চীন: সরকারি কর্মকর্তাদের চেয়ে পতিতারা বেশি বিশ্বাসী

সম্প্রতি চীনের ৩৩৭৬ জন লোকের উপর অনলাইনে এক জরীপ চালানো হয় যা এক মজার ফলাফল বয়ে আনে। এই ফলাফল প্রকাশিত হয় ইনসাইড চায়না নামের পত্রিকায়। ফলাফলের পরিসংখ্যান বলছে যে চীনদেশে পতিতারা, রাজনীতিবিদ, শিক্ষক ও বিজ্ঞানীদের চেয়ে বেশী বিশ্বাসী বলে সাধারণত: বিবেচিত হয়।

এই জরীপে জানা গেছে চায়নার ৭.৯% মানুষ বিবেচনা করে যে যৌনকর্মীরা বিশ্বাসী। বিশ্বাসী হিসেবে তারা তৃতীয় স্থানে অবস্থান করছে। তাদের আগে রয়েছে কৃষক ও ধর্মের পথে যারা কাজ করছেন, তারা। চায়না ডেইলির মতো পত্রিকা তার ওয়েব সাইটে বলছে যে এই রকম এক ফলাফল একই সাথে বিস্ময়কর ও বিব্রতকর। তাদের আর্টিকেল বিশ্লেষণ করার চেষ্টা করেছে এর সামাজিক বাস্তবতা ও এর পেছনে কি কারণ রয়েছে। কি এমন বিষয় রয়েছে যা যৌনকর্মীদের এক অস্বাভাবিক ও এত বড় সম্মানের তালিকায় তুলে এনেছে। পত্রিকাটি উপসংহার টেনেছে এভাবে যে, এই বিষয়টি সরকারের অবস্থানের উপর এক প্রতিচ্ছবি তৈরি করে, যদিও নাগরিক দৃষ্টিভঙ্গি বলে একে অগ্রাহ্য করা হয়।

সাধারণভাবে বলতে গেলে চাইনিজ লোকাল ক্যাডার বা সরকারি কর্মকর্তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেই কেবল রিপোর্ট করে। তাদের নিয়োগ, চাকুরিতে উন্নতি অথবা চাকুরি থেকে অপসারনের বিষয়ে সমাজের সামান্য অথবা কোন রকম প্রভাব থাকে না, যেই সমাজকে তাদের সেবা করার কথা। কাজেই এর লেখক ধারণা দিচ্ছেন, সরকারের সুনাম রক্ষা করার বিষয়ে আবার চেষ্টা করতে হবে এবং প্রথম পদক্ষেপ হবে জনস্বার্থের প্রতি আগ্রহ রয়েছে এমন কোন বিষয়ে সরকারি কর্মচারী প্রবেশ বন্ধ করে দিতে হবে। চীনা নেটিজেনরা তাদের সরকারি কর্মকর্তাদের এই সুনাম অর্জনে পুরোপুরি হতাশ। নিচে সুফান.কম থেকে বেশ কিছু নির্বাচিত মন্তব্য দেওয়া হলো:

不过我觉得这个对比不太合理。在诚信度方面,妓女都是后付款的,诚信度自然很高。和二奶比较的话很合适……那个一般都是先付款的。

তবে, আমি মনে করি না এটা কোন যুক্তি পূর্ণ তুলনা। যদি পতিতাদের কোন সম্মান প্রদান করতে হয় তা হলে বলতে হবে তাদের সুনাম আমাদের সরকারি কর্মকর্তাদের চেয়ে বেশী, তা স্বাভাবিক। কারণ তাদের কাজের সেবার ফলাফলের পরই তাদের টাকা প্রদান করা হয়। পতিতাদের অবশ্যই চাইনিজ সরকারি কর্মকর্তাদের রক্ষিতাদের সাথে তুলনা করা উচিত। পরে যাদের নাম নেওয়া হল, তারা প্রায়শ:ই অগ্রিম টাকা পায়।

অন্য আরেকজন নেটিজেন (নেট নাগরিক) বলেছেন:

民间已经以这种极端的方式来表达他们的信任程度,这说明中国共产党的信用已经破产了。

লোকজন সরকার সম্বন্ধে তাদের অনুভূতির কথা বলছে। এই রকম চরম ভাবে তাদের সুনাম প্রদান করা নির্দেশ করে যে, সিসিপি (চাইনিজ কমিউনিস্ট পার্টি) সম্পুর্ণরুপে বিশ্বাস যোগ্যতা হারিয়েছে।

কেউ একজন ভাবছেন যে বর্তমান সামাজিক প্রেক্ষাপট মূল কারণ:

社会环境造成的。现在官员说话,与电视广告一样。

সামাজিক প্রেক্ষাপট থেকে এই সাধারণ বিষয়টি পরিচালিত হয়েছে। সরকারি কর্মকর্তারা যা বলেছেন তা যেন এক বিজ্ঞাপনী স্লোগানের মতো।

একজন ব্লগার জুউইয়ানউলং সিনা.কমে একটি মন্তব্য পোস্ট করেছেন। তিনি বলেছেন একটি দলের একনায়কতন্ত্রই ঘুষ আর দুর্নীতির সকল উৎস:

中国腐败已快烂到根了,为什么中国人民这么老实本分甚至麻木?因为说也没用,气也没用,一党执政,没有威胁,没有压力,他们就恃无忌惮的贪,因为从下到上金字塔形的贪污模式,所以以官官相互为原则,实在瞒不住就以牺牲下级官员为解决方案,所以贪不断根啊!

দুর্নীতি এই দেশের সকল শিকড় ক্ষয় করে ফেলছে, কিন্তু এখন আমরা তাকে ঝেড়ে ফেলতে পারছি না? এর কারণ হচ্ছে যদিও আমরা এই বিষয় নিয়ে অনেক আলাপ ও অভিযোগ করি, কিন্তু আমাদের সকল চেষ্টা নিষ্ফল প্রচেষ্টায় পরিণত হয়। আমরা অনুভব করি আমরা অসহায়। এক দলের এই শাসন এতটাই শক্তিশালী তাতে, কর্মকর্তারা যতটা চান ততটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। এটি চীনে দুর্নীতির এক উচ্চ পিরামিড তৈরি করেছে। কর্মকর্তারা সিস্টেমের কারণে নিরাপদ এবং এ কারণে দুর্নীতি দুর করা সম্ভব না।

এই সকল বিচ্ছিন্ন চিন্তার বাইরেও এর সাথে সঙ্গতিপূর্ণ কিছু মতামতও অনলাইনে পাওয়া গেছে। একজন ব্লগার বিখ্যাত চাইনিজ ফোরাম শিসি.নেটে বলেছেন যে, তিনি চিন্তিত এই কারণে যে, এই জরিপ হয়তো চায়নার বর্তমান সমস্যা বিস্তৃত ও গভীরভাবে তুলে ধরছে, বিশেষ করে বর্তমান সামাজিক সুনাম নিয়ে যে সমস্যা:

设若说房地产老板、演艺明星等被认为是诚信最差的群体,笔者绝不怀疑,因为在金钱决定一切的这个商业时代,人们早已领略了他们的为钱而动的“风采”。

এই রকম এক জরিপ যদি দেখায় যে গৃহ নির্মাণ ব্যবসায়ী ও বিনোদন জগৎের লোকেরা কম বিশ্বাসী, তাতে সন্দেহ করার কোন জায়গা নেই, কারণ এই পৃথিবী এখন আসলে ব্যবসার দ্বারা পরিচালিত এবং আমরা সকলেই জানি টাকা আয় করাটাই তাদের সর্বোচ্চ লক্ষ্য।

লেখক চালিয়ে যাচ্ছেন:

但令笔者颇为惊讶的是,原本社会声望较高的科学家、教师居然也排在了诚信危机的范畴之内,且“不及性工作者”。——怪哉,过去妓女属于下九流,而今教师的信任度在人们心目中居然还不如妓女,这实在是一件令人极度惊诧和匪夷所思的事情。

কিন্তু আমরা সবচেয়ে যে কারনে বিস্মিত তা হল, যে সমস্ত লোকেরা সমাজে অনেক উচ্চ মাত্রার সুনাম নিয়ে চলে যেমন, বিজ্ঞানী ও শিক্ষক তাদের কম বিশ্বাসীদের তালিকায় রাখা হয়েছে এবং তাদের সুনাম, এমনকি পতিতাদের চেয়েও কম। এটি একটু ভিন্ন রকম, কারণ ঐতিহ্যগতভাবে পতিতাদের সমাজে নিচু শ্রেণী হিসেবে দেখা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সুনাম শিক্ষক ও বিজ্ঞানীদের চেয়ে উপরে। কি এক অবিশ্বাস্য বৈপরীত্য।!

উপসংহারে তিনি মনে করেন এটা সমাজের জন্য এক লজ্জা:

诚信的本义就是要诚实、诚恳、守信、有信,反对隐瞒欺诈、反对伪劣假冒、反对弄虚作假。所以,教师更应为人师表,言传身教,以信取人。但时至如今,教师居然还不如妓女,这能说不是一种悲哀吗?

এই সুনামের মানে বিশ্বাসযোগ্যতা, সত্যতা এবং প্রতিশ্রুতি রক্ষা করা। এর ফলে প্রতারণা, ভণ্ডামি অথবা মিথ্যা বলা অথবা ভুয়ামি, বিশ্বাস যোগ্যতার যে মানে, তার বিপরীত। শিক্ষকদের অবশ্যই ছাত্রদের জন্য আদর্শ হওয়া উচিত, তাদের শিক্ষা ও আচরণ দিয়ে। কিন্তু এখন শিক্ষকদের পতিতাদের চেয়েও খারাপ বলে বিবেচনা করা হচ্ছে। এটা এক লজ্জাজনক বিষয় নয় কি?

একইসাথে, এক ইংলিশ ব্লগার এই জরিপের ইতিবাচক দিকগুলোর দিকে তাকিয়েছেন এবং মনে করছেন ব্যক্তিত্বের পুজা এখন অতীতের ব্যাপার:

পতিতারা তাদের কাজ করে, জীবন চালানোর জন্য, যা এক সৎ ভাবে চলা, অন্যের মতো কাজ করার মধ্যে দিয়ে লুণ্ঠন করা নয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .