জুনের ৩০ তারিখে আমেরিকার একদল সংসদ সদস্য মিনস্ক সফরে আসে। সংসদ সদস্যরা বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময় আমেরিকার সংসদীয় দলের সদস্যরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেন ইমানুয়েল জেলৎজারকে ক্ষমা করে দিতে। ইমানুয়েল একজন আমেরিকান আইনজীবি। ২০০৮ সালের আগষ্ট মাসে “শিল্পক্ষেত্রে গোয়েন্দাগিরি ও ভুয়া কাগজ ব্যবহার করার অপরাধে তাকে তিন বছরের কারাদন্ড দেওয়া হয়“। লুকাশেঙ্কো বলেন, তিনি এই কাজটি করবেন এবং তিনি সেদিনই ক্ষমা প্রার্থনার চিঠিতে স্বাক্ষর করেন।
দি বিইং হ্যাড টাইমস এর এ্যাডাম গুডম্যান আমেরিকান সংসদ দলের সদস্যদের ভ্রমনের উপর বেলটায় প্রকাশিত একটা প্রবন্ধ তার ব্লগে পুনরায় ছাপেন এবং সেখানকার এক উদ্ধৃতি এখানে দেওয়া হলো:
[…] সভা চলাকালীন সময়ে অমেরিকার সংসদ সদস্য দল বেলারুশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেন, দেশটির প্রধান হিসেবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে যেন তিনি আমেরিকান নাগরিক ইমানুয়েল জেলৎজারকে মুক্ত করে দেন। জেলৎজার কয়েকটি অপরাধে বেলারুশে জেল খাটছে।
আলেকজান্ডার লুকাশেঙ্কো জোর দেন যে আমেরিকার নাগরিক বেলারুশের আইন ভঙ্গ করেছে। “সে আমাদের দেশে গ্রেফতার হয়েছে এবং বেলারুশের আইন অনুসারে তার শাস্তি হয়েছে”। এমনকি বেলারুশে আমেরিকার শার্জ দ্যা এ্যাফেয়ার্স জনাথন মুর এটি অস্বীকার করেননি। আমি কখনই মনে করি নি যে এই ব্যাক্তি দুটি দেশের সর্ম্পকের ক্ষেত্রে একটা বিষয় হতে পারে। হ্যা, বেলারুশের আইন ও সংবিধান অনুসারে আমি তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করতে পারি। আপনারা আমাকে তা করতে বলছেন, ঠিক আছে? যদি আমেরিকার জন্য তার গুরুত্বপুর্ন হয় তাহলে আমি আজকেই ক্ষমা প্রার্থনার দরখাস্তে সই করবো”। কথাগুলো বলেন, রাষ্ট্রের প্রধান[…]
বুধবার বিকেলই ৫.৩০ মিনিটে জেলৎজার আমেরিকায় ফিরে যায়।
বেলারুশের রেডিও ফ্রি সার্ভিস/রেডিও লিবার্টি (এলজে ব্যবহারকারী রেডিও_সাভাদো) ব্লগারদের জেলৎজারকে কিছু প্রশ্ন করার জন্য আহবান জানাচ্ছে দি বাই_পলিটিক্স এলজে কমিউনিটি [বেলারুশ ভাষায়] এর মাধ্যমে। যতদুর জানা যায় মাত্র কয়েকজন এতে সাড়া দেয়। এলজে ব্যবহারকারী লিপকোভিচ ছিল প্রথম ব্যাক্তি যিনি এতে সাড়া দেন। নীচে যে ছয়টি প্রশ্ন করা হয়েছে তার মধ্যে থেকে তিনটি দেওয়া হল:
১. এটা কি সত্যি যে রাষ্ট্রপতির প্রশাসকদের সাথে আলোচনার পর আপনাকে গ্রেফতার করা হয়।?
[…]
৩ আপনি কি আমাদের দেশে কোন বস্তুগত ক্ষতিপুরণ দাবী করবেন?
[…]
৬
আমরা যতদুর জানি, আপনাকে ক্ষমা প্রদান আদেশ জারী করে মুক্ত করা হয়েছে। এর মানে কি এই যে আপনাকে সকল অপরাধ থেকে মুক্ত করা হয়েছে। যদি তাই হয় তাহলে আপনি কি আবার বেলারুশে কাজ শুরু করার পরিকল্পনা করছেন?
এখনো জেলৎজার এলজে ব্যবহারকারী লিপকোভিচ এর প্রশ্নের উত্তর দেননি, আর অন্য কিছু ব্লগার বেলারুশের রাজনীতি সংক্রান্ত এলজে কমিউনিটির মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে চান।।