- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরান: বিক্ষোভ প্রচারণা শিল্পকর্মকে উদ্বুদ্ধ করছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, আইন, নির্বাচন, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি, শিল্প ও সংস্কৃতি

ইরানী আর অইরানী নাগরিকেরা অনলাইনে শিল্পকর্ম তৈরি করেই যাচ্ছেন ইরানীদের সমর্থনে যারা ইরানের জুন ১২ এর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ করছেন [1]

গত মাসে আমরা কিছু উদাহরণ [2] প্রকাশ করেছিলাম কিভাবে ‘শিল্প বিক্ষোভের সাথে মিলেছে’।

একজন আমেরিকান শিল্পী টিম রেইনস ইরানী বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে একটি ডিজাইন সৃষ্টি করেছেন [3]:
Timothy Raines

হামেদ পুরাবেদিনের ডিজাইন [4] গত দুই সপ্তাহে ইরানী বিক্ষোভকারীদের মৃত্যুকে [5] তুলে ধরেছে। তিনি বলেছেন যে বিক্ষোভকারীদের হত্যা করলে বিক্ষোভ তাতে আরো শক্তিশালী হয়:

Death

ইরানী ব্লগার এলিকা হেদায়েত [6] তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে [7] তার শিল্পকর্ম তুলে ধরেছেন:

elika

নীচের ডিজাইনটিও এলিকা হেদায়েতের করা। ফার্সী ভাষায় লেখা শব্দগুলো একজন বিক্ষোভকারীর স্লোগান তুলে ধরেছে: ”ভয় পাবে না আমরা সবাই একসাথে।“
elika

নিকু তার বন্ধু প্যাট্রিকের মূল একটি ডিজাইন প্রকাশ করেছেন [8]:

nikoo

একজন ইরানী শিল্পী পিয়ানো বাজিয়ে আর গান শুনিয়ে সম্মান দেখিয়েছেন ইরানী তরুণী নেদা আগা সোলতানকে [9], যিনি ২০শে জুন নির্বাচনোত্তর বিক্ষোভের সময়ে তেহরানে গুলিতে নিহত হন। এই ভিডিও লেখার সময় পর্যন্ত ৩৬০০০ এরও বেশী লোক দেখেছেন:

ইরানী নির্বাচন ২০০৯ এর উপরে আরও তথ্যের জন্যে অনুগ্রহ করে গ্লোবাল ভয়েসেস এর বিশেষ পাতা দেখুন [10]