আরব বিশ্ব: ছবির মাধ্যমে গল্প বলা

মধ্যপ্রাচ্য অঞ্চলের দুই ব্লগার তাদের ক্যামেরা হাতে নিয়ে মানুষের শখ এবং নানা বিচিত্র জিনিশের ছবি তুলেছেন এবং মন্তব্য সহ ব্লগে প্রকাশ করেছেন।

সিরিয়া থেকে বেশর০৯৪ এই ছবিটি প্রকাশ করেছেন এবং লিখেছেন:

কুৎসিত দেয়াল

কুৎসিত দেয়াল

الحقيقة هي أني أغار على وطني وأريد له الصورة الأبهى و الأحلى بعكس اولئك …. الذين لايتمتعون بلمحة من التفكير , واتسائل ألا يوجد ضوابط على أصحاب المطابع في سوريا ؟ فمن المعروف عندما تريد طباعة إعلان أو أي شيئ آخر يرسل صاحب المطبعة ” الصبي ” لـ لصق الإعلانات وكأن الشوارع ( مطوبة أسمه ) 🙁 فيجوب الصبي شوارعة المدينة وأينما وجد حائطا ً صافيا ً كالسماء يذهب ويضع الإعلان المحترم لصاحب المطبعة المحترم وللمُعلن القدير .

هذا مايحدث فما هو رأيك ؟

সত্যি কথা বলতে আমি আমার দেশের জন্যে চিন্তা করি এবং একে সবসময় সুন্দর দেখতে চাই। কিন্তু অনেকেই আছে যে এর পুরোপুরি উল্টো এবং তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে না।

আমার প্রশ্ন, সিরিয়ার প্রকাশনীগুলোর জন্যে কি কোন নীতিমালা ঠিক করা আছে? এখানের রীতি অনুযায়ী আপনি যদি কোন বিজ্ঞাপন প্রচার করতে চান তাহলে প্রকাশনীকে কাজ দিলে তারা পোস্টার ছাপিয়ে তাদের লোক দিয়ে সেটা শহরের বিভিন্ন দেয়ালে লাগায়। সমস্যা হচ্ছে তারা মনে করে যে দেয়ালগুলো তাদেরই এবং প্রতিটি ফাঁকে তারা পোস্টার লাগানো চেষ্টা করে।

ছবিতে দেখা যাচ্ছে তার ফল। আপনারা কি মনে করেন?

কুয়েত থেকে ফ্রান্কোম এই সোনালী লেক্সাস গাড়ীটি দেখেছেন যা তার দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন:

সোনালী লেক্সাস গাড়ী

সোনালী লেক্সাস গাড়ী

أقرأ عن تلك السيارت التي يتم تعديلها وصبغها بالوان وحركات غريبة !! ولكنني لم اتخيل أنني شأشاهد أي من تلك السيارات أمامي .. هذه صورة التقطها مساء أمس أثناء خروجنا من مجمع الافنيوز .. سيارة ليكزس أل أس 460 تحمل لوحات أبو ظبي – الامارات وهي مصبوغة بالكامل باللون الذهبي
আমি পড়েছি এইসব গাড়ীর কথা যেগুলোর পরিবর্তন করা হয় এবং বিচিত্র সব রঙ করা হয়। কিন্তু আমি ঘুণাক্ষরেও কল্পনা করিনি এমন এক রঙের গাড়ী আমার সামনে পার্ক করা থাকবে। গত রাতে অ্যাভেনিউস মলের সামনে থেকে এই ছবিটি তুলি আমি। এ সোনালী রঙের গাড়ীটি লেক্সাস , ৪৬০ মডেল এবং আবুধাবীর নম্বর প্লেট তার।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .