- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিয়েতনাম: বিশিষ্ট আইনজীবি আর লেখককে গ্রেপ্তার করা হয়েছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ভিয়েতনাম, আইন, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি, সরকার

[1]ভিয়েতনামের জনসাধারণের নিরাপত্তার দায়িত্বে পুলিশ মন্ত্রণালয় জুনের দ্বিতীয় সপ্তাহে নাশকতামূলক কমর্কান্ডে যুক্ত থাকার জন্য লে কং দিন কে হো চি মিন শহরে গ্রেপ্তার করেছে [2]দিন একজন বিশিষ্ট গণতন্ত্রপন্থী আইনজীবি, মানবাধিকার প্রবক্তা আর লেখক। বেশ কয়েকটা মিডিয়া দল আর স্থানীয় বুদ্ধিজীবিরা দিনের গ্রেপ্তারের ব্যাপারটাকে তিরষ্কার করেছেন।

দিনকে অভিযুক্ত করা হয়েছে ভিয়েতনামের ক্রিমিনাল কোড এর ৮৮ ধারা ভঙ্গের যার মাধ্যমে রাষ্ট্র বিরোধী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। দিনকে অভিযুক্ত করা হয়েছে “গোপন আঁতাত গড়ে তোলা স্থানীয় আর বিদেশী প্রতিক্রিয়াশীলদের সাথে ভিয়েতনামী রাষ্ট্রে অর্ন্তঘাতে লিপ্ত হওয়ার জন্যে”। দোষী সাব্যস্ত হলে অপরাধের গুরুত্ব বিবেচনা করে দিনের জেল হতে পারে ৩ থেকে ২০ বছরের মধ্যে।

লে কং দিন কে? তার মানবাধিকার আন্দোলনের অভিজ্ঞতার সংক্ষিপ্ত বিবরণ এখানে [3] তুলে ধরা হল:

“আমেরিকার টুলেন বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রীপ্রাপ্ত দিন বেশ কয়েকজন অভিবাসীর কাছের মানুষ ছিলেন যারা ২০০৬ এর গণতন্ত্রপন্থী ব্লক ৮৪০৬ এর প্রচারণা গঠন করেন। তিনি মানবাধিকার আইনজীবি গুয়েন ভান দাই আর লে থি চোং নানহ এর বাদী আইনজীবি হিসাবে কাজ করেন এবং দেশের জন্য ক্ষতিকর প্রচারণা চালানোর জন্য বিচারে যাদের জেলের শাস্তি হয় মে ২০০৭ সালের মে মাসে।“

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভিয়েতনাম সরকারের সমালোচনা করেছে [4] মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার জন্য:

“এই গ্রেপ্তার মনে হয় ভিয়েতনামের মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার ইচ্ছার আরেকটি আরেকটি নিদর্শণ, আর যারাই সরকারের সমালোচনা করে বা অন্য কোন ধারণা পোষণ করেন তাদেরকে চুপ করিয়ে দেয়া।“

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যোগ করেছে যে ২০০৬ সাল থেকে এই পর্যন্ত গণতন্ত্রপন্থী কাজ আর মানবাধিকার বিষয়ে যুক্ত থাকার জন্য অন্তত ৩০ জন অভিবাসীকে দীর্ঘ মেয়াদী জেলে পাঠানো হয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়া প্রেস অ্যালায়ান্স দিন এর গ্রেপ্তারের রাজনৈতিক প্রভাব সম্পর্কে বিশ্লেষণ করেছে [5]:

ভিয়েতনামে মানবাধিকার আর গণতন্ত্রের প্রবক্তাদের আর অন্যান্য লেখকদের সমর্থক হিসাবে তার পরিচিতি আর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে জনাব দিন এর গ্রেপ্তার হওয়া একই সাথে দুই জগতের উপরে হামলা যা ভিয়েতনামের গণতান্ত্রিক সংস্কার বা যে কোন সমাজের জন্য অতি জরুরী। এটা একটি হুমকিস্বরুপ কেবলমাত্র অন্য লেখক আর নাগরিক যারা শান্তিপুর্নভাবে পরিবর্তনের পক্ষে কাজ করেন তাদের জন্যই না, বরং আইনি সমাজের মধ্যেও যারা ভিয়েতনামী মানুষের স্বাধীন প্রকাশের অধিকারকে সমর্থন করবে।

এক সংবাদে জানা যায় যে দিন কর্তৃপক্ষের কাছে স্বীকার করেছেন [6] যে তিনি আসলেই এমন কিছু কাজে অংশগ্রহণ করেছেন যা ভিয়েতনামের আইন ভঙ্গ করেছেন। একই সংবাদ রিপোর্ট জানাচ্ছে যে তিনি রাষ্ট্রের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন।

অনলাইনে একটা পিটিশন [7] (আর্জি) আছে ভিয়েতনামকে অনুরোধ করে যাতে দিনকে এক্ষুনি মুক্তি দেয়া হয় ‘যেহেতু তার গ্রেপ্তার গণতন্ত্র আর মানবাধিকারের জন্য একটা বড় ধাক্কা।“ এই প্রচারণা সবাইকে উৎসাহিত করছে লিখে আর চিঠি পাঠিয়ে ভিয়েতনামী দুতাবাসগুলোতে [8] বিশ্বব্যাপী দিন এর জন্য তাদের সমর্থন জানিয়ে।

দিন এর কেসের ব্যাপারে সাম্প্রতিক তথ্য জানাতে লে কং দিন মুক্তি ব্লগ [9] ও স্থাপন করা হয়েছে।