কাজাখস্তান: আস্তানা, ব্লগারদের চোখে যেমন

ব্লগাররা দেশের নতুন রাজধানী সমন্ধে তাদের ধারণা জানাচ্ছে।

kaz11

ড্রাজ তার পোস্টে লিখেছেন [রুশ ভাষায়], এই শহর বিভিন্ন সংখ্যা ও বিকল্প ভাষায় পরিপুর্ণ:

“আস্তানার রাস্তাগুলোর অবশ্যই আরো একবার নামকরণ করা উচিত: পেটুক গলি, অসংযত এবং বাড়াবাড়ি রাজপথ, অশ্লীল সড়ক, দুর্ণীতি পথ ১. দুর্ণীতি পথ ২, করুণ রাস্তা, ইত্যাদি। রাজধানী শহরের প্রত্যেকটি বাসার প্রত্যেক সেন্টিমিটার যেন বিবাদে লিপ্ত”।

kaz21

এম-কাআ তার ভাবনা জানাচ্ছেন। তিনি বলেছেন দুই বছর যাবত তিনি আস্তানায় যাননি। তার মতে একে তুলনা করা যায় এক দশকের উন্নয়নের সাথে, যদি নতুন রাজধানী হিসেবে একে তুলনা করা হয়। সেখানে নির্মাণ করা প্রতিটি প্রকল্প জাতীয় গুরুত্ব হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

শহরটি বাড়ছে এবং আরো পরিস্ফুটিত হচ্ছে, কিন্তু শহরের রাস্তায় এখনো তেমন লোকজন দেখা যায় না। শহরটা অনেক সাজানো। এর প্রশস্ত রাস্তা এবং বিশাল বাড়ী যাদের দেখে পরিত্যক্ত বলে মনে হয়। বিবর্ণ দিনে জলন্ত সুর্যের নীচে আস্তানাকে দেখে এ রকমই মনে হয়।

আমার জন্য এটা বোঝা খুব কঠিন, এই একঘেয়ে অপ্রয়োজনীয় রেস্তোঁরার ভার কে নেবে। এরা একে অন্যর মতো দেখতে এবং এদের কোন বিশেষত্ব নেই। কারা এই বিশাল ভবনগুলোতে বাস করে এবং দানবাকৃতির ব্যবাসা কেন্দ্র গুলোতে কাজ করে? আমার এক বন্ধু আস্তানায় বাস করে। সে বলে, “তারা যদি প্রেমে ব্যস্ত থাকে তাহলে অনেক ভালো কাজ হবে। কারন এতে জনসংখ্যা বৃদ্ধি পাবে”।

kaz32

সবশেষ পোস্ট- যেটিতে ওয়াইএস পুম্পিউ মন্তব্য করেছে ইউরোশিয়া সেন্টার নিয়ে [রুশ ভাষায়]:

আমলাদের জন্য এটা একটা স্বর্গ। উত্তম স্বাদ এবং প্রতিভা, তার সাথে গাম্ভীর্যের অভাব রয়েছে এবং এটা উপলদ্ধি করা বেদনাদায়ক যে বিদেশীরা এমনিই কাজাখস্তানের বাসিন্দাদের সাথে যুক্ত হবে, এই “কিছু একটার” মধ্যে দিয়ে।

ছবিগুলে তুলেছেন এডাম-কেশের

এটি নিউইউরেশিয়া ব্লগে পোস্ট করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .