তিনি ওবামার প্লেবুক থেকে একটি পাতা নিয়েছেন। একদল অ্যাক্টিভিস্টকে এক করা এবং গ্যাবনে তার সমর্থকদের জড়ো করা এবং যারা দেশের বাইরে রয়েছে সেই সমস্ত প্রবাসীদের জন্য তার প্রচারণায় ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। বেন মোবাম্বার প্রচারণায় যে কেবল ব্লগ ব্যবহার করা হচ্ছে তা নয়, তার সাথে সোশ্যাল মিডিয়ার যত মাধ্যম যেমন টুইটার, ফ্লিকার, ফেসবুক, ইউটিউব, হাই৫-এর সবোর্চ্চ ব্যবহার করা হচ্ছে। এটি পরিস্কার নয়, যে কত জন গ্যাবনবাসী এই সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। ধারণা করা যেতে পারে মাত্র দশ শতাংশ গ্যাবনবাসী ইন্টারনেট এ প্রবেশ করার সুযোগ পায়। যা তারা করতে পারে ব্যক্তিগত ভাবে অথবা সাধারণ সাইবার ক্যাফের মাধ্যমে।
জুনের আট তারিখে ৭৩ বছর বয়সে বঙ্গো মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গো ছিলেন আফ্রিকার সবচেয়ে দীর্ঘদিন ধরে শাসন করা শাসক। তিনি ৪১ বছর ক্ষমতায় ছিলেন। ক্ষমতাসীন দলের প্রার্থী হয়েছেন বঙ্গোর সন্তান। গ্যাবনে গণতান্ত্রিক ঐতিহ্যের যথেষ্ট অভাব রয়েছে। আগস্টের ৩০ তারিখের নির্বাচন যতই ঘনিয়ে আসছে মোবাম্বা এক কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন।
যে বছর বঙ্গো ক্ষমতায় আসেন সেই ১৯৬৭ সালে মোবাম্বার জন্ম। তিনি আফ্রিকার তরুণ প্রজন্মের নেতাদের প্রতিনিধিত্ব করেন। তার ব্লগে মোবাম্বা সেই ক্ষমতার কঠোর সমালোচনা করেছেন যাকে তিনি উল্লেখ করেন “দক্ষ অবদমন” বলে এবং তিনি আন্ত:প্রজন্মের মধ্যে আলোচনার আহ্বান জানান:
Je suis en ce moment en train de recomposer mon équipe pour passer de la pré-campagne à la campagne. Je travaille avec une centaine de volontaires. Je m’aperçois que les autorités de ce pays sont massivement rejetées par la population. Les participants des meetings des candidats gouvernementaux reçoivent entre 75 et 200 euros pour leur participation! On est en train d’acheter les Gabonais avec leur propre argent!
Or, voilà plusieurs semaines que le Parti démocratique gabonais actuellement au pouvoir tergiverse sur la désignation de son candidat aux futures élections présidentielles. Les tensions semblent fortes. M. Eyéghé Ndong, l’actuel Premier ministre, a par exemple déclaré ses dernières heures qu’il se plierait à un rejet de sa candidature, si cela s’effectuait dans des conditions démocratiques.
Je me demande si ces tergiversations n’illustrent pas une querelle générationnelle naissante entre les quarantenaires et les soixantenaires, habitués du pouvoir.
J’ose espérer que la génération de nos aînés ne va pas opter pour la continuité sans transformation sous prétexte de défendre ses intérêts. Car il semble en fait que leurs intérêts, comme ceux de tous les Gabonais, se situent dans le changement et dans le dialogue intergénérationnel !
ঘটনাক্রমে বঙ্গোর পুত্র সরকারি দলের প্রার্থী ঘোষিত হয়েছে এবং আইগেহ নোডং এর প্রতিবাদে নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছে। বেন মোবাম্বার সমর্থক প্যাট্রিক এগেরন ফেসবুকে বঙ্গোর পুত্রের মনোনয়ন নিয়ে লেখেন।
Une nouvelle preuve encore que le système de la royauté (où le fils devient le successeur du père) toujours en vigueur dans nos contrées a bien été exporté sur le continent Africain.
C'est particulièrement dommage.
Quand cela cessera-t-il?
এটা সত্যিই একটা লজ্জা।
কখন এর শেষ হবে?
লুসিয়েন নটোল উৎসাহজনক শব্দ উচ্চারন করছেন:
Bruno, vous êtes enfin sur la ligne de départ! Je vous souhaite bonne chance pour la suite de cette belle aventure. Pour beaucoup d'entre nous vous incarnez le rêve d'un nouveau Gabon, bâti sur la justice et le droit; un pays où ” les gens de peu” relèvent enfin la tête. Du courage et bon vent!