ইরান: প্রতিবাদের সময় নিহতদের স্মরণে শোক

হাজার হাজার ইরানি গত বৃহস্পতিবার তেহরানের বেহেশত জাহরা নামক সমাধিস্থানে জড়ো হয়েছিল সাম্প্রতিক প্রতিবাদে নিহত নেদা আঘা সুলতানি ও অন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। গত জুনে রাষ্ট্রপতি নির্বাচনের পর সারা ইরানে ছড়িয়ে পড়া এই প্রতিবাদ আন্দোলনে ডজন খানেক নিহত হয়েছে এবং শত শত ব্যক্তিকে জেলে পোরা হয়েছে এ পর্যন্ত।

বেশ কয়েকটি সংবাদ ও ব্লগ সাইট অনুসারে দাঙ্গা পুলিশ শোক পালনকারীদের আক্রমণ করে। ইরানের বিরোধী নেতা মীর হুসেন মুসাভির স্ত্রী জাহরা রাহনাভার্দের সংগ্রহ করা বেশ কিছু ছবি দেখুন, যার মধ্যে শোক পালনকারীদের ছবি এখানে রয়েছে।

অনলি মেহদি আজকের ঘটনার বেশ কিছু ভিডিও প্রকাশ করছে। এই ভিডিওটি দেখাচ্ছে, পুলিশ কিভাবে লোকজনের উপর আক্রমণ করছে।

খামেনীর পুত্রের বিরুদ্ধে স্লোগান

এখানে ইরানের নাগরিকদের রাখা আরেকটি ভিডিও রয়েছে যা কবরস্থানের সমাবেত লোকদের উপর এবং ভিডিওতে দেখা যাচ্ছে তারা তাদের শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে।

বেহেশত সড়কে প্রতিবাদকারীরা স্লোগান দেয় “স্বৈরাচার নিপাত যাক” এবং “রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে”। এছাড়াও তারা মোজতাবা খামেনীর বিরুদ্ধে স্লোগান দেয়, যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পুত্র। এই নির্বাচনে কারচুপির পিছনে মুল পরিকল্পনাকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়।

পাতাল রেলে শাসক বিরোধী স্লোগান
সমাধিস্থান থেকে পাতাল রেলে ফেরার সময় লোকজন শাসক বিরোধী স্লোগান দেয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .