প্যারাগুয়ে: এনিমেশন চলচ্চিত্র “সেবাস্টিয়ানের ভুডু” পেল কান পুরস্কার

প্যারাগুয়ে আনন্দ করছে তাদের নিজস্ব চলিচ্চত্র ও এনিমেশন (কার্টুন ছবি) নির্মাতা জোয়াকুইন বল্ডউইনকে নিয়ে, যিনি অনলাইন শর্ট ফ্লিম প্রতিযোগীতায় প্রথম পুরস্কার অর্জন করে দেশে নিয়ে আসেন। এই প্রতিযোগীতা কান চলিচ্চত্র উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার জন্য জমা দেওয়া চলচ্চিত্রটির নাম ছিল “সেবস্টিয়ানের ভুডু” যা কম্পিউটার এনিমেশন দ্বারা তৈরি করা হয়েছে। চুড়ান্ত পর্যায়ে অনলাইন ভোটে অন্য নয়টি ছবিকে এই ছবি প্রতিযোগীতায় পরাস্ত করে।

বল্ডউইনের ওয়েবসাইট অনুসারে চার মিনিটের এই ছবিটিকে সারসংক্ষেপ করলে দাড়ায় এ রকম: “একটি ভুডু পুতুল তার বন্ধুকে বাঁচানোর জন্য যথেষ্ট সাহস দেখায়, যে বন্ধুকে হত্যার জন্য পিন গাথা হয়েছে”।

যখন এই ছবিটিকে চুড়ান্ত তালিকায় রাখা হয়, প্যারাগুয়ের ব্লগাররা যেমন এনিমো দে অফেন্ডেরোর [স্প্যানিশ ভাষায়] মাইক সিন এই ছবিটিকে সমর্থন দিতে থাকে এবং ছবিটিকে ভোট দেবার জন্য উৎসাহ প্রদর্শন করতে থাকে। ভোট দেবার জন্য ও সবসময় তাজা সংবাদ প্রদান করার জন্য বল্ডউইন তার টুইটার ব্যবহার করতে থাকে, এর সাথে যথারীতি চুড়ান্ত ফলাফলের ঘোষণা করে

আমরা কান পুরস্কার জিতেছি! ২১০০ ভোটের বিশাল ব্যবধানে! http://pixelnitrate.com ওয়েব সাইটে ফলাফল দেখুন (ব্যানারের নীচে যে লিংক দেওয়া আছে তা অনুসরণ করুন)।

জোসে এনহেল লোপেজ ব্যারিওস এই পছন্দের ব্যাপারে করতালি দিয়ে তাকে সমর্থন দিয়েছেন এবং এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিয় মুখের ব্যাপারে মন্তব্য করেছেন [স্প্যানিশ ভাষায়]:

Muy buena la selección… La animación tiene todo lo necesario, misterio, encanto, suspenso y una enseñanza.. La técnica y la iluminación van a la par, la compaginación de todo este material es posible gracias a las nuevas tecnologías que permiten el cauce creador hasta en ínfimos matices, por ejemplo las texturas… excelente selección!!!

এটা খুব ভালো নির্বাচন… এই এনিমেশন ছবিতে সবকিছু ছিল, রহস্য, আকর্ষণ, উত্তেজনা এবং একটি শিক্ষা..। প্রযুক্তি ও আলো স্বাভাবিক মাত্রায় ছিল, এবং এই সমস্ত উপাদান তৈরী করা সম্ভব করেছে এক নতুন প্রযুক্তি, যা সৃষ্টিশীলতার প্রবাহকে তৈরী করে, এমনকি বিস্তারিত সুক্ষ্ণ প্রর্দশন, যেমন উদাহরন হিসেবে বলা যায় তার যে দৃশ্যমানতার রং বা টেক্সচার…. অপুর্ব বাছাই !!!

আরেকজন ব্লগার, রেসকাটার[স্প্যানিশ ভাষায়] ব্লগের কালোর্স রড্রিগুয়েজ ভাবছেন যে বল্ডউইনের প্রতিভার স্বীকৃতি পাওয়া উচিত, যা প্যারাগুয়ের সমাজ উপেক্ষা করে গেছে।

En estos tiempos en que cuestionamos el mal uso del talento para hacer el mal, cometemos el error de minimizar a los que hacen un uso positivo de sus habilidades y conocimientos. Es momento de aplaudir a Joaquín Baldwin por su premiación en Cannes por dar una espectacular animación a un muñeco con piel de arpillera

(…)

Brillante Baldwin. No paremos hasta el Oscar.

এমন এক সময় যখন আমরা প্রশ্ন করি, প্রতিভার দুর্বল ব্যবহার হয় দুর্বল কারনে, ওই সমস্ত বিষয়কে কমিয়ে এনে আমরা ভুল করি যা তাদের দক্ষতা আর জ্ঞানকে ইতিবচাক ভাবে ব্যবহার করতে পারে। এখন সময় এসেছে করতালির মধ্যে দিয়ে জোয়াকিন বল্ডউইনকে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া আর পাট দিয়ে তৈরী কাপড়ের এক অসাধারণ এনিমেশন পুতুল তৈরী করার জন্য অভিনন্দন জানানো।

(…)

অসাধারণ বল্ডউইন, অস্কার না জেতা পর্যন্ত থেম না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .