ইরান: ওমিদ রেজা মির সায়াফি আর ১৮ই মার্চকে স্মরণ

‌ওআর৩১৮ লোগো

‌ওআর৩১৮ লোগো

ব্লগার আর সাংবাদিক ওমিদ রেজা মির সায়াফির মৃত্যুর কয়েক মাস পরে, একটা স্মৃতিস্তম্ভ আর প্রতিবাদের সাইট মার্চ১৮.অর্গ চালু করা হয়েছে তাকে স্মরণ করার জন্য আর এই আশায় যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি ধর্মীয় নেতাদের কথিত অপমান করার পরে বিচারাধীন অবস্থায় কারাবন্দী থাকার সময়ে ইরানের একটা জেলে মারা যান।

নীচে ১৮ই মার্চ প্রচারণার জন্য তৈরি প্রথম ভিডিও (ওআর৩১৮) তুলে ধরা হচ্ছে। এর প্রধান বাণী: আসুন নিশ্চিত করি জেলে মারা যাওয়া এই প্রথম ব্লগার যেন শেষ জন হয়:

ইরানে বর্তমানের রাজনৈতিক অশান্ত পরিস্থিতিতে, বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনের পরে, এই বার্তা যে কোন সময়ের চেয়ে বেশী গুরুত্বপূর্ন। এটা স্মরণে রেখে যে ব্লগার আর সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের মধ্য দিয়ে ইরানে যা ঘটছে তার তথ্য আর্ন্তজাতিক মিডিয়াতে প্রচারিত হচ্ছে, আমাদের উচিৎ যে তাদেরকে বন্দী হওয়া, গায়েব হওয়া আর সম্ভাব্য মৃত্যুর হাত থেকে বাঁচানো। গ্লোবাল ভয়েসেস এর হামিদ তেহরানী গত সপ্তাহে আমাদেরকে জানিয়েছেন নতুন করে ইরানী ব্লগারদের গ্রেপ্তারের ঘটনা

মার্চ১৮.অর্গ সাইট থেকে:

এখানে ব্যাপার হলো, যখন বিশ্ববাসী আর প্রচারমাধ্যম বেশী সংখক নাগরিক সাংবাদিক বা ব্লগারের তথ্য দেয়ার ক্ষমতার প্রশংসা করছেন, এই সব তথাকথিত সাংবাদিক বিশ্বব্যাপী আরো বেশী বাস্তবতার শিকার হচ্ছেন। মার্চ ১৮ এর প্রচারণা শুধু এটাই চাচ্ছে না যাতে ওমিদ রেজাকে মনে রাখা হয়, বরং যাতে বিশ্বব্যাপী আরো গ্রেপ্তারকৃত ব্লগাররা জিজ্ঞাসাবাদের কামরায় আর জেলের কামরায় গিয়ে গায়েব না হয়ে যায়। মার্চ ১৮ এর প্রচারণা সবস্থানের ব্লগারদের কন্ঠ হিসাবে থাকতে চায় যারা অত্যাচারের ভারী চাকার তলায় নিষ্পেষিত হওয়ার সম্ভাবনার মধ্যে আছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .