কোস্টা রিকার সান জোসের সমকালীন শিল্প আর ডিজাইন জাদুঘরে বেশ কিছু অদ্ভুত দর্শন চেয়ার, পোস্টার আর ল্যাম্প প্রর্দশিত হচ্ছে। এই ৩০০টি স্প্যানিশ শিল্পকলা সমানভাবে ছড়ানো আছে এবং প্রদর্শিত হচ্ছে। ইউরোপীয় শিল্প ইতিহাসের নাম করা কিছু লোকের শিল্পকর্ম এখানে আছে যার মধ্যে স্প্যানিশ সম্ভ্রান্ত শিল্পী আর ডিজাইনার যেমন পিকাসো, গাউদি, মিরো, ডালি, টুস্কতস, মারিস্কাল, মোনেও আর হাওনের কাজ আছে অন্যান্যদের মধ্যে। ‘৩০০% স্প্যানিশ ডিজাইন’ নামের এই ভ্রাম্যমাণ প্রর্দশনী কোস্টা রিকার ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করেছে।
দারিও আল্ভারেজ তার ব্লগ আরকুইটেক্তুরাসে এই প্রদর্শনীর বর্ণনা দিয়েছেন:
España exporta su valor artístico en decoración. Las piezas más selectas y representativas del diseño español de los últimos 100 años se exhiben en Costa Rica cuando la muestra ‘300% Spanish Design’ abra sus puertas en el Museo de Arte y Diseño Contemporáneo (MADC) de este país.
অন্যদিকে, সরি জোরিট্টো ব্লগের জোসে পাব্লো আর ম্যানুয়েল প্রর্দশনীর ব্যাপারে বেশ খোঁজখবর নিচ্ছেন:
¿Por qué sillas, lámparas y carteles?
Debe de ser muy difícil exponer el arte y el diseño de un país tan rico en ambos campos utilizando solo 3 objetos, es por eso que esta exposición decide tratar con elementos cotidianos y humildes que ayudan a las personas día a día con sus quehaceres. Según Juli Capella son objetos que logran reivindicarse con un uso humanista y social del diseño al servicio de la persona.
এটা নিশ্চয় খুবই কঠিন হবে কেবলমাত্র এই ৩ টা জিনিষ দেখিয়ে দুই ক্ষেত্রে এমন সমৃদ্ধশালী দেশের শিল্প আর ডিজাইন দেখানো। এই প্রদর্শনী ঠিক করেছে সাধারন জিনিষ নিয়ে কাজ করতে যা মানুষের দৈনন্দিন কাজে লাগে। জুলি কাপেলা (কিউরেটর) অনুসারে, এই সকল জিনিষ সমর্থ হয় তাদের মানবিক আর সামাজিক ব্যবহারের সাথে একাত্ম হতে।
এই প্রদর্শনী আগে সাইতামা, লিসবন, এথেন্স, সাংঘাই, বেইজিং, ফোরটালেজা, সাও পাওলো আর বোগোটাতে গেছে। আগস্টে এটা মেক্সিকোতে যাবে।
কোস্টা রিকাতে, জাদুঘরের সব কক্ষে এগুলো প্রদর্শিত হবে আর চলবে ১২ই জুলাই পর্যন্ত। একজন স্পন্সর, দ্যা স্টেট সোসাইটি ফর একশন ইন ইন্টারন্যাল কালচার (সিসেক্স) জিনিষগুলোর ছবি আর ব্যাখ্যা সহ একটি ভার্চুয়াল ট্যুর প্রকাশ করেছে। এছাড়া জাদুঘরটা টুইটারের মাধ্যমেও অনুসরণ করা যায়।