- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরান: সংস্কারবাদীদের নেতৃত্বদানকারী আবতাহী বিচারের কাঠগড়ায়

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, আইন, নির্বাচন, প্রতিবাদ, মানবাধিকার, রাজনীতি, সরকার

[1]

ইরানের ভূতপূর্ব সংস্কারবাদী উপরাষ্ট্রপতি এবং অগ্রগণ্য ব্লগার মোহাম্মাদ আলী আবতাহী গত ১২ই জুনের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন। এই প্রতিবাদকারীদের বিচারের উদ্যোগ নেয়া হয়েছে [2] তেহরানের এক কোর্টে।

কোর্টে আবতাহী কয়েদীদের পায়জামা পড়ে হাজির হন এবং তাকে খুব রুগ্ন লাগছিল। দেখে মনে হয়েছে যে তার ওজন অনেক কমেছে। গত কয়েক সপ্তাহ তিনি জেলে ছিলেন এবং বাইরের জগৎের সাথে তার কোন সংস্পর্শ ছিল না। আবতাহী কোর্টে বলেছেন [3]: “আমি আমার সকল শুভানুকাঙ্খীদের, এবং যারাই আমার কথা শুনছেন তাদের বলছি, যে ইরানের (নির্বাচনে) কারচুপি একটি মিথ্যে কথা। এই অভিযোগ আনা হয়েছে রায়ট ডাকার জন্যে যাতে ইরানে ইরাক বা আফঘানিস্তানের মত পরিস্থিতি হয়। এবং তাই যদি হত তাহলে ইরানের বিপ্লবের কোন কিছুই অবশিষ্ট থাকত না।”

আবতাহীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি সরকারের বিরুদ্ধে একটি নিরস্ত্র অভ্যুত্থানে অংশ নিয়েছেন।

বেশ কয়েকজন ব্লগার আবতাহীর এই স্বীকারোক্তি নিয়ে কথা বলেছেন এবং তার শারীরিক অবস্থার দিকে দৃষ্টি ফিরিয়েছেন। অনেক ব্লগার তার গ্রেফতারের পূর্বের ও পরের ছবি পোস্ট করেছেন। (উপরে: বামে,গ্রেফতারের পূর্বে এবং ডানে, আজকের বিচারের সময়ে)।

কাভেহ আহাঙ্গার বলেছেন [4] যে আমরা শারীরিক নির্যাতনের নিদর্শন দেখতে পেয়েছি এবং তার মুখের প্রতিটি কথার পেছনে হুমকির আভাষ পেয়েছি। এই ব্লগার যোগ করেছেন যে আবতাহীকে টিভিতে দেখে তিনি আবেগে আক্রান্ত হয়ে কেঁদে দিয়েছেন।

আল্ফবা লিখেছেন [5]: প্রিয় আবতাহী, আমরা জানি যে আপনি চাপের মুখে ছিলেন এবং আপনার পরিবারকে অনেক কিছুই সইতে হয়েছে। আপনি জানেন যে আপনি কোন স্বীকারোক্তি করেছেন। আমারা আপনাকে তবুও ভালবাসি, আপনাকে সমর্থন করি।

ফরেভার৬৯৬ টুইট করেছেন [6] যে আমরা যদি আহমাদিনেজাদের দুই কোটি ৪০ লাখ ভোটকে কোনদিন মানতে পারি তবে এই বিচারও মানব।

সাহারলার লিখেছেন [7]: “আজকে এটি আবতাহী, কালকে কার পালা? এই ব্লগার পাঠকদের বলছেন হতাশ না হতে এবং এই ধরনের লোক দেখানো বিষয়কে গুরুত্বের সাথে না নিতে।