কাজাখস্তান: অর্থনীতি ও ব্লগ

মেগাখুইমিয়াক লিখেছেন কাজাখস্তানের নাগরিকদের আদর্শ সামাজিক আচরণ নিয়ে…[রুশ ভাষায়]:

তৃতীয় বিশ্বের নাগরিকরা বিশেষত: নিজেদের প্রদর্শনের জন্য টাকা ব্যয় করে, যেমন যখন বিয়ের মতো উৎসব অনুষ্ঠিত হয়। এক দম্পতি যখন কেবল বিয়ে করে তখনি কিন্তু হাজার, দশ হাজার ডলার খরচ করে ফেলে। এরপর তারা বছর ধরে ঋণ শোধ করতে থাকে। পরে তারা আবার তাদের ছেলেমেয়েদের জন্য একই অনুষ্ঠানের জন্য টাকা সংগ্রহ করতে থাকে। এবং তারা তখন এক বিস্ময় আবিষ্কার করে- কেন তারা সবসময় অনুভব করে, তাদের টাকার অভাব?

…এবং সে ব্যাপারে তিনি মন্তব্য করেছেন যেখানে সরকারী হিসেবে অর্থনৈতিক বৈষম্য রয়েছে [ রুশ ভাষায়]:

সরকার ২০১৫ সালের মধ্যে তেল পরিশোধনের পরিমাণ বৃদ্ধি করে ৪.৫ মিলিয়ন টনে নেবার পরিকল্পনা নিয়েছে, তাতে পরামর্শ হচ্ছে বর্তমান পরিশোধন ক্ষমতা থেকে এই পরিমাণ বৃদ্ধি করতে হলে ৩.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। আমি বিস্মিত যে কেন তারা অন্য আরেকটি উপায় বিবেচনা করে না, কেন? -৪.৫ মিলিয়ন টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১৮ টি ছোট আকারের পরিশোধনাগারে পরিশোধন করা যাবে, যার প্রতিটির ২৫০,০০০ টন ধারণ ক্ষমতা থাকবে, এতে তাদের মোট খরচ পড়বে ৩৬০ মিলিয়ন ডলার।

এদিকে কাটেলকা আমাদের মনে করিয়ে দেন [রুশ ভাষায়] যে ইন্টারনেট সংশোধনী আইন কাজাখস্তানে কার্যকর হওয়া শুরু হয়েছে, যার ফলে ব্লগাররা গণ-মাধ্যমের সমান ধরা হবে:

এই আইনের সাথে এই প্রশ্নও উঁকি মারছে; একবার আমি একটি বিড়ালের ব্লগ পড়েছি; মানে এক বিড়াল মালিক তার বিড়ালের পক্ষ হয়ে ব্লগ লিখেছে… এই ক্ষেত্রে কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে? বিড়ালকে?

লেখাটি একই সাথে নিউইউরেশিয়া ব্লগে প্রকাশ করা হয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .