- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আজকের লেখক: সারা মোরেইরা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, পূর্ব তিমুর, ডিজিটাল অ্যাক্টিভিজম, ব্লগার প্রোফাইল


(বাংলা সাবটাইটেল সহ ভিডিও)

গত সপ্তাহে, পর্তুগালের পোর্তোতে অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুল ফর ডিজিটাল ট্রান্সফর্মেশন [1] এ গ্লোবাল ভয়েসেস এর লেখক সারা মোরেইরার [2] সাথে দেখা করেছিলাম। পূর্ব তিমুরের রাজধানী ডিলিতে বেশ কয়েক সপ্তাহ অবস্থানের পর সারা এই প্রোগ্রামে এসেছেন। পূর্ব তিমুরের উপর তিনি লিখেন গ্লোবাল ভয়েসেস এ [3]

পূর্ব তিমুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কম্পিউটার প্রকৌশল শেখাচ্ছেন সারা মোরেইরা [4]

ইস্ট তিমুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কম্পিউটার প্রকৌশল শেখাচ্ছেন সারা মোরেইরা

তিনি পূর্ব তিমুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন এবং হিউলেট প্যাকার্ড থেকে বেশ কিছু কম্পিউটার ও আনুসংগিক যন্ত্রপাতি পেয়েছিলেন [5] তিমুরিজ নারীদের কম্পিউটার প্রকৌশল এবং ওয়েব ডিজাইন শেখানোর জন্যে।

পূর্ব তিমুরের ইন্টারনেট সেবার নবম বছর পূর্তি উপলক্ষে সারার তিন পর্বের লেখাগুলো ( [6], [7], [8]) পড়তে ভুলবেন না কিন্তু।