চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে যে ‘ইন্টারনেট আসক্তির’ জন্য বৈদ্যুতিক শক চিকিৎসা পদ্ধতি বন্ধ করা দরকার। বিতর্কিত এই বৈদ্যুতিক শক পদ্ধতি সম্প্রতি কিছু চীনা ক্লিনিকে ব্যবহার করা হয়েছে তরুণদের ইন্টারনেট ‘আসক্তির’ চিকিৎসা হিসাবে। ইয়াং ইয়োংজিন কর্তৃক আবিষ্কৃত এই পদ্ধতিগুলো আদতে অবৈজ্ঞানিক আর কষ্টকর হিসাবে প্রমানিত হয়েছে। অনেক ব্লগার এই সংবাদে খুশী হয়েছেন।
নেট ইজি প্লাটফর্মের একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন:
电击治疗 可以在主观上让患者进行自我修正,但是 对于神经的伤害是不确定的,准确的说,对于不同的人,承受力相差很大,不太可能制定一个统一的安全范围。
আপাতদৃষ্টিতে বৈদ্যুতিক শক ভুক্তভোগীকে নিজ থেকে ভালো করতে পারে। তবে নার্ভাস সিস্টেমে যে ক্ষতি হয় তার পরিমাপ এখনো নিশ্চিত না। আরো ঠিক মতো বললে, সহ্যক্ষমতা নির্ভর করে ভুক্তভোগীর উপরে আর আমাদের পক্ষে সম্ভব না নির্দিষ্ট কিছু মাত্রা ঠিক করা।
সিনা সাইটের একজন মন্তব্যকারী বলেছেন যে এটা খুবই অদ্ভুত যে কিছু বাবা মা কর্তৃত্বহীন ‘বিশেষজ্ঞদের’ কথা বিশ্বাস করেন:
都什么年代了,每天上个几个小时网很正常好不好!这所谓网瘾,在国外更多不过被当作笑话而已。那些家长太愚昧了,竟然相信这些借网瘾赚钱的伪专家。
এখন প্রতিদিন কয়েক ঘন্টা ইন্টারনেটের সামনে কাটানো খুবই সাধারণ ব্যাপার। বর্তমানে এটিতো ইন্টারনেটের যুগ! তথাকথিত ‘নেট-আসক্তি’ বিদেশী ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ঠাট্টা মনে হতে পারে। কি বোকা এইসব বাবা মা যারা নকল কিছু বিশেষজ্ঞদের বিশ্বাস করেন যারা ‘নেট- আসক্তির’ কথা বলে ভুল অর্থ বানাচ্ছে।
একজন পরিচিত শিক্ষাবিদ আর ব্লগার ফাং ঝুজি বলেছেন যে আমাদের সাধারণ জ্ঞান আর মূল্যবোধের বিপরীতে এটা:
国内一度采用电击疗法治疗青少年网瘾,便违反了医学伦理。电击疗法被用来治疗心理疾病,虽然已有几十年的历史,但是也是最有争议的疗法,并有显著的副作用。目前电击只被用以治疗少数几种严重的心理疾病,主要是用以治疗严重的忧郁症,有临床试验研究认为有一定的效果。通过对脑部施加电击诱发抽搐并改变大脑功能,其机理至今不明,但已知能损害记忆和认知功能。
চীন যে একবার বৈদ্যুতিক শক থেরাপি প্রয়োগ করেছে ‘নেট-আসক্তির’ জন্য, এটা চিকিৎসার মূল্যবোধের বিরোধী। বৈদ্যুতিক শক বিতর্কিত থেরাপী আর অবশ্যাম্ভাবী পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করে যদিও এটার কয়েক শতকের ইতিহাস আছে। এখন এটাকে মাত্র কয়েক ধরনের চরম মানসিক ব্যাধি, বিশেষ করে হাইপোকন্ড্রিয়ার জন্য ব্যবহার করা হয় আর এটা বিভিন্ন ক্লিনিকের পরিক্ষার মাধ্যমে প্রমানিত হয়েছে। । মস্তিষ্কের কাজের ধরন পরিবর্তনের জন্য মস্তিষ্কে ইলেক্ট্রোনিক শক দেয়া কেবলমাত্র স্মৃতি নষ্ট করতে পারে আর কাযর্কর ক্ষমতা কিন্তু এর কার্যপ্রক্রিয়া এখনো জানা যায়নি।
লিউ জিওইয়ুয়ান নামের একজন আইনজীবি তার ব্লগে লিখেছেন যে:
强迫孩子们接受残酷电击疗法前,估计医疗机构也不会将治疗的安全性、有效性,特别是痛苦性告诉家长和孩子们,这就严重侵犯了家长和孩子们的知情权。
আমাদের সন্তানদের নিষ্ঠুর বৈদ্যুতিক শক থেরাপী নিতে রাজি করানোর আগে, আমার মনে হয় চিকিৎসা কেন্দ্রগুলো বাবা মাকে জানাবে না যে কি পরিমানে কষ্ট এতে হয় তাদের সন্তানদের, যার মানে তাদের জানার অধিকার লঙ্ঘিত হয়।
制造出这种世界上绝无仅有治疗“网瘾”技术的专家们,你们是否考虑过电击疗法对孩子的残酷与无人道呢?如果“网瘾”真是一种病态,除了残酷的“电击”疗法,难道你们就研究不出药物疗法吗?
আমি কি সেই সব বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারি যারা ‘নেট-আসক্তি’ নাম নকল করে আর এটা ঠিক করতে চেয়েছেন: আপনারা কি দেখতে পারেন আপনাদের থেরাপী এদের কি নির্যাতন আর অমানবিক পরিস্থিতির মধ্যে ফেলেছে? যদি ‘নেট-আসক্তি’ আসলেই কোন রোগ হয়, আপনারা ঔষধ দিয়ে এটা ঠিক করার কোন রাস্তা কি খুঁজে পেতে পারেন?
将安全性和有效性不确切的治疗技术用于孩子身上,简直是太不人道了,等于是在拿孩子做医疗实验品。
সব কিছু খুব বেশী নৃশংস! কোন ধরনের নিশ্চয়তা আর নিরাপত্তা ছাড়া এই ধরনের অপক্ক চিকিৎসা প্রয়োগ করা গিনিপিগের মতো ব্যবহার করে এই সব বাচ্চাদের হারানোর সমান।
ব্লগার হু হোং মনে করেন বৈদ্যুতিক শক থেরাপী কাজের আর অফিসিয়াল বিশ্বস্ততার অভাব নিদর্শন করে:
如果连专家都不能确定一个有关网瘾的确切定义和标准,如果连国际上都在对此小心翼翼地求证,我们的网瘾治疗机构的诸多做法依据何在?根据什么把青少年收治入院?
বিশেষজ্ঞরা যদি না জানেন ‘নেট-আসক্তির’ সঠিক সংজ্ঞা সম্পর্কে আর এমনকি আর্ন্তজাতিক সংস্থাগুলোও এই প্রশ্নের ব্যাপারে সাবধান, আমরা কি করে এতো দ্বায়িত্বহীন হই আমাদের সন্তানদের এমন সব ক্লিনিকের বিশ্বস্ততা সম্পর্কে কোন প্রশ্ন ছাড়া পাঠানোর ব্যাপারে?
একটা বালক যে ‘বৈদ্যুতিক শক থেরাপি’ পেয়েছিল সে হাসপাতালে থাকাকালীন তার অভিজ্ঞতা বর্ণনা করেছে:
我记不得他们给我多少次(电击),但一定有几十次。在两次电击之间,他们会让我休息一会儿。每次治疗持续半小时左右。
আমি মনে করতে পারছি না তারা আমাকে ঠিক কয়টা বৈদ্যুতিক শক থেরাপী দিয়েছে কিন্তু তা কয়েক ডজনের কম হতে পারে না। তারা আমাকে আধা ঘন্টার মতো বিশ্রাম নিতে দিয়ে আবার শক দিতো।
我挣扎并设法站起来,他们就说我还是不肯留下来,于是接下来的半小时里又给了我好几次电击。我最终同意留下,因为我真的再也受不了啦。
আমি দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু তারা বলেছে যে আমি চাচ্ছি না সেখানে থাকতে আর তাই আমাকে আরো বেশ কয়েকটা বৈদ্যুতিক শক দিয়েছে শেষের কয়েক মিনিটে। আমি সহ্য করতে না পেরে শেষে ছেড়ে দিয়েছি।