অর্থনৈতিক মন্দার অজুহাতে সরকার বিভিন্ন সময় এই দাবী বাতিল করে দিয়েছে। এমনকি, যদিও অনেক ডোমিনিকানের মতে তাদের এই দাবী ন্যায্য বলে মনে হচ্ছে, তবে অন্য মতের লোকও রয়েছে, যারা বিশ্বাস করেন, যে সমস্ত ডাক্তার দেশের স্বাস্থ্য সেবা পরিচালনা করেন তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে, কারণ তাদের প্রতিবাদের কৌশল দেশের নিম্ন আয়ের মানুষদের উপর প্রভাব ফেলছে। তারা যে সেবা দেয় তার মানের উন্নয়ন অবশ্যই ঘটাতে হবে।
ডোমিনিকার মেডিকেল এসোসিয়েশন [স্প্যানিশ ভাষায়] (স্প্যানিশ ভাষায় তার আদ্যাক্ষর নিয়ে লেখা হয় সিএমডি) নামের সংগঠন সারা দেশের চিকিৎসকদের এক করেছে, তার দেশটিরজনস্বাস্থ্য বিভাগের সচিবের[স্প্যানিশ ভাষায়] অধীনে কাজ করে। এই সংস্থাটি ১৯৪১ সালে এক সমাজ কল্যাণ সংঘে পরিণত হয়। সংস্থাটি একশ বছরের বেশী সময় ধরে টিকে আছে। এই সময়ের মধ্য সিএমডি প্রায়শ:ই ধারাবাহিক ভাবে লম্বা সময় ধরে কাজ বন্ধ করার এক সাধারণ চরিত্র তৈরি করেছে, যার বেশীরভাগ কারণই ছিল বেতন সংক্রান্ত। সম্প্রতি তারা যে কাজ বন্ধ করে দেয় তা এখনো চলছে। জোয়ান গুয়েরেরো তার ডুয়ারর্তে ১০১ ব্লগে এই সম্বন্ধে বর্ণনা করছেন [ স্প্যানিশ ভাষায়] :
Y mientras se siguen sacando los trapitos de los funcionarios públicos en todos los medios, los médicos y el resto de empleados del sector salud se quedarán de brazos cruzados, porque el mismísimo secretario de Salud Pública abrio su boca y dijo «no hay dinero para aumento». Lo curioso es que llevan más de dos años con ese pataleo de aumento salarial y el Colegio Médico Dominicano ha hecho de todo en ese tiempo para que atiendan a su llamado. Pero, seguirán así, de brazos cruzados.
এখানে অন্যতম এক যুক্তি উপস্থাপন করা হচ্ছে, তা হল ডাক্তাররা তাদের বেতন সংসদ সদস্য, প্রতিনিধি এবং অন্য সব সরকারি কর্মচারীদের বেতনের সাথে তুলনা করেছে। প্রতি মাসে এইসব কর্মচারীদের বেতন প্রায়শ:ই ৯০,০০০ পেসো (প্রায় ২,৫০০ আমেরিকান ডলারের সমান) পার হয়ে যায়। এর তুলনায় একটি সরকারি হাসপাতালের ডাক্তার প্রতি মাসে প্রায় ৩০,০০০ ডলার আয় করেন (প্রায় ৮৩৩ আমেরিকান ডলার)। তবে বেতনের তুলনা সবাই করছে না। যেমন, আহি এ কুয়ে প্রেন্ডে [স্প্যানিশ ভাষায়] পাওলাহ, তিনি লিখছেন যে অন্য অনেক পেশা রয়েছে, যারা অনুভব করে তাদের অনেক কম বেতন দেওয়া, কিন্তু তারা এই ধরনের প্রতিবাদী কৌশল অবলম্বন করে না।
তবে অনেক রোগী বিস্মিত। তারা কিছু ডাক্তারের কর্মকাণ্ডের প্রতিবাদ করবেন যারা তাদের নির্দিষ্ট কাজের সময় সূচী পালন করে না। রোগীরা অভিযোগ করেন সকল ডাক্তার তাদের অফিসে থাকেন না কারণ, তাদের একটি দু’টি নিজস্ব চেম্বার থাকে যেখানে তারা ব্যক্তিগত ভাবে রোগী দেখেন। এটি অন্যতম এক কারণ যার ফলে সরকারি ডাক্তাররা জনতার পূর্ণ সমর্থন পাচ্ছেন না এবং এই কারণেই রাষ্ট্রের কর্মকর্তারা তাদের বেতন বৃদ্ধির দাবি বাতিল করে দিয়েছে।
যে আরেকটি কারণে তারা সাধারণ জনতার পুরোপুরি সমর্থন লাভ করতে পারছেন না তার নাম ওয়াল্ডো এরিয়েল সুয়েরো, যিনি এই সম্প্রদায়ের প্রতিনিধি এবং অনেকের বিবেচনায় অনেক বেশী যুদ্ধাংদেহী মনোভাবের একজন মানুষ। তিনি এই সমস্যার সাথে দশ বছর ধরে যুক্ত রয়েছেন এবং বেশ কিছু সাফল্য অর্জন করেছেন। দি ডিয়ারোও ডোমিনিকান [স্প্যানিশ ভাষায়] সুয়েরোকে এভাবে বর্ণনা করছেন:
El doctor Waldo Ariel Suero desde que asumió la presidencia del Colegio Medico Dominicano, ha mostrado una actitud temeraria e irreflexiva que lo coloca ante la opinión publica nacional como una persona obstinada, tozuda, obsesionada, inmadura e incapaz de entender y determinar lo que se denomina “el sentido de la oportunidad” que debe tener presente cualquier persona que dirija o gestione una institución con la historia y la trayectoria de la que agrupa a los profesionales de la medicina.
এপ্রিল ২০০৮ এর পর থেকে ডাক্তাররা ৫০ বারেরও বেশী ধর্মঘট ডেকেছিল এবং কাজ বন্ধ করে রেখেছিল। যা জনসাধারণের উপর বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের উপর সরাসরি প্রভাব ফেলেছিল। তাদের প্রাইভেট ক্লিনিকে যাবার মতো আর্থিক অবস্থা নেই। ধর্মঘট করা ডাক্তারের এখন সমালোচনার শিকার হচ্ছে এবং হাসপাতালে মানুষ মারা যাবার জন্য তাদের দায়ী করা হচ্ছে। ব্যাপারটি ঠিক হোক বা না হোক, একটা উদাহরণ দিচ্ছি – এক তরুণ, ফ্রান্সিসকো মস্কোসো পুয়েলো হাসপাতালে মারা যায়। এক দোকানে ডাকাতির সময় উভয় পক্ষের গোলাগুলির মাঝে তার দেহে গুলি লাগে। তার মা পুত্রের এই মৃত্যু নিয়ে তার যে হতাশা তা ডাক্তারদের উপর ঝাড়েন, তাদের উপর পাথর নিক্ষেপ করে, কারণ ছয় দিন ধরে ডাক্তাররা ধর্মঘটে ছিল। লিয়া একমত, যখন তিনি এল কারিবে [স্প্যানিশ ভাষায়] এই ঘটনার উপর মন্তব্য করেন এবং লেখেন, “যে সমস্ত লোক হাসপাতালে যাবে তারা এই একই কাজ করবে। তাদের উপর পাথর ছুড়ে মারা হোক, যাতে তারা অলস বসে না থেকে পালিয়ে যায়”।
পেদ্রো এই আলোচনায় যোগ দিয়েছেন এবং ডাক্তারদের সমালোচনা করেছেন:
Eso es lo que deja el negocio de Ariel Suero y la Salud. El pueblo no es tonto. Recuerden que la gran mayoría de estos médicos estudiaron casi gratis en la UASD y ahora quieren vivir como reyes dando la espalda al pueblo pobre. El responsable de esa muerte es Ariel Suero por abusador
প্রতিবাদ চলছে এবং বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যখন সিএমডি প্রধান শ্রম অধিদপ্তর দখল করে ফলে। পরে সেখান থেকে ডাক্তার ও নার্সদের জোর করে সরিয়ে ফেলা হয়। এছাড়াও ডাক্তাররা পুর্য়েতে প্লাতার সান ফিলিপে ক্যাথিড্রালের সামনে আমরণ অনশন শুরু করে, যার কারণে যাজক প্রধান নিকোলাস ডে জেসাস লোপেজ রড্ররিগুয়েজ হতাশ। এই ধরনের প্রতিবাদের কৌশল বাহির থেকে দেখলে যে কেউ বিভ্রান্ত হতে পারে। আহি এ কুয়ে প্রেন্ডে[স্প্যানিশ ভাষায়] পাওলাহ বিস্মিত যে সিএমডি কি কোন চিকিৎসকদের সংগঠন নাকি তা এক সিন্ডিকেট? ভদ্রমহিলা বিস্মিত এই ভেবে যে, যদি সকল পেশার লোক তাদের বেতন নিয়ে হতাশ হয় এবং কাজ করা বন্ধ করে দেয়, তখন কি হবে?
তবে অনেকে রয়েছে যারা এই বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করছে। গুস্তাভো এল কারিবোর ঘটনা [স্প্যানিশ ভাষায়] মন্তব্য বিভাগের অনেক আবেগপূর্ণ মন্তব্যের সারাংশ তৈরি করেছেন।
Quisiera saber si de alguna forma estos medicos son responsables por la muerte de este muchacho y quiza mucho mas, si el gob. o los medicos deberian ir a la carcel por este abuso contra la humanidad, esto lo que da es verguenza y asco, ya basta.