জুলাইর ২৯ তারিখে হন্ডুরাসব্যাপী একটা খবর ছড়ায় যে সশস্ত্র সেনারা প্রেসিডেন্ট মেল জেলায়াকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে। একইদিনে একটি গণভোট হওয়ার কথা ছিল, যেটার বিরোধীতা করে সুপ্রিম কোর্ট, সশস্ত্র বাহিনী আর হন্ডুরাসের সংসদ। কয়েকদিন আগে, জেলায়া সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল রোমিও ভাস্কুয়েজ ভেলাস্কুয়েজকে অপসারণ করেন, যার ফলে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা পদত্যাগ করেন কারন তারা এই ভোটকে সমর্থন করেননি।
শীঘ্রই জানা যায় যে জেলায়াকে কোস্টা রিকাতে নিয়ে যাওয়া হয়েছে, যেখান থেকে তিনি নিজেকে দেশের আইনসঙ্গত রাষ্ট্র প্রধান দাবী করতে থাকেন। আর একটা গুজব শোনা যাচ্ছিল যে জেলায়া পদত্যাগ করেছেন। তবে, কথিত এই পদত্যাগের চিঠি ভুয়া বেরিয়েছে জানালেন মিরাদাস দে হাল্কোন এর জুয়ান কার্লোস রিভেরা। ব্লগ আর টুইটার এ প্রকাশিত প্রতিক্রিয়া বিভিন্ন ধরণের। অনেকে একে সামরিক অভ্যুত্থান বলছে আবার এমনও আছে যারা এই পদক্ষেপকে জেলায়ার বিতর্কিত কাজ থামানোর একমাত্র উপায় হিসাবে দেখেছে।

ছবি রোবার্টো ব্রীভ এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত http://www.flickr.com/photos/breve/3668996322/
রাজধানীতে অনেক যায়গায় বিদ্যুত ছিলনা সারাদিন জানিয়েছে হন্ডফুরাস দৈনিক নিউজ, যারা ধারণা করেন যে এটা ‘তথ্যের প্রবাহ রোধের একটা চেষ্টা’। তবে, খবর সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন টুইটার আর ব্লিপিয়ার মাধ্যমে ছড়িয়েছে, যা সারাদিন খুব সক্রিয় ছিল।
জেলায়ার একজন সমর্থক হিবুয়েরাস লিখেছেন:
Manuel Zelaya fue detenido y sometido por la furza bruta de la jauria criminal de nuestra historia esclavista para evitar que el pueblo hondureño posea el poder de inclusion y de construccion de su patria, los responsables de tan ignomioso acto son todos conocidos y pagaran caro su abuso.
Llegó la hora de buscar por otros medios, lo que se nos niega por la paz, y los responsables seran jusgados por sus actos de traicion a la patria.
এখন খোঁজার সময় হয়েছে অন্যান্য উপায়ে সেইসব জিনিষ যা শান্তিপূর্ন উপায়ে পাওয়া থেকে আমরা বঞ্চিত, আর যারা তাদের রাষ্ট্রদ্রোহীতার জন্য দায়ী তাদের বিচার হবে।

রাষ্ট্রপতি মেল জেলায়ার সাপোর্টার – রবার্টো ব্রিভ এর সৌজন্যে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের সৌজন্যে http://www.flickr.com/photos/breve/3668437385/
ওই দিনের পরে, কংগ্রেস ভোট দিয়ে জেলায়াকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে রোবার্টো মিশেলেত্তিকে তার জায়গায় বসিয়েছে, যিনি সাংবিধানিক অংশের প্রেসিডেন্ট ছিলেন। শীঘ্রই তিনি ঘোষণা করেন যে পুর্বপরিকল্পনা অনুযায়ী নভেম্বরে নির্বাচন হবে। তবে মিশেলেত্তিকে হন্ডুরাসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করায় হন্ডুরাসের অনেক কাছের বন্ধু সমালোচনা করেছে, বিশেষ করে ভেনিজুয়েলা, যারা সেনা অভ্যুত্থানের ভয় দেখিয়েছে যদি হন্ডুরাসে তাদের কোন কূটনৈতিক অপহৃত বা নিহত হয়। এরই সাথে প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন যে মিশেলেত্তির পরিচালিত নতুন সরকার হেরে যাবে।
হুগো চিঞ্চিলার মতো কিছু টুইটারকারী শাভেজ এর করা উক্তি নিয়ে চিন্তিত আর এটাকে ইঙ্গিত হিসাবে নিচ্ছে যে এইসব মিত্রদের সম্পৃক্ততা থাকতে পারে। তাকে ‘আনঅফিসিয়ালী’ বলা হয়েছে যে সেনারা সম্ভাব্য ভেনিজুয়েলান আর নিকারাগুয়ান সেনার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
জর্জ গার্সিয়ার মতো অন্যরা আছেন যারা নতুন সরকারকে সমর্থন করছে আর তার টুইটার অনুসারীদের আবেদন করেছেন সেনাদের খাদ্য আর পানীয় দিয়ে সমর্থন করতে। তিনি আরো বলেছেন:
En #honduras no hubo golpe de estado, el estado de derecho continúa, la constitución sigue vigente.
এখন যখন বিশ্বের অনেক জায়গার মনোযোগ হন্ডুরাসের প্রতি, উইলমার মুরিলো চিন্তিত আর্ন্তজাতিক সম্প্রদায় থেকে একা হয়ে পড়ার সম্ভাবনায়। তিনি আবেদন করেছেন:
que devuelvan a Mel! estamos quedando como retrogradas ante los ojos del mundo.