- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কাজাখস্তান: “পরিসংখ্যানে ভুল” এক নতুন দুর্নীতি কেলেংকারি

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, ব্যবসা ও অর্থনীতি, রাজনীতি, সরকার

কিছুদিন আগে কাজাখস্তানের কোর্ট নুরমান বায়ানভের প্রতি গ্রেফতারি পরোয়ানা [1]জারী করেছে। নুরমান কাজাখ পরিসংখ্যান বিভাগের ডেপুটি চেয়ারম্যান। তিনি তহবিল তসরুপ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই তহবিল জাতীয় আদমশুমারীর জন্য রাখা হয়েছিল [রাশিয়ান ভাষায়]:

“আদমশুমারীর জন্য মোট ৭.৬ মিলিয়ান ডলার রাখা হয়েছিল। তদন্তে দেখা গেছে এই কাজে খরচ করা হয়েছে মাত্র ২.২ মিলিয়ান ডলার। বাকী টাকা লুটপাট করা হয়েছে।”

আরো জানা গেছে পরিসংখ্যান বিভাগের অন্য এক ডেপুটি চেয়ারম্যান এবং দুই বিশিষ্ট ব্যবসায়ী – যার মধ্যে একজন সেরিক তুরজাহনভ, যিনি চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ড্রাস্টির ভাইস প্রেসিডেন্ট এবং একজন সুপরিচিত জনব্যক্তিত্ব- সহযোগী হিসেবে গ্রেফতার হয়েছেন।

এই বিষয়ে মেগাকহুইমিয়াক বিস্মিত [রাশিয়ান ভাষায়]:

দেশের লোকগণনার জন্য বরাদ্দ ৭.৬ মিলিয়ান ডলারের যদি ৫.৪ মিলিয়নই চুরি করা হয়, তাহলে গণনায় কতটা ভুল হতে পারে (সাধারণত লোক গণনায় ধরা হয় ২-৩% ভুল হতে পারে)?

এই সংবাদটি পিওয়াইসিএম এর জন্য বিস্ময়কর নয় [2] [রাশিয়ান ভাষায়]:

উত্তম, এটাই আশা করা হয়েছিল, বিষয়টি হিসেব করা উচিত, কতটা দুর্বল ভাবে এ বছর আদমশুমারী করা হয়েছে।

তিনি আরো স্মরণ করেন:

এর বাইরেও ১৯৩৭ সাল [স্টালিনের চাপ প্রয়োগ করা শাসনামলের চুড়ান্ত সময়] ৭২ বছর দুরে। ৭২ সংখ্যাটি ছয়কে ১২ দিয়ে গুণ করলে পাওয়া যায়। এখানে বেশ রহস্যময় পুনরাবৃত্তি এবং নিয়মিত একটা বিষয় রয়েছে, নয় কি?

ডাস বিষয়টি নোট করেছেন [3] [রাশিয়ান ভাষায়]:

যখন আমাদের দেশে উর্ধতন কোন কর্মকর্তা দুর্ণীতি, ক্ষমতার অপব্যবহার, চুরি ইত্যাদির.. দায়ে অভিযুক্ত হয়, তখন কিছু লোক স্বাভাবিক ভাবেই ধরে নেয় রাজনৈতিক কারনে তাকে গ্রেফতার করা হয়েছে। তারা ভাবে, “কেন ঠিক এই লোকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যদি সেখানকার সবাই [যারা ক্ষমতায় রয়েছে] একই কাজ করে?” এটা বিস্ময়কর নয় যে, এই দৃষ্টিভঙ্গি থেকে সত্যিকারের কোন দুর্ণীতি বিরোধী কাজ করা সম্ভব নয়, আসলে ধারনা হবে যে এটি সম্পদের পুনর্বন্টন অথবা নিরপরাধদের উপর হামলা।

একই সময় থাউজেন্ড পা হতাশ হয়ে নোট লিখছেন [4][রাশিয়ান ভাষায়]:

এখন রাষ্ট্র যন্ত্র পুরোপুরিভাবে চাপ প্রয়োগে ব্যাস্ত এবং অনেকের অসৎ কাজকে “শিকার!” হিসেবে বিবেচনা করা হচ্ছে, এক সঙ্কেত। এবং একবার যখন “শিকার” বলা হচ্ছে তখন বিচারকরা তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকবে না। ক্ষমতা শাস্তি দেয় সেই উৎসাহের সাথে যে উৎসাহ নিয়ে তার বাজেট লুন্ঠন করে। এর বাইরে কেউ কি আশা করতে পারে যেখানে দেশটির “আইন ও শৃংখলা” এক ডুমুর পাতা যা প্রধানদের ছোট দলের বিশাল আগ্রহকে ঢেকে রাখে।

এছাড়াও এটি নিউইউরোশিয়ায় [5] পোষ্ট করা হয়েছে।