- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মোজাম্বিক: রাষ্ট্রপতি পদপ্রার্থীর উপর আক্রমন

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, মোজাম্বিক, তাজা খবর, নির্বাচন

মোজাম্বিকের ব্লগার কালোর্স সেররা [1] [পর্তুগীজ ভাষায়] এবং পাওলো গ্রান্জো [2] [পর্তুগীজ ভাষায়] রাজনীতিবিদ ডেভিজ সিমাঙ্গোর উপর ৮ তারিখ সোমবার হওয়া আক্রমণের উপর প্রতিক্রিয়া জানিয়েছেন। উত্তর মোজাম্বিকের বন্দর নগরী নাকালায় তার উপর এই আক্রমণ চালানো হয়। ব্লগস্ফেয়ারের এই প্রতিক্রিয়া ছাড়াও সিমাঙ্গোর দল (@এমিডএমউইকি [3]) এই আক্রমনে টুইটার করেছিল।

সিমাঙ্গো, বেইরা শহরের মেয়র এবং এ বছর তিনি তার নতুন দল এমিডএমের প্রতিষ্ঠা করেন যখন তিনি পুরোন বিরোধী দল রেনামোর সাথে এক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন [4]। কিছুদিন আগে তিনি ও তার দল নিশ্চিত করেন যে রাষ্ট্রপতি ও অক্টোবরের নির্বাচনে অংশ নেবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। যে সময় সিমাঙ্গো গাড়ীতে করে দলের এক সভায় সভাপতিত্ব করার জন্য যাচ্ছিলেন, সে সময় কয়েকজন ব্যক্তি সন্নিবেশিত হওয়া জনতার ভীড়ের মধ্যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে তার গাড়ী লক্ষ্য করে গুলি করে।

তিনি আঘাত থেকে রক্ষা পান, কিন্তু প্রচার মাধ্যম জানাচ্ছে যে তিনজন লোক আহত হয়েছিল, যার মধ্যে একজন পুলিশের লোকও রয়েছে। প্রাথমিকভাবে মোজাম্বিকের স্বাধীন প্রচার মাধ্যম জানাচ্ছে যে আক্রমণকারীরা রেনামোর সদস্য ছিল।