বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা ইরানের জন্যে সমাবেশ করেছে

ইউনাইটেড ফর ইরান

গত ২৫শে জুলাই, ২০০৯ শনিবার ইরানী এবং অ-ইরানীয়রা অনেকেই ইউনাইটেড ফর ইরান নামক প্রচারণায় সামিল হয়েছিলেন যার মাধ্যমে তারা মানবাধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্যে ইরানের লড়াইকে সমর্থন করেছেন। এই সমাবেশগুলোর ভিডিও এবং ছবি নাগরিক সাংবাদিকদের দ্বারা ধারণ করা হয়েছে।

হামবুর্গ/জার্মানী:

ওয়াশিংটন/যুক্তরাষ্ট্র:

লন্ডন, যুক্তরাজ্য:
লন্ডনে অবস্থিত ইসলামিক রিপাবলিক অফ ইরানের দুতাবাসের সামনে একটি বিক্ষোভ:

সাহারলার (ফার্সী ভাষায়) লিখছেন যে দুবাইতে পুলিশ একটি র‌্যালীকে ৩০ মিনিট বিক্ষোভের পর ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের (প্রতিবাদের প্রতীক) সবুজ বেলুনগুলোও জব্দ করে। এই ব্লগার সেই ঘটনার ছবি প্রকাশ করেছেন

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .