মেক্সিকোর টুইটার ব্যবহারকারীরা তাদের দেশের রাজনৈতিক পদ্ধতির প্রতি অনাস্থা প্রদর্শন করেছে এক অকার্যকর ভোট প্রচারণা যা জুলাইয়ের পাঁচ তারিখের নির্বাচনে অনুষ্ঠিত হয়। তারা তাদের ভোট অনুসরন করে, ভোট গ্রহন কেন্দ্রে তারা মোবাইল ফোন এবং ক্যামেরা নিয়ে আসে এবং তাদের অকার্যকর বা নিষ্ফলা ভোটের ছবি তুলে রাখে। ভোটের গোপনীয়তা তারা ভঙ্গ করে নিজের পছন্দকে প্রদর্শন করে। মেক্সিকোর কিছু নাগরিক ব্যালট বা ভোট নিয়ে তাদের প্রতিবাদ ওয়েবের মাধ্যমে প্রর্দশন করছে।
যদিও ভোট চুরি রোধ করার জন্য ভোটের ছবি তোলা কেন্দ্রিয় আইনে অপরাধ তবে, যেমনটা মেক্সিকোর সংবাদপত্র মিলেনিও সতর্ক করে দেন [স্প্যানিশ ভাষায়] “সৃষ্টিশীল” ব্যালট জনসাধারনের সামনে প্রর্দশন করা হয় #ভোটোএমএক্স ও #এ্যনুয়ালআর্ট সংযুক্ত করা মাধ্যমে (শব্দ নিয়ে খেলা ‘অকার্যকর’ ও ‘সৃষ্টিশীল’) যাহোক, টুইটক্যাপে এমন এক সেবা রয়েছে যা টুইটারে ছবি প্রকাশ করতে সাহায্য করে মাইক্রো ফরমিং লিংক প্রদান করে- যেখানে অকার্যকর ভোটের জন্য তৈরী করা শিল্পকর্ম পরিপূর্ণ ভাবে গ্রহণযোগ্য হবে: ব্যালট বা ভোটার তালিকা থেকে সব বাদ হয়েছে, টুইটার প্রতীক ফেইলহোয়েল, ড: মোনোর ব্যাঙ্গাত্বক প্রচারণার সমর্থনে ব্যালট তৈরী হচ্ছে ছে যে প্রচারণা চালাচ্ছে দি বুনেসন ব্লগ[স্প্যানিশ ভাষায়], বেশ কিছু পুরুষ যৌনাঙ্গের অশ্লীল ছবি এবং অভিশপ্ত শব্দ আঁকা হয়েছে, এমনকি শেক্সপিয়ারের কল্পনাও ক্রেয়নের তুলিতে হিজিবিজি রেখায় তুলে আনা হয়েছে।
প্রিসিলিয়ানা বিখ্যাত টুইটার পবিত্র প্র্রতীক ফেইলহোয়েলকে [স্প্যানিশ ভাষায়] তার ব্লগে ব্যবহার করেছেন। তিনি জানাচ্ছেন যে অন্য ব্যবহারকারী একে “এই পদ্ধতির এক বিশাল ব্যর্থতা ” বলে উল্লেখ করেছেন:
হার্নানদেজ ড: মনোর অনুকুলে ভোট দিয়েছেন [স্প্যানিশ ভাষায়]। এটি অনলাইনে ধারাবাহিক প্রকাশিত কাটুর্নের এক চরিত্র [স্প্যানিশ ভাষায়] যা মেক্সিকোর রাজনৈতিক প্রার্থীদের অনুকরণের মাধ্যমে বিদ্রুপ করে।
“Todos con Dr. Mono!!1 (O una prueba de que tengo pésimo pulso)”
হ্যাগসানটারিগা তার ভোটের মাধ্যমে সরাসারি একটা বার্তা দিয়েছে, তার সাথে এক চরিত্র একে দিয়েছে যা জাপাতিস্তা বিদ্রোহীর সাদৃশ্য এক প্রতীক।
Aquí comienza la revolución.
এই অকার্যকর বা নিষ্ফলা ভোট কার্যক্রম বেশ কয়েকটি জাতীয় সংবাদপত্রে স্থান করে নিয়েছে যেমন মিলেনিও [স্প্যানিশ ভাষায়], এল ইউনিভার্সাল [স্প্যানিশ ভাষায়] , ইয়া রিফর্মা, যেমন নীচের অংশটি প্রকাশ করেছে জোর্ডি ,যা এক কাগজের ভোট, এই কাগজের ভোটটি কেউ একজন তাকে পাঠিয়েছে [স্প্যানিশ ভাষায়] । এর লেখক অজানা কিন্তু তার বার্তাটি খুব দ্রুতই বোঝা যায়।