গাজা, ওয়েস্ট ব্যান্ক (পশ্চিম তীর) আর জর্ডানে তাওজিহি হচ্ছে গুরুত্বপূর্ণ সাধারণ মাধ্যমিক পরীক্ষা যা একজন ছাত্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা আর মূল পড়ার বিষয়টি নির্ধারণ করে। এই বছর এই পরীক্ষা গাজা আর ওয়েস্ট ব্যান্কে এক সাথে হয়েছে এবং এটাকে ধরা হয়েছিল পুন:একত্রীকরনের একটি ইঙ্গিত হিসেবে। এই পোস্টে আমরা তাওজিহির ফলাফলের ব্যাপারে গাজার ব্লগারদের প্রতিক্রিয়া শুনবো।
গড়ে তাওজিহি পরীক্ষাতে বসা ছাত্রদের মধ্যে মাত্র অর্ধেক পাস করে। প্রচার মাধ্যমে তাওজিহির ফলাফল ঘোষিত হয়, আর যারা পাস করে তাদের জন্য সরকারীভাবে উৎসব করা হয়। প্রত্যেক বছর সর্বোচ্চ নম্বর যে পায় সে একজন তারকায় পরিণত হয় – এই বছর এই সম্মান পেয়েছে নাবলুসের তালা আল-বাত্তিয়া। প্যালেস্টাইনের মোবাইল ফোন সার্ভিস প্রদানকারী- জাওয়্যাল, তাওজিহি পরীক্ষার ‘নির্ধারিত স্পন্সর’। তারা এই বছর একটা প্রতিযোগিতা করেছে ‘তোমার তাওজিহি ফলাফল কল্পনা করে হাজার হাজার ডলার জিতে নাও’ এই নামে। তবে যেসব পরিবারের কিশোররা এই বছর গাজায় আক্রমণে মারা গেছে তাদের জন্যে এটা শোকের সময়। আর এই ছাত্রদের স্মরণ করতে হামাস সরকার এবার (তাদের পরিবারকে) সম্মানসূচক তাওহিজি সনদ দেয়।
ইলেক্ট্রনিক ইন্তিফাদাতে, রামি আলমেঘারি জানিয়েছেন যে কোন পরিস্থিতিতে গাজার ছাত্রদের পরীক্ষার জন্য পড়ার সংকল্পের ব্যাপারে। আবের আবু শাউইশ নামে একজন ছাত্র তাকে জানিয়েছে:
“ডিসেম্বর ২০০৮ এর শেষভাগের যুদ্ধের আগে, আমি তাওজিহির জন্য পড়ার পরিকল্পনা করেছিলাম। যুদ্ধের মধ্যিখানে একদিন, আমি রাত ১১টার দিকে কাছেই বোমার আওয়াজ পাই। তবে, আমি জোরে একটা শ্বাস নিয়ে পড়া চালিয়ে যেতে থাকি। যদিও আকাশ, সাগর আর স্থল পথে ইজরায়েলের আক্রমণের কারনে আমি খুব বিচলিত ছিলাম, আমি নিজেকে বলেছি যে আমাকে সফল হতেই হবে ইজরায়েলি দখলের বিরুদ্ধে আমার নিজের উপায়ে লড়াই করার জন্য, শিক্ষা!”
ঘোস্ট অফ প্যালেস্টাইন নামে ছাত্র তার পোস্টে লিখেছে “ফলাফল বেরিয়েছে” এবং তার লেখায় পরীক্ষার চাপ স্পষ্ট:
لا تعليـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــق.!
মুতাশারিদ পাস করেছে ৯১.৯ নম্বর নিয়ে এবং তার অনুভূতি:
أمّي ، أبي ، دربكة الأقدام على موسيقى وأغاني لا نحفظها ، أصوات ضحكاتهم الغجريّة ، زغاريد الفلاحات بكل ما اوتين من فرح ، همهمة جدتي بأدعيتها القدسيّة ، الفرح الوحشيّ …
হাজেম বলেছেন:
أتقدم بالتهنئة الممزوجة بعبير التقدير والاحترام لطلبة الثانوية العامة بمناسبة نجاحهم سائلاً المولى عز وجل ان يوفقهم فى حياتهم العلمية والعملية .
ونقول رغم الحصار والدمار رغم الحرب الاخيرة على غزة الا ان النسب مبشرة والنتائج افضل من نتائج العام الماضى
সম্মিলিত একটি পোস্টে, নাজেক আবু রাহমা আর হানাদি আল কাওয়াস্মি লিখেছেন:
هذه بعض مشاهد فرحة فلسطين بطلابها المتفوقين، فلسطين المعروفة بتحصيل أبنائها الأكاديمي العالي مقارنة بأقرانها من العرب، الذين عرفوا أن علماً يحصلونه هنا وهناك يُعلي رصيد نضالهم. حتى الطلاب الأسرى منهم (1821 أسير) ما زالوا حتى اللحظة يطالبون سلطات الاحتلال بحقهم في التقدم لامتحان الثانوية من وراء القضبان. مشاهد هنا وهناك، بعضها يعكس مشاعر ممتزجة في قلوب الفلسطينيين مزينة بأمل أن تتحول الوحدة التربوية إلى وحدةٍ سياسيةٍ .