চায়না ও হংকং: জুনের চার তারিখের প্রতিবাদের জন্য টি-শার্ট ডিজাইন

প্রতিবছর জুনের চার তারিখ বার্ষিকীর (তিয়ানানমেন স্কোয়ার, ১৯৮৯) আগের রোববার, হংকং-এর লোকজন এক বিচারের জন্য এক বিশেষ প্রর্দশনীর আয়োজন করে। এই বছর তার ২০তম বার্ষিকির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ৩১ মে। অধিকন্তু ৪ জুনের সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে লোকজন যৌথভাবে তাদের স্মরণ করেছে যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। আয়োজক সংগঠক হংকং এ্যালায়েন্স ইন সাপোর্ট অফ প্যাট্রিয়টিক ডেমেক্রেটিক মুভমেন্ট ইন চায়না এই কাজের জন্য একটি আর্দশ মাপের টি শার্টের ডিজাইন তৈরী করে। এই বছর নেটিজেনরা তাদের নিজেদের ডিজাইন করা টি শার্ট তৈরী করে। এর মধ্যে বেশ কিছু ডিজাইনের পরিবর্তন হয়েছে এবং তারা অনলাইন প্লাটফর্মে ইতিমধ্যে একে অন্যের সাথে এই ডিজাইন শেয়ার বা ভাগাভাগি করে নিয়েছে: যেমন ফনসেপ্ট। নিচে নেটিজেন নির্বাচিত ডিআইওয়াই জুনের চার তারিখ প্রতিবাদ অনুষ্ঠানে পরার জন্য ডিজাইন করা টি শার্ট:
11

লোগো ডিজাইন করেছে কার চান:

頂部為天安門,天安門內為“1989”,表明地點與時間;天安門與兩撇形成“六”,下部為“四”,且下部形成古漢字“囧”,囧在網意為:鬱悶,悲傷,無奈。原意為:光明。 整個標識體現:六四事件雖然是一次失敗的運動,但在某種含義上,象徵著新一代青年追求光明,嚮往民主的思想,這一次的運動,對日後我國的民主發展有著重要的作用。

সবচেয়ে গুরুত্বপুর্ণ স্থানে চিহ্নিত করা আছে ১৯৮৯ সালের তিয়েনানমেন স্কোয়ার। এটা দেখাচ্ছে ঘটনার সময় এবং স্থান। তিয়েনানমেন এর নীচের দুটি অক্ষর খাড়াভাবে তৈরী করা ও টান দিয়ে একসাথে রাখা হয়েছে, চাইনিজ অক্ষর ছয় এর নীচের অংশে রয়েছে চার এবং দুটি একসাথে প্রাচীন চীনা অক্ষর বা চরিত্র “冏” তৈরী করেছে। ইন্টারনেটের এই সময়ে “冏”. এই প্রতীকটি ভাবগম্ভীর, বিষাদময় এবং বেদনার্ত চরিত্র বোঝায়। যদিও এর প্রকৃত মানে উজ্জলতা। এই ডিজাইন বার্তা ছড়িয়ে দিচ্ছে যদিও জুনের চার তারিখে সফলতা আসেনি, তবু এটা তরুণ প্রজন্মের জন্য একটা প্রতীক যে গণতন্ত্রের জন্য আগানো দরকার, উজ্জ্বল ভবিষ্যৎের পেছনে লেগে থাকা দরকার। এই আন্দোলন চীনের গণতন্ত্রের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপুর্ণ ছিল।

21

এই চারটি চরিত্র চীনা চরিত্র বা অক্ষর। এর মানে “যর্থাথতা” এবং “মৃত্যুর দিকে কার্যকর ভাবে এগুনো”। এর ডিজাইনার এগ স্যান্ডুইচ বলেন:

八九民運六四事件當中最為無情的最為觸目的應該是一部一部的坦克車轆死中國人。

১৯৮৯ সালের আন্দোলন এবং ৪ জুনের ঘটনা, ট্যাংকের সবেচেয় নিষ্ঠুর ছবি জনমনে তৈরী হয়। এতে চীনা জনগণের মনে ট্যাংক মৃত্যুর ইঙ্গিত তৈরী করে।

31

এটি, তাই ক্রিয়েটিভ ডিজাইনের তৈরি করা । অক্ষরগুলোকে এক করলে দাড়ায় “জুন চার” এর সাথে “শান্তি”:
41

এগ, তার ডিজাইনে “জুন চার” লিখেছেন, এর ঠিক নীচেই লিখে রেখেছেন “শোক”।
5

জিই সুন তার ডিজাইনে গণতন্ত্রের দেবীর চেহারা ব্যবহার করেছেন। এটি যৌথভাবে ১৯৮৯ সালে বেইজিং চারুকলার ছাত্রছাত্রীরা তৈরী করেছিল।
6 tank3-187x3003

জোয়েল এবং জিংগ উভয়ে তাদের ডিজাইনের জন্য সবচেয়ে বড় প্রভাব তৈরী করা এবং প্রতীকি ছবি প্রকাশ করেছেন যা দেখাচ্ছে যে বেইজিং-এর নাগরিকরা খালি হাতে তিয়েনানমেন স্কোয়ারে ট্যাংকের প্রবেশ থামানোর চেষ্টা করছে।

7

ডিজাইনার ভিকি ব্যাখা করেন যে এই ডিজাইন প্রতিনিধিত্ব করে “ছাত্র” “লাল বই” ও জুনের “চার তারিখ”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .