জর্জিয়া: দভোরস্কির সাথে একটি সাক্ষাৎকার

জর্জিয়ান বারক্যাম্প
গিগা পেইটচাদসে (ডান থেকে মধ্যে), ককেশাস বারতক্যাম্প, তিব্লিসি, জর্জিয়া প্রজাতন্ত্র, ছবি অন্নিক ক্রিকোরিয়ানের সৌজন্যে

গিগা পেইটচাদসে, যিনি অনলাইনে বেশী পরিচিত দভোরস্কি হিসাবে, গ্লোবাল ভয়েসের অনলাইন এর ককেশাস অঞ্চলের কাছে অতি পরিচিত। গত বছর জুন মাসে তিবলিসিতে অনুষ্ঠিত ককেশাস বারক্যাম্প নিয়ে তিনি একটি সাক্ষাৎকার দেন আর তার কয়েক মাস পরে রাশিয়াতে আগস্টের যুদ্ধের সময়ে নতুন মিডিয়ার অবদানের কথাও তিনি বলেন আমাদের সাথে।

যারা দক্ষিন ককেশাস নিয়ে লেখেন এমন ব্লগারদেরদের নিয়ে ধারাবাহিক এই অডিও সাক্ষাৎকার পর্বের দ্বিতীয় পর্যায়ে পেইটচাদসে গ্লোবাল ভয়েসেস অনলাইনের সাথে জর্জিয়াতে নতুন মিডিয়ার উন্নয়ন নিয়ে কথা বলেন বিশেষ করে সংঘাতের পরবর্তী পরিস্থিতি আর এপ্রিলের সাম্প্রতিক বিক্ষোভ নিয়েও।

দূর্ভাগ্যবশত:, স্কাইপের সংযোগ খুব ভালো ছিল না আর একটা অংশ যান্ত্রিক গোলযোগের কারনে শোনা না যাওয়ার কারনে এটাকে সম্পাদনা করতে হয়। তবে সাক্ষাৎকারের বেশীরভাগ শোনা বা ডাউনলোড এর জন্য নীচের পডকাস্ট প্লেয়ারে ক্লিক করুন। পেইটচাদসের ব্লগ আছে এই ঠিকানায় http://www.dgiuri.com

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .