মৌরিতানিয়া: নির্বাচনে কারচুপি?

গত ১৮ই জুলাই জেনারেল মোহাম্মাদ ওউলদ আব্দেল আজিজ দ্বারা সংঘটিত সামরিক অভ্যুত্থানের ১১ মাস পরে মৌরিতানিয়া এই জেনারেলকে তাদের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে। বিবিসির সংবাদ অনুসারে আব্দেল আজিজের মূল প্রতিপক্ষরা নির্বাচনকে বয়কট করেছেন একটি ‘ছলনা’ বলে। সাহেলিয়ান (মৌরিতানিয়ার) ব্লগে দ্রুত দৃষ্টি ঘোরালে দেখা যাবে যে প্রতিপক্ষরা সৎসঙ্গে আছেন।

মাঘরেব ব্লগ প্রার্থীদের সম্পর্কে ব্যাখ্যা করেছেন:

মৌরিতানিয়াবাসী আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন যেটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন হবে। প্রথম সারিতে আছেন অউলদ আব্দেল আজিজ, ভূতপূর্ব সামরিক প্রধান যিনি জনপ্রিয়তার উপরে ভর করে আর ইজরায়েল বিরোধী হয়ে লড়ছেন। অউলদ আব্দেল আজিজ দূর্নীতি শেষ করার আর ভালো সরকারের নীতি প্রতিষ্ঠা করারও কথা দিয়েছেন। সাম্প্রতিক জনমত থেকে, জেনারেল ওউলদ আব্দেল আজিজের পরেই আছেন আহমেদ ওউলদ দাদা আর মেসৌদ অউলদ বোলখের। আগের জনের নির্বাচন অভিযানে জোর দেয়া হচ্ছে ‘বিচার, সামঞ্জস্য, সহনশীলতা’ এর নৈতিকতা আর মূল্যের উপরে। ওউলদ বোলখের গণতন্ত্র আর মানবাধিকারের ব্যাপারে তার নীতি জানিয়েছেন আর ট্রেড ইউনিয়নের জন্য তার সমর্থনের কথা দিয়েছেন।

আমেরিকায় অবস্তিত দ্যা মুর নেক্সট ডোর সাহসের সাথে কারচুপির কথা বলেছেন:

ওউলদ দাদা আর বোলখের প্রচারণা করর্মীরা বেশ ‘আঘাতপ্রাপ্ত’: নির্বাচন শেষ হওয়ার পরে যে বিচ্ছিন্ন ফলাফল আসছে সেখানে দেখা যাচ্ছে যে জেনারেল ওউলদ আব্দেল আজিজ বিপুল ভোটে এগিয়ে আছেন। নুহাধিবাউতে, ওউলদ আব্দেল আজিজের পক্ষে ৬৫% ভোট দেখাচ্ছে। প্রশ্ন হচ্ছে কি ভাবে? উত্তর: কারচুপি। এর প্রতিক্রিয়া এখন ঠিক করবে যে কাল আর সামনের দিনে কি হবে।

এই ব্লগার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন:

জেনারেল ওউলদ আব্দেল আজিজ মৌরিতানিয়াকে তিনটা গুরুত্বপূর্ন প্রচারনায় নেতৃত্ব দিয়েছেন: ভালো সামরিক অভ্যুত্থান (২০০৫), প্রত্যাখ্যাত সামরিক অভ্যুত্থান (২০০৮) আর এখন সাংবিধানিক সামরিক অভ্যুত্থান (২০০৯)।

আমেরিকাতে অবস্থিত আফ্রিকান ব্লগার আ বোম্বাস্টিক এলিমেন্ট যা সত্যি তাই বলতে বলেন:

বিবিসি জানিয়েছে যে অভ্যুত্থানের নেতা জেনারেল মোহাম্মাদ ওউলদ আব্দেল আজিজ, যিনি ক্ষমতা ছেড়ে সাধারন জনগণে পরিনত হন শনিবারের নির্বাচনে অংশগ্রহণের জন্য; পাকিস্তানের ‘মুশাররফের’ মতো কাজ করে পার পাবেন।

ব্লগাররা ফলাফল চূড়ান্ত হওয়ার জন্য যখন অপেক্ষা করছেন, নুয়াকচোটে অবস্থিত একজন শিল্পী, নুয়াদিবাউএর নির্বাচনের দিনের এই চিত্র রচনা করেছেন:

painting

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .