- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরানী কর্মকর্তারা বিক্ষোভকারীদের পরিচয় জড়ো করছেন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, আইন, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি, সরকার

ইরানের চলমান নির্বাচনোত্তর বিক্ষোভের [1] সময়ে ইরানী বিক্ষোভকারীর ছবি অনলাইন প্রচুর ছাড়া হয়েছে (বিভিন্ন নাগরিক সাংবাদিকদের দ্বারা)। এখন ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস [2] তাদের ওয়েবসাইটের [3] মাধ্যমে তাদেরকে (গ্রেফতারের) লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এই ওয়েবসাইটের নাম গের্দাব (যার মানে ঘুর্নি) আর এটা তৈরী করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস এর তথ্য কেন্দ্র যারা সংগঠিত অপরাধ তদন্ত করে। এই সাইটে ২০ জনের ছবি দেখানো হয়েছে যাদের মুখের চারদিকে লাল গোল চিহ্ন আঁকা কোন প্রমাণ ছাড়া এই দাবি করতে যে তারা তেহরানে ‘হাঙ্গামা’ সৃষ্টি করছে।

নাগরিকদের আহ্বান করা হয়েছে ফোন করতে বা ইমেইল করতে তারা যদি ঐ ২০ জনের ছবির কাউকে সনাক্ত করতে পারে। গের্দাব আরো দাবি করেছে যে দেখানো দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকী মানুষগুলো সম্পর্কে সাইটে আর কোন তথ্য নেই।

কিছু ইসলামপন্থী ব্লগার এদের ছবি পুন:প্রকাশ করেছেন [4]

এর মধ্যে বিক্ষোভকারীদের কিছু সমর্থক নিজেরা বেশ কিছু ছবি প্রকাশ করেছেন ইরানী নিরাপত্তা বাহিনীর আর বিশেষ করে সন্দেহভাজন গোপন এজেন্টদের [5] আর নাগরিকদের অনুরোধ করেছেন তাদেরকে সনাক্ত করার জন্য।

যেমন, একজন সন্দেহভাজন এজেন্টের ছবি আছে [6] মোটরসাইকেলের পিছনে বসে তার বেল্ট থেকে বন্দুক বার করারত অবস্থায়। বেশ কয়েকজন ব্লগার সন্দেহভাজন এই এজেন্টের ছবি প্রকাশ করেছেন [7], পাঠকদেরকে তাকে চিহ্নিত করার অনুরোধ করে। কয়েক দিন পরে তার নামে শোনা গেল যে সে বাসিজ নেতা [8] আর কথিত মাল্টি মিলিয়ন ডলার ব্যাঙ্ক ঋণ আছে তার। এই ধরনের সূত্র ছাড়া তথ্য অবশ্যই বিশ্বাসযোগ্য নয় আর এই প্রক্রিয়ায় এই লোকের কথিত নামের সাথে যার নামের মিল থাকবে তার জন্য ভয়ঙ্কর সমস্যা হতে পারে। অনলাইন গুজব প্রায় বাস্তবতাকে সরিয়ে দেয়।

এটা প্রথমবার হবে না যে কোন ঘটনায় একটা ছবি সমস্যা বা জেলের কারন হয়েছে। তবে, এটা নতুন এক পদ্ধতি যে অনলাইনে তথ্য সংগ্রহ করে মানুষের পিছু নেয়া আর হত্যা করার ব্যাপারটি অফিসিয়ালি সিদ্ধ করা।