- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরান: বিক্ষোভ নিয়ে আরো নাগরিক ভিডিও

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, নির্বাচন, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, সরকার

১৫ই জুন সোমবার তেহরানে প্রায় লাখেরও বেশী লোক মিছিল করেছেন সংস্কারক প্রেসিডেন্ট প্রার্থী, মির হুসেইন মুসাভির [1] হয়ে। তার দাবি যে নির্বাচনের ফলাফল যেন বাতিল করা হয় যেখানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে [2] ১২ই জুন এর নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই মিছিল রক্তক্ষয়ের মধ্য দিয়ে শেষ হয় এবং অন্তত ৭ জন প্রতিবাদকারী জীবন হারান।

ব্রিটেনের চ্যানেল ৪ টেলিভিশনের [3] রিপোর্ট অনুসারে, (বিদেশী রিপোর্টিং এর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রচারিত হয়েছে) জনতা পাথর ছুঁড়ে মেরেছে আর সরকারপন্থী বাসিজ মিলিশিয়ার [4] একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। হেলমেট পরা একজন মিলিশিয়া বাতাসে তার একে-৪৭ থেকে গুলি ছোঁড়েন একঝাঁক পাথরের আক্রমণে পিছু হটার আগে। ইউটিউবে আরো নাগরিক ভিডিও আছে যে এই আক্রমণ কেমন করে হলো:

এই গুলিবর্ষণের ঘটনার পরের দিন সকালে তেহরানের রাসুল আকরাম হাসপাতালের কর্মীরা হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন। নীচের ভিডিওতে একজন বিক্ষোভকারী একটা প্লাকার্ড ধরে আছেন যেখানে লেখা: ”৮জন শহীদ”:

গুলি করা বা অত্যাচার বিক্ষোভকে দমাতে পারেনি, আর হাজার হাজার লোক তেহরানে মঙ্গলবার আবার মিছিল করেছেন। অন্যান্য শহরেও বিক্ষোভ বাড়ছে। শিরাজ [5] থেকে নেয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ছবি পুড়িয়েছেন।