ইরান: ছবিতে সবুজ নিরব বিক্ষোভের প্রচারণা

ইরানের সর্বত্র বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে যেটাতে মাহমুদ আহমাদিনেজাদকে বিজয়ী ঘোষণা করা হয়। আহমাদিনেজাদের প্রতিপক্ষ মির হুসেন মুসাভির সমর্থকরা আর অনেক ইরানী যারা ‘পরিবর্তনের’ কথা বিশ্বাস করেন, তারা সবুজ রঙ ব্যবহার করে যাচ্ছেন তাদের প্রতিবাদের নিশান হিসাবে। মুসাভি আর অন্য প্রধান সংস্কারবাদী প্রার্থী মেহেদি কারাওবি মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন শান্ত থেকে শান্তিপূর্নভাবে প্রতিবাদ জানাতে। যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবাদের চিত্র দেখাচ্ছে না, ইরানী নাগরিক মিডিয়া আকর্ষনীয় ছবিতে ভর্তি।

হামেদ সাবের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তেহরানের হাফতি তির স্কোয়ারে বুধবারের প্রতিবাদের। এইসব ছবি ইরানের প্রতিবাদের স্বরুপ তুলে ধরে:

সবুজ নিস্তব্ধতা বা নিরব প্রতিবাদ

সবুজ নিস্তব্ধতা বা নিরব প্রতিবাদ

বিশ্রামের সময় নেই

বিশ্রামের সময় নেই

অভিনবত্ব

অভিনবত্ব

বিশাল সমাবেশ

বিশাল সমাবেশ

চে এসেছে মুসাভির সাথে দেখা করতে

চে এসেছে মুসাভির সাথে দেখা করতে

কোসুফও তেহরানের মিছিলের ছবি প্রকাশ করেছেন যেখানে মির হুসেন মুসাভি আর মেহেদি কারাউবি উপস্থিত ছিলেন:

ব্যাপক প্রতিবাদ

ব্যাপক প্রতিবাদ

মীর হুসাইন মুসাভি জনগণের মাঝে

মীর হুসাইন মুসাভি জনগণের মাঝে

মেহেদী কারাউবি জনগণকে স্বাগত জানাচ্ছেন

মেহেদী কারাউবি জনগণকে স্বাগত জানাচ্ছেন

বৃহষ্পতিবার মুসাভি একটা বক্তৃতা দেন তেহরানের ইমাম খোমেনি স্কোয়ারে। তার স্ত্রী জাহরা রাহনাভার্ড তার সাথে ছিলেন আর নীচের ছবিতে তাকে দেখা যাচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .