স. আরব আমিরাত আর সৌদি আরব: “এটা সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে!”

হলিউডের চলচিত্র ইশ্তার এর কাহিনী হচ্ছে মরোক্কোর লাউঞ্জ গায়কদের নিয়ে যারা সিআইএ আর ‘ইশ্তারের আমির’ এর মধ্যকার একটা আর্ন্তজাতিক চক্রান্তের মধ্যে ফেঁসে যায়। এই সিনেমায় মনে করার মত তেমন কিছুই নেই একটা বাক্য ছাড়া “এটা সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে!” গত সপ্তাহে, গাল্ফের বসবাসকারীরা নিজেদেরকে ঠিক এইটাই বলতে শুনেছে, যখন অঞ্চলের তাপমাত্রা ৪০ (সেলসিয়াস) এর বেশী হয়ে যায়। দাম্মামে অবস্থিত জুনভালেরিও ব্যাখ্যা করেছেন:

junvalerio

“সৌদি ডাক্তারেরা বলেছেন যে ২১শে জুন থেকে রিয়াদে তাপমাত্রা ৬০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠে যাবে এবং ২৬ দিন পর্যন্ত সকাল এগারোটা থেকে দুপুর দু্ইটা পর্যন্ত এমন তাপমাত্রা থাকবে। সত্যিই গরম!”

সৌদি আরব সব থেকে চরম তাপমাত্রার সম্মুখীন হয়েছে বলে মনে হচ্ছে, সেখানকার টুইটার ব্যবহারকারীদের অনুসারে। এস এম কাসিম খোলাখুলিভাবে বলেছেন:

sm qasim

রিয়াদের আবহাওয়ার কি হচ্ছে? এতো অসহনীয় গরম..।

রিয়াদে অবস্থিত সৌদি ও তাপমাত্রা নিয়ে অভিযোগ করছিলেন…
saudi

ও খোদা! যেন সব কিছু ফুটছে এত গরম!

… যতক্ষণ না খালিদ তাকে বাস্তবতা স্মরণ করিয়েছেন:

khaled

৪৭ ডিগ্রী রিয়াদে? এতো তেমন কিছুই না।

কিন্তু সৌদি আরব একমাত্র দেশ না যেটা তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। কেজারজোস দুবাইেয়ের বেশ ভালো একটা গল্প শুনিয়েছেন:
dubai

দুবাইয়ে কেমন গরম? গাড়ীতে রাখা বইয়ের বাইন্ডিং গলে গেছে এমন গরম।

পরিশেষে, আরাবিয়ারের টুইট যথেষ্ট সর্তকবানী হওয়া উচিত তাদের জন্য যারা আমিরাতে গ্রীষ্মের ছুটি কাটাতে চান:
arabear

দুবাই এয়ারপোর্টে মিলান থেকে কিছু বন্ধুদের নিয়ে যেতে এসেছি। আমি বলেছিলাম তাদেরকে যে গরম হবে। তারা শোনেনি। এখন নরকেই তাদের স্বাগতম জানাচ্ছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .