৮ই জুলাই আজারবাইযানের অন্যতম মাঠ পর্যায়ের ইয়থ মুভমেন্ট (তরুণ আন্দোলন) দি এ্যালমুনাই মুভমেন্ট-এর প্রতিষ্ঠাতা এমিন মিলি এবং ওএল! ইয়থ মুভমেন্টের ভিডিও ব্লগার আদনান হাজিজাদেকে কিছু অপরিচিত ব্যক্তি প্রহার করে। সে সময় এই দুজন একদল নাগরিক সামাজের প্রতিনিধি ও তরুণ অ্যাকটিভিস্টের সাথে বাকুর উপশহরের এক রেস্তোরায় খাবার খাচ্ছিলেন। ঘটনা সমন্ধে পুলিশকে অভিযোগ করার পর পুলিশ অভিযোগকারীকেই আটক করে প্রায় ৪৮ ঘন্টা কারাগারে রাখার উদ্যোগ নেয়।
স্থানীয় এক ব্লগে প্রকাশিত একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য:
onlar 7 nefer olublar. yemek yedikleri yerde iki idmanci icheri girib Emini doymeye baslayib. Adnan Emine komek etmek isteyende onu da vurublar.Idmancilar Shobede uzr isteyenden sonra onlari buraxiblar. Adnani ise 2 sutka saxlayacaqlarini ve sonra da xuliqanliga gore hebs vereceklerini deyibler. Emin de Adnanla birlikde qalacagini deyib. Onlari muveqqeti tecridxanasiya apariblar
প্রত্যক্ষদর্শীর মতে দুজন দুস্কৃতিকারীকেই আটক করা হয়, কিন্তু পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আদনান এবং এমিন এরপর মূল সন্দেহভাজনের তালিকায় চলে আসে। তাদের আইনজীবিদের সাথে দেখা করার অধিকার দেওয়া হয়নি। তাদের হাতকড়ি পরিয়ে একটা সেলে স্থানান্তর করা হয় এবং ঠিক করা হয় সেখানে তাদের ৪৮ ঘন্টা আটকে রাখা হবে।
এমিনের শরীরে বেশ কয়েকটি ক্ষত তৈরী হয়েছে, এছাড়াও তার পা কেটে গেছে। অন্যদিকে আদনানের নাক ভেঙ্গে গেছে এবং তাদের যথেষ্ট পরিমান চিকিৎসা দেওয়া হয়নি।
উপরের ভিডিওতে একজন প্রত্যক্ষদর্শী ঘটনার ব্যাপারে বলেছেন। সাবটাইটেল আরও পরিস্কার দেখার জন্য ইউটিউবের মুল ভিডিও পাতা দেখুন।
তাজা খবর: আজ ৯ই জুলাই, নাগরিক সমাজের অনেক কর্মী এবং প্রতিনিধি, তরুণ আন্দোলনকারীর এবং রাজনৈতিক দল এই দুই তরুণ কর্মীকে রক্ষার জন্য এক প্রতিবাদ সভার আয়োজন করেছে। এই প্রতিবাদ সভার হল “ভীড়ে উপচে পড়ছিল, উদ্বিগ্ন বক্তা, নাগরিক সমাজের প্রচুর লোক ও রাজনৈতিক দলের নেতা, বিদেশি প্রচারণা মাধ্যম সেখানে ছিল, [এবং] কোন স্থানীয় টিভি সাংবাদিক উপস্থিত ছিল না”। আজারবাইযানে অবস্থিত জার্মান রাষ্ট্রদুত একটি দুভার্গ্যের কথা উল্লেখ করেন। এমিন মিলি বেতনভুক্ত নন এমন একজন অনুবাদক। বর্তমানে আজারবাইযানে ভ্রমণ করা জার্মান মানবাধিকার কমিশনের জন্য আগামীকাল তার অনুবাদক-এর কাজ করার কথা ছিল। তার বদলে আগামীকাল এমিন এবং আদনানকে গুন্ডামির অভিযোগে বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে। জেএফএলই থেকে বার্ট উর্ড টুইটার করেছে যে এর আগে এ রকম গুন্ডামির অভিযোগে আজারবাইযানের একজন সাংবাদিকের ২.৫ বছরের জেল হয়েছে।