কাজাখস্তানের শিক্ষা ব্যবস্থার হাল

পহেলা জুন থেকে ১০ই জুন পর্যন্ত কাজাখস্তানের স্কুল সমাপ্তকারীরা সম্মিলিত জাতীয় পরীক্ষা (উএন্টি) দিচ্ছিলেন- যা তাদের জীবনের প্রথম আর সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমাদের একজন ব্লগার জারা লিখেছেন যে গড়ে পরীক্ষার ফলাফল ছিল ৭৪.৯ নম্বর, যা গত বছরের থেকে ৭ পয়েন্ট বেশী ছিল। খুব ভালো ফলাফল পাওয়া স্কুল সমাপ্তকারীরা, যারা তাদের জ্ঞান নিশ্চিত করেছে তাদের সংখ্যা গত বছরের ৩৬% থেকে বেড়ে ৫৪.৫% এ উন্নীত হয়েছে।

“সব মিলিয়ে, গত বছরের তুলনায় দেশের উএন্টি ফলাফল বেশি আশাপ্রদ’, তিনি জানাচ্ছেন

সাদেনোভা তার নিজের হিসেব দিয়েছেন সরকারিভাবে জানানো হিসাব বিশ্লেষণ করে, আর তার উপসংহার অনেক কম আশাপ্রদ:

২০০৯ এর উএন্টির ফলাফলের বিশ্লেষণ দেখিয়েছে যে প্রত্যেক সপ্তম স্কুল সমাপ্তকারী শতকরা ৪৫ভাগের মান পায়নি, প্রত্যেক নবম স্কুল সমাপ্তকারী ১০০ পয়েন্ট পেয়েছে, আর ১৩৫০০ জন স্কুল সমাপ্তকারীর মধ্যে মাত্র একজন সর্বোচ্চ ১২৫ পয়েন্ট পেয়েছে।

আর লর্ড ফেম বলেছেন পরীক্ষার সময়ে কথিত নকলের ব্যাপারে। স্কুল সমাপ্তকারীদের দ্বারা নকল লেখা আর মোবাইল ফোন কিছুই না, নীচে যা বলা হয়েছে সেই তুলনায়:

৩০০ ডলার- মূল্য ধরা ছিল স্থানীয় পর্যায়ে কিছু শিক্ষা কর্মকর্তা আর তাদের লোকদের পরীক্ষায় বসা কোন ছাত্রছাত্রীর হাতে মোবাইল ফোন না দেখার জন্য। প্রদেশগুলোর জন্য এই হার কাজ করছে , আর আলমাতি আর আস্তানাতে খরচ আরও বেশী ছিল। ১০০০ ডলার দিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার সন্তান কঠিন প্রশ্নে শিক্ষকের সাহায্য পাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .