- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মরোক্কো: মারাকেশের প্রথম মহিলা মেয়রকে উদযাপন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মরোক্কো, নির্বাচন, লিঙ্গ ও নারী, সরকার

দুই সপ্তাহ আগে মরোক্কোর নির্বাচন বিষ্ময়কর ফলাফল এনেছে আর তা মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়েছে, যা হিশাম [1] তার লেখায় বলেছেন। তেমনই একটা ফলাফল ছিল মারাকাশের মেয়র হিসাবে প্রথমবারের মতো একজন নারীর নির্বাচন। ফাতেমা জাহারা মানসুরি, যিনি আইন পড়েছেন, কেবলমাত্র দ্বিতীয় নারী যিনি মরোক্কোতে কোন পদে এসেছেন (আসমা চাবি, এসাউরার মেয়র, ২০০৩ থেকে প্রথম ছিলেন)।

ব্লগাররা মানসুরির ব্যাপারে বেশী উৎসাহী ছিলেন। জনপ্রিয় ব্লগার দ্যা ভিউ ফ্রম ফেজ [2] এই সংবাদ দিয়েছেন:

গত সোমবার ৩৩ বছরের একজন আইনজীবি প্রথম (মহিলা) মেয়র নির্বাচিত হয়েছেন মারাকাশের, যা মরোক্কোর একটি বড় শহর আর পর্যটন এলাকা।

মিউনিসিপাল কাউন্সিল ভোটে ফাতেমা জাহারা মানসুরি আগের প্রবীন মেয়র ওমার জাজৌলিকে ৫৪ বনাম ৩৫ ভোটে হারিয়েছেন, আর এর ফলে এসাউরার মেয়র আসমা চাবির পরে মরোক্কোতে দ্বিতীয় নারী মেয়রের পদাধিকার পেয়েছেন।

মাঘরেব ব্লগও [3] মন্তব্য করেছেন:

মারাকেশ থেকে খবর: লাল শহরের নগর কাউন্সিল সভায় মরোক্কোর প্রথম নগর মহিলা মেয়র নির্বাচিত হয়েছেন আজকে। অথেন্টিসিটি আর মর্ডারনিটি দলের ফাতেমা জাহরা আল মাসাউরি, ৩৩ বছরের আইনজীবি, পরের ছয় বছরের জন্য দায়িত্ব নেবেন ওমার জাজৌলির স্থলে যিনি মারাকেশের দায়িত্বে ছিলেন ১২ বছর ধরে। আল আরাবিয়া [4] জানিয়েছে প্যামের এসজি শেখ বিয়াদেল্লাহ কি বলেছেন: “আধুনিক মরোক্কোর চিত্রের প্রতিফলন”।

টুইটার জগতও মানসুরির নির্বাচন আর আরো কিছু নারীর কাউন্সিলে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। জেরুজালেম [5] থেকে:
tweet

গত শুক্রবার মরোক্কোর স্থানীয় নির্বাচনে ৩,৪০৬ জন মহিলা নির্বাচিত হয়েছে। যাএ মধ্যে এই জিন্স পরা মহিলাও রয়েছে।

মরোক্কান ‘টুইপ’ আব্দেলাইলাহ বুকিলি উল্লেখ করেছেন যে যদিও মাত্র দুই জন মরোক্কোন নারী মেয়র আছেন, ছোট শহরে বেশ কিছু মরোক্কোন নারী গুরুত্বপূর্ণ পদে আছেন, আর জানিয়েছেন:

tweep

@জিলিয়ানইয়র্ক মরোক্কোতে মেয়র মানে যে সব শহরের ৩৫০,০০০ এর ও বেশী লোক আছে তার প্রধান