পাকিস্তানের গোজরাতে ধর্মীয় সংঘাতে আটজন খ্রীষ্টান মারা গেছেন আর মধ্যে চারজন নারী এবং একজন শিশু রয়েছে। চৌরাঙ্গী ব্লগে হামিদ আব্বাসী একে খুবই লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন এবং ভাবছেন কিভাবে “ছোট একটি ভুলবুঝাবুঝি” সমস্ত শহরকে গৃহযুদ্ধের দোরগোড়ায় নিয়ে যেতে পারে।