জাতিসংঘের সভ্যতার জোট (অ্যালায়েন্স অফ সিভিলাইজেশন) প্লুরাল+ নামে একটি ভিডিও প্রতিযোগিতার আয়োজন করছে যার মাধ্যমে আরো উদার ও সহনশীল সমাজ গঠন করার স্বপ্ন দেখা হচ্ছে। আগামী ৩০শে সেপ্টেম্বর এর মধ্যে ৯-২৫ বছরের যে কোন লোক এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে অভিবাসন, বৈচিত্র আর সহনশীলতা নিয়ে কিংবা একই ধরনের বিষয়ে ১-৫ মিনিট দীর্ঘ একটা ভিডিও জমা দিতে হবে শিরোনামসহ। প্লুরাল+ প্রতিযোগিতার সম্পূর্ণ নিয়মাবলী তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে আর এটা ইংরেজী, স্প্যানিশ, ফরাসী আর আরবী ভাষায়ও পাওয়া যাচ্ছে।
তাদের সাইটে তারা তাদের আমন্ত্রণকে এভাবে ব্যাখ্যা করে:
এই বিশ্বে যেখানে প্রায়শ:ই অসহিষ্ণুতা, সাংস্কৃতিক আর ধর্মীয় ভেদাভেদ দেখা যায় সেখানে প্লুরাল+ লিপ্ত আছে তরুণদের দিয়ে তাদের সমাজের মূল ব্যাপারগুলো আলোচনা করার জন্যে যেমন অভিবাসী আত্মীকরণ, সমন্বয়, পরিচিতি, বৈচিত্র, মানবাধিকার আর সামাজিক কাঠামো ইত্যাদি বিষয় গুলো। প্লুরাল+ তরুণদের পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে সনাক্ত করে। তাদের বাস্তব সম্মত অংশগ্রহণ- তারা অভিবাসী, দ্বিতীয় প্রজন্মের অভিবাসী বা অঅভিবাসী হোক না কেন- কেবল মাত্র বাধা গুলো আবিষ্কার করাই নয় বরং একে অপরের জন্য সম্মান আর উৎসাহের আবহাওয়া তৈরি করে এবং একটি আলোকিত বিশ্বের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেয়।
এই প্রতিযোগিতার জন্যই ভিডিও গুলো তৈরি হতে হবে এমন না, কিন্তু এটার নির্মাণ জানুয়ারী ২০০৮ এর পরে শেষ হতে হবে। এই প্রতিযোগিতা আর এর আগে গ্লোবাল ভয়েসেস এ উল্লেখিত অন্য প্রতিযোগিতাগুলোর মধ্যে পার্থক্য হল যে এর জন্যে ভিডিও জমা কোন অনলাইন টুলস দিয়ে করা যাবে না, বরং নিউ ইয়র্কের জাতিসংঘের সভ্যতার জোটকে (অ্যালাইয়েন্স অফ সিভিলাইজেশন) একটি ডিভিডির মাধ্যমে পাঠাতে হবে। ভিডিও ইংরেজী ভাষায় হতে হবে, বা ইংরেজী সাব টাইটেল থাকতে হবে। অংশগ্রহণের জন্য আবেদন সেপ্টেম্বর ৩০, ২০০৯ এর আগে জমা পড়তে হবে।
এই প্রতিযোগিতার বয়সের মধ্যে যদি আপনি পড়েন, তাহলে এই সুযোগ গ্রহণ করতে চেষ্টা করুন বা এমন কাউকে যদি চেনেন যে উৎসাহী, তাদেরকে অংশগ্রহণ করতে বলুন। আর তারা যদি আবেদন করে এবং যদি অনলাইনে কোন ভিডিওর কপি পোস্ট করে আমাদেরকে দয়া করে জানাবেন মন্তব্যের সেকশনের মাধ্যমে। প্রতিযোগিতার জন্য প্রায় জিজ্ঞাস্য, নিয়মাবলী আর অন্যান্য দরকারী তথ্য দেখতে ভুলবেন না।