এ দেশের ব্লগারা বোঝার চেষ্টা করেছে দেশে কি ঘটছে এবং কাজাখস্তানের লোক প্রশাসন কতটা সন্তোষজনক ভাবে চলছে।
মেগাখুমিয়াক মনে করেন স্থানীয় রাজনৈতিক অভিজাত শ্রেণির ভবিষ্যত নির্ভর করছে তাদের শিক্ষা গ্রহণ করার ধারার উপর [রুশ ভাষায়]:
২০ শতকের শুরুর দিকে এবং ১৯৭০-এর শেষের দিকে কাজাখস্তানের অভিজাত সম্প্রদায় রাশিয়া পড়তে যেত, বিশেষ করে মস্কোয়। তারপর ১৯৯০ এর শুরুতে তরুণরা তুরস্কে যেতে শুরু করে। ১৯৯৮ সাল থেকে পড়ার জন্য ইউরোপ অথবা আমেরিকায় যাওয়া জনপ্রিয় হয়ে উঠতে থাকে। আমি আশা করছি আগামী ৫-১০ বছরের মধ্যে কেবল হাভার্ড অথবা পাশ্চাত্যের অন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সার্টিফিকেট অর্জন করে আসা ব্যাক্তিদেরই কাজাখস্তানের সেরা সরকারী প্রতিষ্ঠানে দেখা যাবে। পরবর্তীতে এর এক প্রভাব তৈরী হবে।
থাউজেন্ড-পা অতীতের দিকে ফিরে তাকাচ্ছেন এবং খেয়াল করেছেন [রুশ ভাষায়]:
নাজারবায়েভের ১৯ বছরের শাসনামল সমন্ধে কেউ একজন উপসংহার টানতে পারে, যে তিনি এ দেশে সফল একদল বিশাল পুঁজিবাদি গোষ্টী তৈরী করতে সমর্থ হয়েছেন। কিন্তু মধ্যবিত্ত শ্রেণির অবস্থা অনেক বেশী জটিল হয়ে গেছে। দারিদ্র, ১৯ বছর আগে যেমনটা ছিল, এখনও তেমনি আছে। বড় বড় শহরে দারিদ্রতার হার কমে এসেছে, কিন্তু ছোট ছোট শহর ও গ্রাম্য এলাকায় সম্ভবত তা আগের চেয়ে বেড়ে গেছে [স্বাধীনতার সময় যতটা ছিল]।
সাডেনোভা বিস্মিত যে দুর্বল মানের আমলাতান্ত্রিক প্রশাসন থাকা সত্বেও সরকার এখনও সঠিক ভাবে চলছে [রুশ ভাষায়]:
আমাদের দেশ এক অদ্ভুত দেশ। এই দেশ অপেশাদারদের দেশ। এখানে আপনি আসবেন আর পাবেন ভীতিকর এক “মানব সম্পদ”। এমন দেশ বাস্তবে ব্যর্থ হবার কথা, কিন্তু কোন এক কারণে তা হয়নি…
[যখন বিশ্ব অর্থনীতি সর্তক করে দিচ্ছে যে সম্ভবত দ্বিতীয় দফায় এক মন্দা আসছে] কাজাখস্তানের সরকারী কর্মকর্তার এই প্রাক-মন্দায় কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে ইতিমধ্যে এক “সৃষ্টিশীল উন্নয়ন” নিয়ে আলোচনা করেছে। বেশীর ভাগ সময় যা হয়, এমনকি কাজাখস্তানেও এই সমস্যার এক বিশেষ জাতীয় সমাধান রয়েছে! আমার বন্ধুরা সাধারণভাবে ব্যাখা করেন, কোথা থেকে এই আশাবাদ তৈরী হয়, “তেলের দাম সামান্য বেড়ে গেছে। এই কারণে প্রশাসনের কর্তাব্যক্তিরা এখন নিরুদ্বেগ, তারা তাদের টাই এর বাঁধন খুলে ফেলেছেন এবং হুইস্কির পেয়ালায় চুমুক দিচ্ছেন”।
এই লেখাটি নিউইউরাশিয়াও পোস্ট করা হয়েছে।