রাশিয়া: দাঙ্গা পুলিশ বিরোধী দলের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে

শুক্রবারে প্রায় ১০০ জনের মতো প্রতিবাদকারী মস্কোতে এক সরকারি অনুমোদনহীন মিছিলের আয়োজন করে। বিরোধী দলের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬ টার সময় প্রায় শ'খানেক দাঙ্গা পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ৪৭ জনকে গ্রেফতার করে এবং বলা হচ্ছে তাদের মধ্য কয়েকজন ছিল সাংবাদিক ও পথিক।

লাইভ জার্নাল (এলজে) ব্লগিং প্লাটফর্ম ব্যবহারকারী জায়াল্ট মিছিল থেকে দ্রুত কিন্তু কয়েকটি পরিস্কার তথ্য সম্বলিত ছবি (মোট ৩৫টি) রিপোর্ট হিসেবে (রুশ ভাষায়) পাঠান। তিনি যা লিখেছেন এখানে তার কিছু অংশ তুলে দেওয়া হলো।

[…] আরো একবার পুলিশ বিরোধী দলের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে – অনুমোদনহীন একটি মিছিল, আরো একবার ঘটনাটা ঘটলো ট্রায়ামফালনা স্কোয়ারে।

[…] এই ব্যাপারে তরুণরা তাদের কার্য প্রদর্শন করেছে, তারা তাদের গ্যাস মুখোশ খুলে ফেলেছে অনিশ্চয়তার কারণে, তারা তাদের মুখ রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছে-তারা তৈরী। […] তাদের মধ্যে কয়েকজনকে দ্রুত আটক করা হয়।[…] তার অনুভব করে যে প্রর্দশনী চলছিল তাতে পুলিশ, দাঙ্গা পুলিশ এবং সাধারণ পোশাক পরিহিত অফিসার সন্দেহজনক যে কোন তরুণকে গ্রেফতার করছিল। […] তারা এই সব তরুণদের মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল এবং টেনে খাঁচায় ঢুকাচ্ছিল। যারা ভিন্নমতাবলম্বী সেই সমস্ত ব্যক্তিরা খাঁচায় ঢোকানোর সময় তীব্র ভাবে বাঁধা দিচ্ছিল।

[…] যথারীতি, যদিও ভিন্নমত নিয়ে চলা প্রত্যেকটি ব্যাক্তির জন্য ২০ জন ফটোগ্রাফার ছিল।

[…] ৬.২০ মিনিটে তারা ফটোগ্রাফারদের উপর নিষ্ঠুর আচরণ করতে শুরু করলো। […]

[…] ওয়াকি-টকির মাধ্যমে তারা আরো সাহায্যর জন্য আবেদন জানালো, যাতে তারা সকল সাংবাদিককে পাতাল রেলস্টেশনে ঠেলে দিতে পারে। [….] আমার সকলেই আনন্দ প্রকাশ করতে করতে বিশেষ করিডোরে প্রবেশ করলাম […] তারা আমাদের সেখানে আটকে ফেললো। […] দুর্ভাগ্যজনকভাবে একদল সাংবাদিকের মাঝে কেউ জানতো না স্টেশনের মাঝখানে কি করা উচিত। কাজেই সবাই অন্য দরজা দিয়ে বের হয়ে এলো।

[…] এখন দৃশ্যপটে মেয়েরা এসে হাজির হলো। […] তারা বাক স্বাধীনতার পক্ষে ও ফ্যাসিবাদের বিপক্ষে চিৎকার করছিল। তাদের দ্রুত গ্রেফতার করা হয়।

[…] এই উৎসবের শেষে নীল (পুলিশ) পোশাকধারীরা সংখ্যা, সাংবাদিক ও ভিন্নমতাবলম্বী মিছিলকারীদের সংখ্যাকে ছাড়িয়ে যায়। […]

[…] সবকিছু আগের মতো।

এলজে ব্যবহারকারী লিওসাট মনে করেন (রুশ ভাষায়) রাশিয়ার বিরোধ দলের প্রায় শেষ অবস্থা:

এটাই প্রথমবার নয় যখন ভিন্ন মতের কোন মিছিল দাঙ্গা পুলিশের শক্ত দেওয়ালে এসে বাড়ি খেল। এমন আশা করার কোন কারণ নেই যে শাসকেরা এই ধরনের প্রতিবাদ যাত্রার প্রতি তাদের আচরণ পাল্টাবে এবং কেন তারা তা করবে, যদি (তাদের বর্তমান মনোভাব) এই কাজ তাদের দক্ষতা বলে বিবেচিত হয়। তারচেয়ে বড় কথা প্রতিবাদকারীর সংখ্যা কমে এসেছে এবং তাদের প্রতি সমর্থনও কমে আসছে (আমার কাছে তাই মনে হয়) […]।

এলজে ব্যবহারকারী কারিমভ, তিনিও এই মিছিলে সমাবেত হয়েছিলেন, তিনি বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন (রুশ ভাষায়)- যে পরিবর্তন খারাপ দিকে যাচ্ছে:

আমি আজ স্লোগান দিচ্ছিলাম না, আমি আজ পাগলের মতো গর্জন করছিলাম। যখন আপনার ঠিক সামনে বন্য কিছু একটা অবস্থান নেয়, তখন আপনি আর না গর্জন করে থাকতে পারেন না। আমি অনেক দিন কোন মিছিলে অংশ নেইনি, এবং আশা করিনি ২০০৯ সালের রাশিয়াকে এ রকম দেখবে। আমি কাঁদছিলাম যখন আমি ২০০৫ সালকে স্মরণ করি, আমাদের বেশির ভাগই, আমি সাদা পোশাকধারীদের আচরণে ধাক্কা খেয়েছি। […] দাঙ্গা পুলিশ ও পুলিশেরা, লোকদের সামনে পিছনে এমনভাবে তাড়া করছিল, যেন তারা পশুর দল, যথেষ্ট নিষ্ঠুরতার সাথে। যাইহোক, দুজন তরুণ পুলিশ, বিশেষ বিনয়ের সাথে আমার বাহুতে হাত দিয়ে আমাকে ধরে টানতে টানাতে পাশে নিয়ে গেল: “প্রিয় মিস, দয়া করে এখান থেকে চলে যান। এটা আমাদের দোষ নয় যে, আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না।” সাধারণভাবে বলতে গেলে আমি আজ থানায় যাবার জন্য শেষ পর্যন্ত তৈরী ছিলাম। তবে পরেরবার আমি সেখানে যাব, আমি ধারণা করি, কারণ পরবর্তী সময়ে আমি স্কোয়ারে শেষ পর্যন্ত দাড়িয়ে থাকব [গোল্লায় যাক] এবং গর্জন। আপনি আমায় জিজ্ঞেস করছেন কিসের জন্য আমার এই প্রতিবাদ? বহন অযোগ্য এক শ্বাসরুদ্ধকর অবস্থার বিপক্ষে, আমি কি বোঝাতে চাইছি? আপনি জানেন আমি কি বোঝাতে চাইছি।

এলজে ব্যবহারকারী ওলেগ_কোজিয়ারেভ সঠিক ভাবে নির্দেশ করেন (রুশ ভাষায়) যে বিষয়টি বিবেচনা করা যেতে পারে তা হলো ভালো কিছুর জন্য পরিবর্তন- কিন্তু তার পোস্টের শেষটা হতাশা দিয়ে সমাপ্ত হয়েছে, যা এলজে ব্যবহারকারী কারিমভের প্রতিধ্বনি:

[…] এটা ভালো যে ধুসর পোশাকধারী ব্যক্তিরা (পুলিশরা) ফটোগ্রাফারদের বলছির, যেন তাদের মুখের ছবি মুছে দেয়- তারা বুঝতে পেরেছে যে ইন্টারনেটের স্মৃতিশক্তি অনেক লম্বা এবং কে জানে হয়তো [সরকার পরিবর্তনের সাথে সাথে শুদ্ধিকরণের] ঘটনা ঘটতে পারে।

খারাপ সংবাদ হচ্ছে আটককৃত প্রায় ৫০ জনের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, […] এমনকি পুতিনের সময় থেকেও এ যে এক নিষ্ঠুর কাজ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .