আজারবাইযান: আরজু গেবুলায়েভার সাক্ষাৎকার

2মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে পড়াশুনার করার ফলে যে ইংরেজী টান তৈরী হয়েছে তা সত্বেও আরজু গেবুলায়েভা এখন একজন স্থানীয় বিশ্লেষক যিনি আজারবাইযানের সবচেয়ে সুপরিচিত ব্লগাদের একজন, তার ফ্লাইং কার্পেট এন্ড ব্রোকেন পাইপলাইন ব্লগের মাধ্যমে।

আমার ব্লগ- ফ্লাইং কার্পেট এন্ড ব্রোকেন পাইপলাইনে স্বাগতম! এখানে আপনি পাবেন আজারবাইযান সমন্ধে প্রবন্ধ, অনলাইন সংবাদপত্রে প্রবেশের লিংক এবং অন্য ব্লগ, কিছু ব্যাক্তিগত গল্প, এবং আমার কাজ। দুই দেশের মধ্যে সর্ম্পকের কারণে তুরস্ক থেকে পাওয়া সংবাদের তাজা সংস্করণও পাওয়া যাবে এখানে। আমি আশা করছি আপনারা তা উপভোগ করবেন।

ইস্তামবুল এবং বাকুতে কাজ করা আরজু গেবুলায়েভা গ্লোবাল ভয়েস অনলাইনের সাথে লম্বা সময় ধরে খোলামেলা আলোচনা করেন আজারবাইযান ও এই অঞ্চলে ব্লগিং করা সমন্ধে, তার মধ্যে যুক্ত ছিল সম্প্রতি আজারবাইযানে গ্রেফতার হওয়া দুই ভিডিও ব্লগারদের নিয়ে আলোচনাও। আরজু গেবুলায়েভার ব্লগ এখানে

পুরো সাক্ষাৎকারটি নীচে শোনা যাবে।

পডকাস্ট: নতুন উইন্ডোজে শুনুনডাউনলোড করুন

2 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .