আপনি যদি গ্লোবাল ভয়েসেসকে ভালবাসেন, একটা সুন্দর নতুন টি শার্ট পরে তা দেখানোর থেকে আর ভালো কোন উপায় নেই এই অনুভুতি প্রকাশের। আপনি কি বারাক ওবামা বা জর্ডানের রানীর সাথে সাক্ষাত করতে যাবেন? এই টি-শার্ট পরুন! টেলিভিশনে সাক্ষাৎকার দিতে যাবেন? আপনার শার্ট ভুলবেন না! আমরা একটা পরিবেশককে বাছাই করেছি যারা সুলভ আন্তর্জাতিক পরিবহণ খরচে ভালমানের টি শার্ট পরিবেশন করার প্রস্তাব দিয়েছেন।
রেডবাবল.কমে শার্টগুলো কিনতে পারবেন (প্রথম সপ্তাহে ১৫% কম মূল্য ছিল)।
এই বিক্রি থেকে আমরা কোন লাভ করছি না, তাই এটা কেনার কোন চাপ নেই। তবে, আপনি যদি গ্লোবাল ভয়েসেস এ আমরা যে কাজ করি তার সমর্থনে কিছু দান করতে চান আমরা খুশি মনে তা গ্রহণ করবো।
গ্লোবাল ভয়েসেস ব্লগার আর অনুবাদকারীদের একটা সম্প্রদায়, যারা বেশীরভাগ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেন বিশ্বব্যাপী নাগরিক মিডিয়ার উপর বিভিন্ন তথ্য ও খবর জানানোর জন্য। আমরা চলার জন্যে আপনাদের সমর্থনের উপরে নির্ভর করি।
শার্টগুলো বিভিন্ন আকার, মাপ আর পাঁচটা রঙ্গে পাওয়া যাচ্ছে। পৃথিবীর সব ব্লগারের একটা করে এটা থাকা উচিত।
2 টি মন্তব্য
আমি স্পেনে কোথায়, কিভাবে এই টি-শার্টটা সংগ্রহ করতে পারব ?
অনলাইনে অর্ডার করলে ঠিকানায় পৌঁছে যাবে। এখানে লিন্ক:
http://www.redbubble.com/products/configure/11538765
ধন্যবাদ।